লোহিতসাগরে আবারও হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এবার গোষ্ঠীটি গালফ অব এডেন বা এডেন উপসাগরে একটি ব্রিটিশ তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবি করেছে। এই হামলার পরপরই ব্রিটিশ ওই ট্যাংকারে আগুন ধরে যায়। লোহিতসাগরের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলপথটিতে এটিই হুতিদের সর্বশেষ হামলা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, একই লোহিতসাগরে টহলরত মার্কিন সশস্ত্র বাহিনী হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার পরপরই ব্রিটিশ ট্যাংকারটিতে হামলার ঘটনা ঘটল। এর আগে ব্রিটিশ ও মার্কিন বাহিনী যৌথভাবে ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে দুই দিনে একাধিকবার হামলা চালিয়েছে।
মধ্যপ্রাচ্যের জলপথের ওপর তদারকি করা ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম অপারেশন এই হামলার কথা স্বীকার করেছে। তারা জানিয়েছে, এডেন উপসাগরে একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল এবং হামলার পর তাতে আগুন ধরে যায়। আন্তর্জাতিক জলপথ নিয়ে কাজ করা বেসরকারি গোয়েন্দা সংস্থা রিস্ক মনিটর বলছে, ইয়েমেনি বন্দর এডেনের দক্ষিণ-পূর্বে ক্ষেপণাস্ত্র হামলায় একটি বাণিজ্যিক জাহাজে আগুন লেগে যায়।
হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ইয়েমেনি নৌবাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র ব্রিটিশ তেল ট্যাংকার মার্লিন লুয়ান্ডায় আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্রটি সরাসরি জাহাজটিতে আঘাত করে এবং এর ফলে সেটিতে আগুন ধরে পুড়ে যায়।
এদিকে, ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় যখন হামলা শুরু হয়, তখনই বিশেষজ্ঞরা আশঙ্কা করেছিলেন, এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। ঠিক সেই লক্ষণই দেখা যাচ্ছে। গাজায় চলমান যুদ্ধের জের গড়িয়েছে লোহিতসাগরে। বিশ্বের গুরুত্বপূর্ণ এই জলপথে আতঙ্ক ছড়াচ্ছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। সঙ্গে যোগ দিয়েছে লেবাননের রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহও।
লোহিতসাগরে হামলার খেসারত দিতে হচ্ছে সারা বিশ্বকেই। এই রুট হয়ে পণ্য আমদানি-রপ্তানিতে বিঘ্ন ঘটছে। পরিস্থিতি সামাল দিতে পশ্চিমা জোট বাহিনী হুতিদের ওপর হামলা চালাচ্ছে, তবে সমাধান আসছে না। পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে দিন গড়াচ্ছে, আর চড়ছে পণ্যের বাজার।
লোহিতসাগরে আবারও হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এবার গোষ্ঠীটি গালফ অব এডেন বা এডেন উপসাগরে একটি ব্রিটিশ তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবি করেছে। এই হামলার পরপরই ব্রিটিশ ওই ট্যাংকারে আগুন ধরে যায়। লোহিতসাগরের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলপথটিতে এটিই হুতিদের সর্বশেষ হামলা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, একই লোহিতসাগরে টহলরত মার্কিন সশস্ত্র বাহিনী হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার পরপরই ব্রিটিশ ট্যাংকারটিতে হামলার ঘটনা ঘটল। এর আগে ব্রিটিশ ও মার্কিন বাহিনী যৌথভাবে ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে দুই দিনে একাধিকবার হামলা চালিয়েছে।
মধ্যপ্রাচ্যের জলপথের ওপর তদারকি করা ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম অপারেশন এই হামলার কথা স্বীকার করেছে। তারা জানিয়েছে, এডেন উপসাগরে একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল এবং হামলার পর তাতে আগুন ধরে যায়। আন্তর্জাতিক জলপথ নিয়ে কাজ করা বেসরকারি গোয়েন্দা সংস্থা রিস্ক মনিটর বলছে, ইয়েমেনি বন্দর এডেনের দক্ষিণ-পূর্বে ক্ষেপণাস্ত্র হামলায় একটি বাণিজ্যিক জাহাজে আগুন লেগে যায়।
হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ইয়েমেনি নৌবাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র ব্রিটিশ তেল ট্যাংকার মার্লিন লুয়ান্ডায় আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্রটি সরাসরি জাহাজটিতে আঘাত করে এবং এর ফলে সেটিতে আগুন ধরে পুড়ে যায়।
এদিকে, ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় যখন হামলা শুরু হয়, তখনই বিশেষজ্ঞরা আশঙ্কা করেছিলেন, এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। ঠিক সেই লক্ষণই দেখা যাচ্ছে। গাজায় চলমান যুদ্ধের জের গড়িয়েছে লোহিতসাগরে। বিশ্বের গুরুত্বপূর্ণ এই জলপথে আতঙ্ক ছড়াচ্ছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। সঙ্গে যোগ দিয়েছে লেবাননের রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহও।
লোহিতসাগরে হামলার খেসারত দিতে হচ্ছে সারা বিশ্বকেই। এই রুট হয়ে পণ্য আমদানি-রপ্তানিতে বিঘ্ন ঘটছে। পরিস্থিতি সামাল দিতে পশ্চিমা জোট বাহিনী হুতিদের ওপর হামলা চালাচ্ছে, তবে সমাধান আসছে না। পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে দিন গড়াচ্ছে, আর চড়ছে পণ্যের বাজার।
ভারতের শীর্ষস্থানীয় সয়াবিন প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান পতঞ্জলি ফুডস লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট আশীষ আচার্য বলেন, ‘ডিডিজিএস আমাদের জন্য মাথাব্যথার কারণ। এটি তুলনামূলকভাবে সস্তা হওয়ায় পশুখাদ্য উৎপাদনকারীরা তেলবীজের বদলে ডিডিজিএস ব্যবহার করছে।’
২৪ মিনিট আগেচীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আগামী ১৮ আগস্ট ভারত সফরে আসছেন। তিন বছরেরও বেশি সময়ের মধ্যে এটিই তাঁর প্রথম নয়া দিল্লি সফর। ভারত সরকারের আমন্ত্রণে তিনি আগামী ১৮ থেকে ২০ আগস্ট পর্যন্ত নয়া দিল্লিতে অবস্থান করবেন। আজ শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগেআলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ইউক্রেনীয় প্রেসিডেন্ট এবং ন্যাটো ও ইউরোপীয় নেতাদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি আগামী সোমবার ওয়াশিংটন সফর করবেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি।
১ ঘণ্টা আগেভারত ও বাংলাদেশের মধ্যে চলমান রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের শাড়ি ব্যবসায়ীরা কলকাতার সায়েন্স সিটি ময়দানে শুরু হওয়া ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার-২০২৫ (আইআইজিটিএফ)—এ অংশ নিচ্ছেন। বড় এই বাণিজ্য মেলায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশি ব্যবসায়ীরা দিল্লি, মুম্বাই
৩ ঘণ্টা আগে