Ajker Patrika

বাংলাদেশিদের জন্য ভ্রমণ ভিসায়ও আরব আমিরাত যাওয়ার সুযোগ

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১৫: ১২
বাংলাদেশিদের জন্য ভ্রমণ ভিসায়ও আরব আমিরাত যাওয়ার সুযোগ

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বিপুলসংখ্যক বাংলাদেশি রয়েছেন। তবে এই জনগোষ্ঠীর প্রায় সবাই কর্মী হিসেবেই দেশটিতে অবস্থান করছেন। পর্যটনকে সামনে রেখে আরব আমিরাত কর্তৃপক্ষ পৃথিবীর বিভিন্ন দেশকে ভ্রমণ ভিসা সরবরাহ করলেও সেই সুযোগ বাংলাদেশিদের জন্য নেই। তবে শুধু ভ্রমণ কিংবা বিনোদনের জন্য যারা বাংলাদেশ থেকে আমিরাত যেতে চান, তাঁদের জন্য একটি সুযোগ নিয়ে এসেছে ‘ডুডিজিটাল গ্লোবাল’ নামে একটি প্রতিষ্ঠান। 

ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের বরাতে জানা গেছে, এখন থেকে ডুডিজিটাল গ্লোবালের মাধ্যমে বাংলাদেশি নাগরিকেরা চাইলে পৃথিবীর যেকোনো দেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের ভ্রমণ ভিসার জন্য আবেদন করতে পারবেন। 

এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে বিভিন্ন উপায়ে দুই লাখের বেশি বাংলাদেশি ঘোরাঘুরি এবং ব্যক্তিগত কারণে আরব আমিরাত ভ্রমণ করেছেন। আগের বছরগুলোর তুলনায় যা উল্লেখযোগ্যভাবে বেশি। এর মধ্য দিয়ে আরব আমিরাতের আধুনিকতা ও ঐতিহ্যের মেলবন্ধনের প্রতি বাংলাদেশিদের আগ্রহের বিষয়টি ফুটে উঠেছে।

আরব আমিরাতের শহর দুবাইয়ের আকাশচুম্বী অট্টালিকা থেকে শুরু করে আবুধাবির সাংস্কৃতিক ঐতিহ্য ও সম্পদ বাংলাদেশি ভ্রমণকারীদের একটি দারুণ অভিজ্ঞতা দিতে সক্ষম। তবে শুধু ভ্রমণ নয়—কেনাকাটা, সাংস্কৃতিক অনুসন্ধান, এমনকি ব্যবসায়িক সুবিধার কারণে আরব আমিরাত যেকোনো মানুষের কাছেই একটি চিত্তাকর্ষক গন্তব্য। 

ডুডিজিটাল গ্লোবালের মাধ্যমে কোনো বাংলাদেশি ভ্রমণ ভিসায় আরব আমিরাত যেতে চাইলে তাঁর অবশ্যই ন্যূনতম ছয় মাসের মেয়াদ থাকা একটি পাসপোর্ট থাকতে হবে। জমা দিতে হবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপের শেনজেনভুক্ত কোনো দেশ, জাপান, অস্ট্রেলিয়া কিংবা চীনের মেয়াদ থাকা ভিসার কপি। সাদা ব্যাকগ্রাউন্ডে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবিও জমা দিতে হবে। লাগবে জাতীয় পরিচয়পত্র। বিগত ছয় মাসের ব্যাংক লেনদেনের হিসাব এবং হোটেল বুকিং।

ভ্রমণ সম্পর্কিত আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত