মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বিপুলসংখ্যক বাংলাদেশি রয়েছেন। তবে এই জনগোষ্ঠীর প্রায় সবাই কর্মী হিসেবেই দেশটিতে অবস্থান করছেন। পর্যটনকে সামনে রেখে আরব আমিরাত কর্তৃপক্ষ পৃথিবীর বিভিন্ন দেশকে ভ্রমণ ভিসা সরবরাহ করলেও সেই সুযোগ বাংলাদেশিদের জন্য নেই। তবে শুধু ভ্রমণ কিংবা বিনোদনের জন্য যারা বাংলাদেশ থেকে আমিরাত যেতে চান, তাঁদের জন্য একটি সুযোগ নিয়ে এসেছে ‘ডুডিজিটাল গ্লোবাল’ নামে একটি প্রতিষ্ঠান।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের বরাতে জানা গেছে, এখন থেকে ডুডিজিটাল গ্লোবালের মাধ্যমে বাংলাদেশি নাগরিকেরা চাইলে পৃথিবীর যেকোনো দেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের ভ্রমণ ভিসার জন্য আবেদন করতে পারবেন।
এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে বিভিন্ন উপায়ে দুই লাখের বেশি বাংলাদেশি ঘোরাঘুরি এবং ব্যক্তিগত কারণে আরব আমিরাত ভ্রমণ করেছেন। আগের বছরগুলোর তুলনায় যা উল্লেখযোগ্যভাবে বেশি। এর মধ্য দিয়ে আরব আমিরাতের আধুনিকতা ও ঐতিহ্যের মেলবন্ধনের প্রতি বাংলাদেশিদের আগ্রহের বিষয়টি ফুটে উঠেছে।
আরব আমিরাতের শহর দুবাইয়ের আকাশচুম্বী অট্টালিকা থেকে শুরু করে আবুধাবির সাংস্কৃতিক ঐতিহ্য ও সম্পদ বাংলাদেশি ভ্রমণকারীদের একটি দারুণ অভিজ্ঞতা দিতে সক্ষম। তবে শুধু ভ্রমণ নয়—কেনাকাটা, সাংস্কৃতিক অনুসন্ধান, এমনকি ব্যবসায়িক সুবিধার কারণে আরব আমিরাত যেকোনো মানুষের কাছেই একটি চিত্তাকর্ষক গন্তব্য।
ডুডিজিটাল গ্লোবালের মাধ্যমে কোনো বাংলাদেশি ভ্রমণ ভিসায় আরব আমিরাত যেতে চাইলে তাঁর অবশ্যই ন্যূনতম ছয় মাসের মেয়াদ থাকা একটি পাসপোর্ট থাকতে হবে। জমা দিতে হবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপের শেনজেনভুক্ত কোনো দেশ, জাপান, অস্ট্রেলিয়া কিংবা চীনের মেয়াদ থাকা ভিসার কপি। সাদা ব্যাকগ্রাউন্ডে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবিও জমা দিতে হবে। লাগবে জাতীয় পরিচয়পত্র। বিগত ছয় মাসের ব্যাংক লেনদেনের হিসাব এবং হোটেল বুকিং।
ভ্রমণ সম্পর্কিত আরও খবর পড়ুন:
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বিপুলসংখ্যক বাংলাদেশি রয়েছেন। তবে এই জনগোষ্ঠীর প্রায় সবাই কর্মী হিসেবেই দেশটিতে অবস্থান করছেন। পর্যটনকে সামনে রেখে আরব আমিরাত কর্তৃপক্ষ পৃথিবীর বিভিন্ন দেশকে ভ্রমণ ভিসা সরবরাহ করলেও সেই সুযোগ বাংলাদেশিদের জন্য নেই। তবে শুধু ভ্রমণ কিংবা বিনোদনের জন্য যারা বাংলাদেশ থেকে আমিরাত যেতে চান, তাঁদের জন্য একটি সুযোগ নিয়ে এসেছে ‘ডুডিজিটাল গ্লোবাল’ নামে একটি প্রতিষ্ঠান।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের বরাতে জানা গেছে, এখন থেকে ডুডিজিটাল গ্লোবালের মাধ্যমে বাংলাদেশি নাগরিকেরা চাইলে পৃথিবীর যেকোনো দেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের ভ্রমণ ভিসার জন্য আবেদন করতে পারবেন।
এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে বিভিন্ন উপায়ে দুই লাখের বেশি বাংলাদেশি ঘোরাঘুরি এবং ব্যক্তিগত কারণে আরব আমিরাত ভ্রমণ করেছেন। আগের বছরগুলোর তুলনায় যা উল্লেখযোগ্যভাবে বেশি। এর মধ্য দিয়ে আরব আমিরাতের আধুনিকতা ও ঐতিহ্যের মেলবন্ধনের প্রতি বাংলাদেশিদের আগ্রহের বিষয়টি ফুটে উঠেছে।
আরব আমিরাতের শহর দুবাইয়ের আকাশচুম্বী অট্টালিকা থেকে শুরু করে আবুধাবির সাংস্কৃতিক ঐতিহ্য ও সম্পদ বাংলাদেশি ভ্রমণকারীদের একটি দারুণ অভিজ্ঞতা দিতে সক্ষম। তবে শুধু ভ্রমণ নয়—কেনাকাটা, সাংস্কৃতিক অনুসন্ধান, এমনকি ব্যবসায়িক সুবিধার কারণে আরব আমিরাত যেকোনো মানুষের কাছেই একটি চিত্তাকর্ষক গন্তব্য।
ডুডিজিটাল গ্লোবালের মাধ্যমে কোনো বাংলাদেশি ভ্রমণ ভিসায় আরব আমিরাত যেতে চাইলে তাঁর অবশ্যই ন্যূনতম ছয় মাসের মেয়াদ থাকা একটি পাসপোর্ট থাকতে হবে। জমা দিতে হবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপের শেনজেনভুক্ত কোনো দেশ, জাপান, অস্ট্রেলিয়া কিংবা চীনের মেয়াদ থাকা ভিসার কপি। সাদা ব্যাকগ্রাউন্ডে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবিও জমা দিতে হবে। লাগবে জাতীয় পরিচয়পত্র। বিগত ছয় মাসের ব্যাংক লেনদেনের হিসাব এবং হোটেল বুকিং।
ভ্রমণ সম্পর্কিত আরও খবর পড়ুন:
পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
২ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
২ ঘণ্টা আগেভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বলেছেন, ‘এই হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের পদ্ধতিগত নিপীড়নের অংশ। আগের ঘটনাগুলোর অপরাধীরা শাস্তি ছাড়াই ঘুরে বেড়াচ্ছে।’
৫ ঘণ্টা আগেইসরায়েলের কর্মকর্তারা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার অঙ্গীকার করেছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে যেকোনো আলোচনায় তাদের ‘পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ভেঙে ফেলতে হবে।’ আর এ জন্য প্রয়োজনে ইসরায়েল ইরানের পারমাণবিক সীমিত পরিসরে হামলাও চালাতে পারে।
৫ ঘণ্টা আগে