Ajker Patrika

মোসাদের ৩ এজেন্টকে গ্রেপ্তার করল ইরান ও আফগান গোয়েন্দারা

অনলাইন ডেস্ক
মোসাদের ৩ এজেন্টকে গ্রেপ্তার করল ইরান ও আফগান গোয়েন্দারা

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের তিন এজেন্টকে গ্রেপ্তার করেছে ইরান। ড্রোন হামলা চেষ্টার অভিযোগে ইরান-আফগান সীমান্তে সন্দেহভাজন ওই তিনজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ।

আজ সোমবার রুশ গণমাধ্যম আরটি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আটকের সময় সন্দেহভাজন এজেন্টরা ইরান ও আফগানিস্তানের মধ্যে দুর্গম পার্বত্য অঞ্চলে অবস্থান করছিলেন। ইরানের গোয়েন্দা সংস্থা ও আফগানিস্তানের তালেবান গোয়েন্দারা একটি যৌথ অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করে।

প্রতিবেদনে বলা হয়েছে, আটককৃত ব্যক্তিরা আফগান সীমান্ত থেকে ড্রোন পরিচালনা করে ইরানের গুরুত্বপূর্ণ এলাকায় বা লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা করেছিলেন। আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য তাঁদেরকে ইরানের অধীনে নিয়ে যাওয়া হবে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি আইআরএনএ।

সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গাজা পরিস্থিতির কথা উল্লেখ করে ইসরায়েল ‘লাল রেখা’ অতিক্রম করেছে বলে মন্তব্য করেছিলেন। এ ছাড়া ইসরায়েলের সঙ্গে সংঘাতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে প্রকাশ্যে সমর্থন দিয়ে আসছে ইরান। ধারণা করা হয়, হামাসকে অস্ত্র সরবরাহের পাশাপাশি গোপনে প্রশিক্ষণও দেয় দেশটি।

গত ৭ অক্টোবর ইসরায়েলে প্রবেশ করে হামাস যোদ্ধাদের এক আকস্মিক হামলায় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়। এ ছাড়া আরও ২২৪ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা। এ ঘটনার পর থেকেই গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। এই বোমা হামলায় এখন পর্যন্ত সাড়ে ৯ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।

গত সপ্তাহ থেকে বিমান হামলার পাশাপাশি গাজায় প্রবেশ করে স্থল অভিযানও পরিচালনা করছে ইসরায়েলি বাহিনী। তবে স্থল অভিযানে হামাসের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে বলে জানা গেছে বিভিন্ন প্রতিবেদনের সূত্রে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত