রমজানে ইয়েমেনে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। গতকাল মঙ্গলবার গভীর রাতে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে মুসলমানদের পবিত্র মাস রমজানে যুদ্ধ বন্ধ রাখতে জাতিসংঘের আহ্বানকে সম্মান জানিয়ে বুধবার থেকে সামরিক অভিযান বন্ধ করবে। আজ বুধবার আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্ক আল-মালকির এক বিবৃতি উদ্ধৃত করে সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, ‘জোটের যৌথ বাহিনীর কমান্ড ইয়েমেনের অভ্যন্তরে আজ বুধবার সকাল ৬টা থেকে সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিয়েছে।’ ইয়েমেন-সংকটের অবসান ও রাজনৈতিক সমাধান নিশ্চিতে পৌঁছানোর আন্তর্জাতিক প্রচেষ্টার মধ্যেই এই সিদ্ধান্ত এল।
জাতিসংঘের পক্ষ থেকে অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে হুতি নিয়ন্ত্রিত হোদেইদাহ বন্দরে জ্বালানি তেল বহনকারী জাহাজগুলো ভেড়ার অনুমতি দেওয়া এবং সানা বিমানবন্দর থেকে অল্পসংখ্যক বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করার বিষয়টিও উত্থাপন করা হয়েছে।
উল্লেখ্য, চলতি সপ্তাহের শেষ দিকেই শুরু হতে যাচ্ছে রমজান।
এদিকে, জাতিসংঘের তথ্য অনুসারে, গত ২৭ মার্চ পর্যন্ত চারটি জ্বালানি তেলবাহী জাহাজ হোদেইদাহ বন্দরের কাছে অপেক্ষা করছিল, যার মধ্যে একটি ট্যাংকার প্রায় গত তিন মাস ধরে সৌদি জোটের নিয়ন্ত্রণাধীন এলাকায় আটকে ছিল।
এদিকে জাতিসংঘ, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ও ইরান সমর্থিত হুতি আন্দোলন—যারা ২০১৫ সাল থেকে যুদ্ধে লিপ্ত—উভয় পক্ষই একটি শান্তিচুক্তি নিশ্চিত করতে এবং দরিদ্র দেশটির ভয়াবহ মানবিক সংকট দূর করতে কাজ করে যাচ্ছে। তবে এখনো কোনো উল্লেখযোগ্য অর্জন আসেনি এই প্রচেষ্টা থেকে।
রমজানে ইয়েমেনে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। গতকাল মঙ্গলবার গভীর রাতে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে মুসলমানদের পবিত্র মাস রমজানে যুদ্ধ বন্ধ রাখতে জাতিসংঘের আহ্বানকে সম্মান জানিয়ে বুধবার থেকে সামরিক অভিযান বন্ধ করবে। আজ বুধবার আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্ক আল-মালকির এক বিবৃতি উদ্ধৃত করে সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, ‘জোটের যৌথ বাহিনীর কমান্ড ইয়েমেনের অভ্যন্তরে আজ বুধবার সকাল ৬টা থেকে সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিয়েছে।’ ইয়েমেন-সংকটের অবসান ও রাজনৈতিক সমাধান নিশ্চিতে পৌঁছানোর আন্তর্জাতিক প্রচেষ্টার মধ্যেই এই সিদ্ধান্ত এল।
জাতিসংঘের পক্ষ থেকে অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে হুতি নিয়ন্ত্রিত হোদেইদাহ বন্দরে জ্বালানি তেল বহনকারী জাহাজগুলো ভেড়ার অনুমতি দেওয়া এবং সানা বিমানবন্দর থেকে অল্পসংখ্যক বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করার বিষয়টিও উত্থাপন করা হয়েছে।
উল্লেখ্য, চলতি সপ্তাহের শেষ দিকেই শুরু হতে যাচ্ছে রমজান।
এদিকে, জাতিসংঘের তথ্য অনুসারে, গত ২৭ মার্চ পর্যন্ত চারটি জ্বালানি তেলবাহী জাহাজ হোদেইদাহ বন্দরের কাছে অপেক্ষা করছিল, যার মধ্যে একটি ট্যাংকার প্রায় গত তিন মাস ধরে সৌদি জোটের নিয়ন্ত্রণাধীন এলাকায় আটকে ছিল।
এদিকে জাতিসংঘ, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ও ইরান সমর্থিত হুতি আন্দোলন—যারা ২০১৫ সাল থেকে যুদ্ধে লিপ্ত—উভয় পক্ষই একটি শান্তিচুক্তি নিশ্চিত করতে এবং দরিদ্র দেশটির ভয়াবহ মানবিক সংকট দূর করতে কাজ করে যাচ্ছে। তবে এখনো কোনো উল্লেখযোগ্য অর্জন আসেনি এই প্রচেষ্টা থেকে।
দিল্লি পুলিশের একটি সরকারি চিঠিতে বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ হিসেবে চিহ্নিত করার ঘটনায় প্রবল উত্তেজনা বিরাজ করছে ভারতের বাংলাভাষীদের মধ্যে। লোধি কলোনি থানার পক্ষ থেকে দিল্লির বঙ্গভবনে পাঠানো ওই চিঠিতে একটি নথির বিষয়ে বলা হয়—এটি ‘বাংলাদেশি ভাষায়’ লেখা এবং এটিকে হিন্দি ও ইংরেজিতে অনুবাদ করা প্রয়োজন
৫ মিনিট আগেভারতের উত্তরাখন্ড রাজ্যের উত্তরকাশী জেলার ধারালি গ্রামে ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
২ ঘণ্টা আগেবিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি, তবে বলা হয়েছে, যেসব দেশের নাগরিকদের ভিসা ওভার-স্টের হার বেশি, অথবা যেখানে ‘বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব’ প্রকল্প রয়েছে এবং নাগরিকত্ব পেতে কোনো আবশ্যিক বসবাসের শর্ত নেই, সেসব দেশের নাগরিকেরা এই কর্মসূচির আওতায় আসতে পারেন। কনস্যুলার কর্মকর্তারা
২ ঘণ্টা আগেবোয়িং এয়ার ডমিন্যান্সের ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার এবং সেন্ট লুইস শাখার জ্যেষ্ঠ নির্বাহী ড্যান গিলিয়ান বলেন, ‘আমাদের প্রস্তাবে গড়ে ৪০ শতাংশ বেতন বৃদ্ধির পাশাপাশি বিকল্প কাজের সময়সূচি নিয়ে শ্রমিকদের মূল সমস্যার সমাধান ছিল। তা সত্ত্বেও তাঁরা প্রস্তাবটি প্রত্যাখ্যান করায় আমরা হতাশ।’
৪ ঘণ্টা আগে