রমজানে ইয়েমেনে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। গতকাল মঙ্গলবার গভীর রাতে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে মুসলমানদের পবিত্র মাস রমজানে যুদ্ধ বন্ধ রাখতে জাতিসংঘের আহ্বানকে সম্মান জানিয়ে বুধবার থেকে সামরিক অভিযান বন্ধ করবে। আজ বুধবার আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্ক আল-মালকির এক বিবৃতি উদ্ধৃত করে সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, ‘জোটের যৌথ বাহিনীর কমান্ড ইয়েমেনের অভ্যন্তরে আজ বুধবার সকাল ৬টা থেকে সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিয়েছে।’ ইয়েমেন-সংকটের অবসান ও রাজনৈতিক সমাধান নিশ্চিতে পৌঁছানোর আন্তর্জাতিক প্রচেষ্টার মধ্যেই এই সিদ্ধান্ত এল।
জাতিসংঘের পক্ষ থেকে অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে হুতি নিয়ন্ত্রিত হোদেইদাহ বন্দরে জ্বালানি তেল বহনকারী জাহাজগুলো ভেড়ার অনুমতি দেওয়া এবং সানা বিমানবন্দর থেকে অল্পসংখ্যক বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করার বিষয়টিও উত্থাপন করা হয়েছে।
উল্লেখ্য, চলতি সপ্তাহের শেষ দিকেই শুরু হতে যাচ্ছে রমজান।
এদিকে, জাতিসংঘের তথ্য অনুসারে, গত ২৭ মার্চ পর্যন্ত চারটি জ্বালানি তেলবাহী জাহাজ হোদেইদাহ বন্দরের কাছে অপেক্ষা করছিল, যার মধ্যে একটি ট্যাংকার প্রায় গত তিন মাস ধরে সৌদি জোটের নিয়ন্ত্রণাধীন এলাকায় আটকে ছিল।
এদিকে জাতিসংঘ, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ও ইরান সমর্থিত হুতি আন্দোলন—যারা ২০১৫ সাল থেকে যুদ্ধে লিপ্ত—উভয় পক্ষই একটি শান্তিচুক্তি নিশ্চিত করতে এবং দরিদ্র দেশটির ভয়াবহ মানবিক সংকট দূর করতে কাজ করে যাচ্ছে। তবে এখনো কোনো উল্লেখযোগ্য অর্জন আসেনি এই প্রচেষ্টা থেকে।
রমজানে ইয়েমেনে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। গতকাল মঙ্গলবার গভীর রাতে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে মুসলমানদের পবিত্র মাস রমজানে যুদ্ধ বন্ধ রাখতে জাতিসংঘের আহ্বানকে সম্মান জানিয়ে বুধবার থেকে সামরিক অভিযান বন্ধ করবে। আজ বুধবার আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্ক আল-মালকির এক বিবৃতি উদ্ধৃত করে সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, ‘জোটের যৌথ বাহিনীর কমান্ড ইয়েমেনের অভ্যন্তরে আজ বুধবার সকাল ৬টা থেকে সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিয়েছে।’ ইয়েমেন-সংকটের অবসান ও রাজনৈতিক সমাধান নিশ্চিতে পৌঁছানোর আন্তর্জাতিক প্রচেষ্টার মধ্যেই এই সিদ্ধান্ত এল।
জাতিসংঘের পক্ষ থেকে অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে হুতি নিয়ন্ত্রিত হোদেইদাহ বন্দরে জ্বালানি তেল বহনকারী জাহাজগুলো ভেড়ার অনুমতি দেওয়া এবং সানা বিমানবন্দর থেকে অল্পসংখ্যক বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করার বিষয়টিও উত্থাপন করা হয়েছে।
উল্লেখ্য, চলতি সপ্তাহের শেষ দিকেই শুরু হতে যাচ্ছে রমজান।
এদিকে, জাতিসংঘের তথ্য অনুসারে, গত ২৭ মার্চ পর্যন্ত চারটি জ্বালানি তেলবাহী জাহাজ হোদেইদাহ বন্দরের কাছে অপেক্ষা করছিল, যার মধ্যে একটি ট্যাংকার প্রায় গত তিন মাস ধরে সৌদি জোটের নিয়ন্ত্রণাধীন এলাকায় আটকে ছিল।
এদিকে জাতিসংঘ, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ও ইরান সমর্থিত হুতি আন্দোলন—যারা ২০১৫ সাল থেকে যুদ্ধে লিপ্ত—উভয় পক্ষই একটি শান্তিচুক্তি নিশ্চিত করতে এবং দরিদ্র দেশটির ভয়াবহ মানবিক সংকট দূর করতে কাজ করে যাচ্ছে। তবে এখনো কোনো উল্লেখযোগ্য অর্জন আসেনি এই প্রচেষ্টা থেকে।
মধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের মধ্যেই মঙ্গলবার গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী বুধবার ব্যাপক বোমাবর্ষণ চালিয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
২৪ মিনিট আগেথাইল্যান্ড ভ্রমণের সময় নিখোঁজ হওয়া ব্রিটিশ কিশোরী বেলা মে কুলি প্রায় ৪ হাজার মাইল দূরে জর্জিয়ার রাজধানী তিবলিসিতে গ্রেপ্তার হয়েছেন। ১৮ বছর বয়সী বেলার বিরুদ্ধে বিপুল পরিমাণ গাঁজা ও হাশিশ চোরাচালানের অভিযোগ আনা হয়েছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের কারাগারে বন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন তাঁর দুই ছেলে সুলেমান খান ও কাসিম খান।
২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার সৌদি আরবে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি সিরিয়ার দীর্ঘদিনের শত্রু ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আহ্বান জানিয়েছেন শারার প্রতি। এর আগের দিন অর্থাৎ গতকাল মঙ্গলবার ট্রাম্প সিরিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা তুলে
৩ ঘণ্টা আগে