Ajker Patrika

ইয়েমেন থেকে আসা দুটি ড্রোন ভূপাতিত করেছে ফরাসি যুদ্ধজাহাজ

ইয়েমেন থেকে আসা দুটি ড্রোন ভূপাতিত করেছে ফরাসি যুদ্ধজাহাজ

লোহিত সাগরে ইয়েমেন উপকূল থেকে আসা দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ফরাসি যুদ্ধজাহাজ ল্যাঙ্গুডক। গতকাল রোববার ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দুটি ড্রোনই ভূপাতিত করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বহুমুখী রণতরী ল্যাঙ্গুডক ফরাসি স্থানীয় সময় শনিবার রাত ৯টা ৩০ মিনিটে প্রথম ড্রোনটি আটক ও ধ্বংস করে। দ্বিতীয় ড্রোনটি রাত ১১টা ৩০ মিনিটের দিকে ইয়েমেন উপকূল থেকে ১১০ কিলোমিটার (৭০ মাইল) দূরে আল হুদায়দাহের কাছে ধ্বংস করা হয়। 

তবে সংক্ষিপ্ত এ বিবৃতিতে গত শনিবার রাতে ফরাসি রণতরী ল্যাঙ্গুডকের দিকে কারা এ ড্রোনগুলো নিক্ষেপ করেছে সে সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। 

এর আগে গত শনিবার ইরানের মদদপুষ্ট হুতি বিদ্রোহীরা জাতীয়তা নির্বিশেষে লোহিত সাগর দিয়ে ইসরায়েলগামী সব জাহাজকেই লক্ষ্যবস্তু করবে বলে হুঁশিয়ারি দিয়েছে। হুতিরা ইসরায়েলের কট্টর বিরোধী। গত ৭ অক্টোবর ইসরায়েল গাজায় হামলা চালানোর পর থেকেই গাজার প্রতি সমর্থন জানাতে সমুদ্রপথে বিদেশি জাহাজ লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালিয়েছে হুতিরা। 

ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ড্রোনগুলো সরাসরি ইয়েমেন থেকে দুই ঘণ্টার দূরত্বে থাকা ল্যাঙ্গুডককে লক্ষ্য করে আসছিল। তবে ড্রোনগুলোকে ভূপাতিত করার জন্য ল্যাঙ্গুডক কী ধরনের অস্ত্র ব্যবহার করেছিল তা নিয়ে কোনো তথ্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি। রণতরীটি লোহিত সাগরে ফরাসি নৌ অভিযানে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত