পূর্ব জেরুজালেমের একটি সিনাগগে (ইহুদিদের উপাসনালয়) সাতজনকে গুলি করে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত তিনজন। স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটের দিকে নেভ ইয়াকভ পাড়ায় এই হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, হামলাকারী একজন সন্ত্রাসী। তিনিও নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম ওই হামলাকারীকে একজন ফিলিস্তিনি হিসেবে বর্ণনা করেছে।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ইসরায়েলি পুলিশ কমিশনার কোবি শাবতাই বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে যত হামলা হয়েছে, তার মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি।
পুলিশ জানিয়েছে, ইসরায়েলি উপাসকেরা ওই সিনাগগে প্রার্থনার জন্য সমবেত হয়েছিলেন। হঠাৎ একজন বন্দুকধারী সেখানে গুলি চালাতে শুরু করে। পরে পুলিশ কর্মকর্তারা তাঁকে গুলি করে হত্যা করেছেন।
বন্দুকধারী ওই ব্যক্তি একটি সাদা রঙের গাড়িতে চেপে এসেছিলেন বলেও জানিয়েছে পুলিশ। ফরেনসিক দলগুলো গাড়িটির তদন্ত করছে।
এদিকে ফিলিস্তিনের বিদ্রোহী গোষ্ঠীগুলো এই হামলার প্রশংসা করেছে। পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ফিলিস্তিনিরা শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ করে এই হামলা উদ্যাপন করেছে। তবে ফিলিস্তিনি কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেছেন, ‘বন্দুকধারী ব্যক্তিটি দৌড়ে পালানোর চেষ্টা করেছিল। পুলিশ তাকে পেছন থেকে ধাওয়া করে এবং গুলি করতে থাকে।’
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শুক্রবারের এই বন্দুক হামলার ঘটনায় ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ‘যুক্তরাষ্ট্র এই ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছে।’ হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন এবং সম্ভাব্য সব ধরনের সমর্থনের প্রস্তাব দিয়েছেন।
হামলার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ছাড়া জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভিও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পূর্ব জেরুজালেমের একটি সিনাগগে (ইহুদিদের উপাসনালয়) সাতজনকে গুলি করে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত তিনজন। স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটের দিকে নেভ ইয়াকভ পাড়ায় এই হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, হামলাকারী একজন সন্ত্রাসী। তিনিও নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম ওই হামলাকারীকে একজন ফিলিস্তিনি হিসেবে বর্ণনা করেছে।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ইসরায়েলি পুলিশ কমিশনার কোবি শাবতাই বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে যত হামলা হয়েছে, তার মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি।
পুলিশ জানিয়েছে, ইসরায়েলি উপাসকেরা ওই সিনাগগে প্রার্থনার জন্য সমবেত হয়েছিলেন। হঠাৎ একজন বন্দুকধারী সেখানে গুলি চালাতে শুরু করে। পরে পুলিশ কর্মকর্তারা তাঁকে গুলি করে হত্যা করেছেন।
বন্দুকধারী ওই ব্যক্তি একটি সাদা রঙের গাড়িতে চেপে এসেছিলেন বলেও জানিয়েছে পুলিশ। ফরেনসিক দলগুলো গাড়িটির তদন্ত করছে।
এদিকে ফিলিস্তিনের বিদ্রোহী গোষ্ঠীগুলো এই হামলার প্রশংসা করেছে। পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ফিলিস্তিনিরা শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ করে এই হামলা উদ্যাপন করেছে। তবে ফিলিস্তিনি কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেছেন, ‘বন্দুকধারী ব্যক্তিটি দৌড়ে পালানোর চেষ্টা করেছিল। পুলিশ তাকে পেছন থেকে ধাওয়া করে এবং গুলি করতে থাকে।’
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শুক্রবারের এই বন্দুক হামলার ঘটনায় ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ‘যুক্তরাষ্ট্র এই ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছে।’ হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন এবং সম্ভাব্য সব ধরনের সমর্থনের প্রস্তাব দিয়েছেন।
হামলার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ছাড়া জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভিও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অবৈধ অভিবাসী আটকে দেশজুড়ে ব্যাপক অভিযান শুরু করেছে মালয়েশিয়া। গত বুধবার পর্যন্ত দেশটিতে ২২ হাজার অবৈধ অভিবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। গতকাল শুক্রবার মালয়েশিয়ার গণমাধ্যম নিউ স্ট্রেট টাইমসের খবরে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আটক অবৈধ অভিবাসীদের মধ্যে বাংলাদেশি রয়েছেন ১৬৫ জ
৭ ঘণ্টা আগেনিউইয়র্ক শহরের ব্যস্ত রাস্তায় গত ক’দিন ধরে দেখা যাচ্ছে ব্যতিক্রমী এক দৃশ্য। ব্যস্ততম ম্যানহাটনের পথে পথে একটি বুনো টার্কি আপন মনে হাঁটছে, উড়ছে কিংবা ঘুরে বেড়াচ্ছে ছাদে ছাদে। এটি একটি নামও পেয়ে গেছে—অ্যাস্টোরিয়া। শহরের মানুষ অ্যাস্টোরিয়ার এমন সাহসিক অভিযানে এখন রীতিমতো অভিভূত।
৮ ঘণ্টা আগেপাকিস্তানের করাচিতে সংখ্যালঘু আহমদিয়া সম্প্রদায়ের এক সদস্যকে পিটিয়ে হত্যা করেছে উগ্র ইসলামপন্থীরা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ শুক্রবার করাচির একটি মোবাইল মার্কেটের কাছে এ হামলার ঘটনা ঘটে। এর আগে উগ্রপন্থীরা এই সংখ্যালঘু সম্প্রদায়ের একটি উপাসনালয় ঘেরাও করে।
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সিয়েরা নেভাদা পর্বতমালার নিচে পৃথিবীর ভূত্বক যে ধীরে ধীরে খসে পড়ছে বা খোসা ছাড়াচ্ছে, তার বিরল ও শক্তিশালী প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ৪০ বছরের ভূমিকম্পের রেকর্ড ঘাঁটতে গিয়ে চাঞ্চল্যকর এই তথ্য সামনে আনেন ভূকম্পবিদ ডেবোরাহ কিলব।
৯ ঘণ্টা আগে