Ajker Patrika

আজ পবিত্র হজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ পবিত্র হজ

আজ পবিত্র হজ। আরাফাতের ময়দানে অবস্থানের দিন। এরপর কোরবানিসহ যাবতীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ বছরের হজ শেষ করবেন মুসল্লিরা। করোনা মহামারির কারণে গত বছরের মতো এবারও সীমিতসংখ্যক মানুষ হজ পালনের সুযোগ পাচ্ছেন। সৌদি আরবের অধিবাসী ও সেখানে অবস্থানরত ১৫০ দেশের নাগরিক মিলে মাত্র ৬০ হাজার মানুষ এবার হজে অংশ নিচ্ছেন।

হজের অন্যতম রুকন আরাফায় অবস্থান। আজ হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করবেন। আরাফাতের ময়দানে এবার হজে অংশগ্রহণকারী মুসলিম উম্মাহর উদ্দেশে খুতবাহ দেবেন শায়খ ড. বানদার বিন আবদুল আজিজ বালিলাহ। এ বছর সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ রাজকীয় ফরমানে তাঁকে আরাফাতের মহান দিনে খুতবা দেওয়ার অনুমোদন দিয়েছেন।

আরব নিউজের খবরে বলা হয়েছে, গত শনিবার হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সেদিন সকাল থেকে রাত পর্যন্ত মুসল্লিরা কাবাঘর তাওয়াফ করেন। স্বাস্থ্যবিধি মেনে তাওয়াফের কারণে ঘণ্টায় দুই হাজারের বেশি ব্যক্তি তাওয়াফ করার সুযোগ পাননি। গতকাল রোববার হজযাত্রীরা মিনার উদ্দেশে রওনা হন। 

মিনায় রাত যাপন হজের অন্যতম সুন্নত। রাত যাপন শেষে মুসল্লিরা সারা দিন মিনাতেই ছিলেন। সেখানে জোহর, আসর, মাগরিব, এশা ও ফজরের নামাজ আদায় করা মোস্তাহাব। সেখান থেকে আজ সূর্যোদয়ের পর মুসল্লিরা যাবেন প্রায় ১৫ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে। সোমবার আরাফাহর দিনে পালিত হবে পবিত্র হজ। এ ময়দানে অবস্থান হজের মূল আনুষ্ঠানিকতা (ফরজ)। এরপর কোরবানিসহ কিছু আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হবে পবিত্র হজ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত