Ajker Patrika

মিডিয়া সহযোগিতা জোরদার করতে ইরান-রাশিয়ার চুক্তি

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ২০: ১৩
মিডিয়া সহযোগিতা জোরদার করতে ইরান-রাশিয়ার চুক্তি

রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা স্পুটনিকের সঙ্গে ইরানের তাসনিম নিউজ এজেন্সির পারস্পরিক সহযোগিতার একটি চুক্তি হয়েছে। গত বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই দেশের মধ্যে এ চুক্তি হয়। গতকাল শনিবার ইরানের তাসনিম নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে। 

তাসনিমকে ইরানের শক্তিশালী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মুখপত্র হিসেবে ধরা হয়। দুই সংবাদমাধ্যম কোম্পানির প্রতিনিধিরা একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছেন। রাশিয়ান সংবাদমাধ্যমও এই চুক্তি নিয়ে রিপোর্ট করেছে। 

চুক্তি অনুসারে, দুটি সংবাদ সংস্থা বৈশ্বিক মঞ্চে মিডিয়া কার্যক্রমে সহযোগিতা জোরদার করবে। এসবের মধ্য রয়েছে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং ক্রীড়া ক্ষেত্রে বিভিন্ন উন্নয়ন এবং প্রতিবেদনে তৈরিতে সহযোগিতা।

তাসনিমের নিউজরুমের প্রধান আবদুল্লাহ আবদুল্লাহি এই সহযোগিতাকে স্বাগত জানিয়েছেন। তাঁর কথায়, পশ্চিমা আধিপত্যবাদ মোকাবিলায় এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এদিকে রাশিয়া ইউক্রেনে হামলার পর ইউরোপীয় ইউনিয়নে স্পুটনিক চ্যানেল নিষিদ্ধ করা হয়। 

আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে ইরান ও রাশিয়া অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে তাদের সহযোগিতা সম্প্রসারিত করেছে। 

পশ্চিমা গোয়েন্দাদের মতে, ইরান তার কামিকাজে ড্রোন দিয়ে মস্কোকে সমর্থন করছে। তেহরান যদিও ড্রোন দিয়ে রাশিয়াকে সাহায্যের বিষয়টি অস্বীকার করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত