সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রথমবারের মতো দেশটির অপেরা শো শুরু হয়েছে। বৃহস্পতিবার শুরু হওয়া এই অপেরা শো চলবে আগামী ৪ মে পর্যন্ত। এই আট দিনের মধ্যে মোট ১০টি অপেরা শো অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
সৌদি বার্তা সংস্থা এসপিএ-এর বরাত দিয়ে আজ শুক্রবার গালফ নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার রিয়াদের কিং ফাহাদ কালচারাল সেন্টারে এক ঘরোয়া প্রদর্শনীর মাধ্যমে প্রথমবারের মতো ‘জারকা আল ইয়ামামা’ শিরোনামে একটি অপেরা শো হয়। সৌদি আরবের আগেই গত ফেব্রুয়ারিতে লন্ডনে এই অপেরাটির আন্তর্জাতিক প্রিমিয়ার হয়েছিল।
‘জারকা আল ইয়ামামা’ প্রাক-ইসলামিক যুগের কিংবদন্তি দ্বারা অনুপ্রাণিত একটি অপেরা শো। এটি সৌদি থিয়েটার এবং পারফর্মিং আর্টস কমিশনের প্রথম প্রযোজনা। এতে দৃঢ় ইচ্ছাসম্পন্ন এক আরব নারীর গল্প উপস্থাপন করা হয়েছে। বিরল বিচক্ষণতার অধিকারী ওই নারীর দূর দৃষ্টির প্রতিভা ছিল। বলা হয়ে থাকে, ঈগলের চেয়েও ক্ষুরধার ছিল তাঁর দৃষ্টিশক্তি। আর চোখ ছিল নীল। আরবি ইয়ামামা শব্দটির অর্থ হলো ঘুঘু। ‘জারকা আল ইয়ামামা’ শব্দটি দিয়ে উপকথার সেই নারীকে নীল চোখের ঘুঘু হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
পুরস্কারপ্রাপ্ত সৌদি কবি সালেহ জামানান ঐতিহাসিক কাহিনি থেকে অনুপ্রাণিত হয়ে অপেরাটির চিত্রনাট্য তৈরি করেছেন। অপেরাটির প্রধান তিনটি ভূমিকায় অভিনয় করেছেন সৌদি শিল্পী খায়রান আল জাহরানি, সাওসান আলবাহিতি এবং রিমাজ ওকবি।
বিশ্ব-বিখ্যাত মেজো সোপ্রানো ডেম সারাহ কনোলি ‘জারকা আল ইয়ামামার’ টাইটেল রোলে কণ্ঠ দিয়েছেন। প্রযোজনাটিতে মঞ্চ পরিচালক ড্যানিয়েল ফিঞ্জি পাসকার মঞ্চায়নের বিশেষ প্রভাব রয়েছে।
এসপিএ বলেছে, এই কাজটি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সৌদি থিয়েটারকে উন্নত করার জন্য দেশটির কমিশনের আগ্রহকে ফুটিয়ে তুলেছে।
সৌদি আরব তার তেল-নির্ভর অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে দেশটিতে আরও বেশি-বিদেশি পর্যটককে আকর্ষণ করতে চাইছে। ‘ভিশন ২০৩০’ নামের একটি উচ্চাভিলাষী উন্নয়ন প্রকল্পের অংশ হিসাবে সৌদি আরব বিনোদন শিল্পকে বড় পরিসর দিতে চলেছে। এর ফলে দেশটিতে অনুষ্ঠিত হচ্ছে কনসার্ট, সিনেমা, থিয়েটার শো ছাড়াও আরও বিভিন্ন অনুষ্ঠান। এসব অনুষ্ঠান দেশটির সাধারণ মানুষ ছাড়াও প্রচুর বিদেশি দর্শকও টানছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রথমবারের মতো দেশটির অপেরা শো শুরু হয়েছে। বৃহস্পতিবার শুরু হওয়া এই অপেরা শো চলবে আগামী ৪ মে পর্যন্ত। এই আট দিনের মধ্যে মোট ১০টি অপেরা শো অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
সৌদি বার্তা সংস্থা এসপিএ-এর বরাত দিয়ে আজ শুক্রবার গালফ নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার রিয়াদের কিং ফাহাদ কালচারাল সেন্টারে এক ঘরোয়া প্রদর্শনীর মাধ্যমে প্রথমবারের মতো ‘জারকা আল ইয়ামামা’ শিরোনামে একটি অপেরা শো হয়। সৌদি আরবের আগেই গত ফেব্রুয়ারিতে লন্ডনে এই অপেরাটির আন্তর্জাতিক প্রিমিয়ার হয়েছিল।
‘জারকা আল ইয়ামামা’ প্রাক-ইসলামিক যুগের কিংবদন্তি দ্বারা অনুপ্রাণিত একটি অপেরা শো। এটি সৌদি থিয়েটার এবং পারফর্মিং আর্টস কমিশনের প্রথম প্রযোজনা। এতে দৃঢ় ইচ্ছাসম্পন্ন এক আরব নারীর গল্প উপস্থাপন করা হয়েছে। বিরল বিচক্ষণতার অধিকারী ওই নারীর দূর দৃষ্টির প্রতিভা ছিল। বলা হয়ে থাকে, ঈগলের চেয়েও ক্ষুরধার ছিল তাঁর দৃষ্টিশক্তি। আর চোখ ছিল নীল। আরবি ইয়ামামা শব্দটির অর্থ হলো ঘুঘু। ‘জারকা আল ইয়ামামা’ শব্দটি দিয়ে উপকথার সেই নারীকে নীল চোখের ঘুঘু হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
পুরস্কারপ্রাপ্ত সৌদি কবি সালেহ জামানান ঐতিহাসিক কাহিনি থেকে অনুপ্রাণিত হয়ে অপেরাটির চিত্রনাট্য তৈরি করেছেন। অপেরাটির প্রধান তিনটি ভূমিকায় অভিনয় করেছেন সৌদি শিল্পী খায়রান আল জাহরানি, সাওসান আলবাহিতি এবং রিমাজ ওকবি।
বিশ্ব-বিখ্যাত মেজো সোপ্রানো ডেম সারাহ কনোলি ‘জারকা আল ইয়ামামার’ টাইটেল রোলে কণ্ঠ দিয়েছেন। প্রযোজনাটিতে মঞ্চ পরিচালক ড্যানিয়েল ফিঞ্জি পাসকার মঞ্চায়নের বিশেষ প্রভাব রয়েছে।
এসপিএ বলেছে, এই কাজটি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সৌদি থিয়েটারকে উন্নত করার জন্য দেশটির কমিশনের আগ্রহকে ফুটিয়ে তুলেছে।
সৌদি আরব তার তেল-নির্ভর অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে দেশটিতে আরও বেশি-বিদেশি পর্যটককে আকর্ষণ করতে চাইছে। ‘ভিশন ২০৩০’ নামের একটি উচ্চাভিলাষী উন্নয়ন প্রকল্পের অংশ হিসাবে সৌদি আরব বিনোদন শিল্পকে বড় পরিসর দিতে চলেছে। এর ফলে দেশটিতে অনুষ্ঠিত হচ্ছে কনসার্ট, সিনেমা, থিয়েটার শো ছাড়াও আরও বিভিন্ন অনুষ্ঠান। এসব অনুষ্ঠান দেশটির সাধারণ মানুষ ছাড়াও প্রচুর বিদেশি দর্শকও টানছে।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
৭ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১০ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৩ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
১৪ ঘণ্টা আগে