ইসরায়েলি জিম্মিদের নতুন এক ভিডিও প্রকাশ করেছে হামাস। গতকাল শনিবার প্রকাশিত ভিডিওতে ইসরায়েলের দক্ষিণাঞ্চল থেকে বন্দী করে গাজায় নিয়ে যাওয়া দুই জিম্মিকে দেখা যায়। ইহুদিদের ধর্মীয় উৎসব পাসওভারের ছুটির সময় এই ভিডিও প্রকাশ করা হয়। এই সময় ইহুদিরা মিসরের দাসত্ব থেকে ইসরায়েলিদের মুক্তি উদ্যাপন করে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ভিডিওটি অন্যান্য প্রকাশিত জিম্মি ভিডিও এর মতোই ধারণ করেছে ইসলামপন্থী গোষ্ঠীরা। এই গোষ্ঠীকে মনস্তাত্ত্বিক সন্ত্রাসবাদ বলে নিন্দা করেছে ইসরায়েল।
ভিডিওর দুই জিম্মিকে কিথ সিজেল (৬৪) ও ওমরি মিরান (৪৭) হিসেবে শনাক্ত করা হয়েছে। তাঁরা দুইজনই আলাদাভাবে ফাঁকা দেয়ালের সামনে দাঁড়িয়ে কথা বলেন। ভিডিওতে তাঁরা পরিবারের প্রতি ভালোবাসা জানিয়ে তাঁদের মুক্ত করার কথা বলেন।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর সময় নাহাল ওজে নিজ বাড়ি থেকে স্ত্রী ও দুই মেয়ের সামনেই মিরানকে জিম্মি করে আনে হামাস। ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় হামলা চালানো শুরু করে ইসরায়েল।
সীমান্তবর্তী আরেক শহর থেকে সিজেল ও তাঁর স্ত্রীকে বন্দী করা হয়। সিজেল যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। নভেম্বরে সংক্ষিপ্ত যুদ্ধ বিরতির সময় তাঁর স্ত্রীকে মুক্ত করে দেওয়া হয়।
ভিডিওর একপর্যায়ে কান্নায় ভেঙে পড়ে সিজেল। গত বছর এই সময়টা পরিবারের সঙ্গে উদ্যাপনের কথা মনে করেন তিনি। এ সময় তিনি আবারও পরিবারের সঙ্গে একত্রিত হওয়ার আশা প্রকাশ করেন।
হামাসের নজিরবিহীন ওই হামলার সময় প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করা হয়। হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। দেশটির ইতিহাসে এটিই ছিল সবচেয়ে ভয়াবহ হামলা।
হামাসকে নির্মূল করতে এবং জিম্মিদের মুক্ত করতে গাজায় বর্বরোচিত হামলা শুরু করে ইসরায়েল। এই হামলায় এখন পর্যন্ত গাজায় ৩৪ হাজার ৩০৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরায়েলি জিম্মিদের নতুন এক ভিডিও প্রকাশ করেছে হামাস। গতকাল শনিবার প্রকাশিত ভিডিওতে ইসরায়েলের দক্ষিণাঞ্চল থেকে বন্দী করে গাজায় নিয়ে যাওয়া দুই জিম্মিকে দেখা যায়। ইহুদিদের ধর্মীয় উৎসব পাসওভারের ছুটির সময় এই ভিডিও প্রকাশ করা হয়। এই সময় ইহুদিরা মিসরের দাসত্ব থেকে ইসরায়েলিদের মুক্তি উদ্যাপন করে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ভিডিওটি অন্যান্য প্রকাশিত জিম্মি ভিডিও এর মতোই ধারণ করেছে ইসলামপন্থী গোষ্ঠীরা। এই গোষ্ঠীকে মনস্তাত্ত্বিক সন্ত্রাসবাদ বলে নিন্দা করেছে ইসরায়েল।
ভিডিওর দুই জিম্মিকে কিথ সিজেল (৬৪) ও ওমরি মিরান (৪৭) হিসেবে শনাক্ত করা হয়েছে। তাঁরা দুইজনই আলাদাভাবে ফাঁকা দেয়ালের সামনে দাঁড়িয়ে কথা বলেন। ভিডিওতে তাঁরা পরিবারের প্রতি ভালোবাসা জানিয়ে তাঁদের মুক্ত করার কথা বলেন।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর সময় নাহাল ওজে নিজ বাড়ি থেকে স্ত্রী ও দুই মেয়ের সামনেই মিরানকে জিম্মি করে আনে হামাস। ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় হামলা চালানো শুরু করে ইসরায়েল।
সীমান্তবর্তী আরেক শহর থেকে সিজেল ও তাঁর স্ত্রীকে বন্দী করা হয়। সিজেল যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। নভেম্বরে সংক্ষিপ্ত যুদ্ধ বিরতির সময় তাঁর স্ত্রীকে মুক্ত করে দেওয়া হয়।
ভিডিওর একপর্যায়ে কান্নায় ভেঙে পড়ে সিজেল। গত বছর এই সময়টা পরিবারের সঙ্গে উদ্যাপনের কথা মনে করেন তিনি। এ সময় তিনি আবারও পরিবারের সঙ্গে একত্রিত হওয়ার আশা প্রকাশ করেন।
হামাসের নজিরবিহীন ওই হামলার সময় প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করা হয়। হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। দেশটির ইতিহাসে এটিই ছিল সবচেয়ে ভয়াবহ হামলা।
হামাসকে নির্মূল করতে এবং জিম্মিদের মুক্ত করতে গাজায় বর্বরোচিত হামলা শুরু করে ইসরায়েল। এই হামলায় এখন পর্যন্ত গাজায় ৩৪ হাজার ৩০৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
পাকিস্তানে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ১০৮ জন নেতা কর্মীকে সাম্প্রতিক এক রায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে সেনাবাহিনীর বিরুদ্ধে সহিংস বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তাদের এই সাজা দিল আদালত।
১ ঘণ্টা আগেইউক্রেনে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে মস্কোর সেনারা। এ হামলায় অন্তত ১৩ ইউক্রেনীয় নিহত হয়েছে বলে গতকাল বৃহস্পতিবার জানিয়েছে দেশটির জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে রয়েছে এক শিশুও। আহত হয়েছে আরও কমপক্ষে ১৩২ জন, আহতদের মধ্যে রয়েছ
২ ঘণ্টা আগেএটাই সফলভাবে জন্ম নেওয়া কোনো শিশুর সবচেয়ে বেশি সময় ধরে হিমায়িত ভ্রূণ হিসেবে থাকার রেকর্ড। এর আগে ১৯৯২ সালে হিমায়িত হওয়া একটি ভ্রূণ থেকে ২০২২ সালে জন্ম নেওয়া যমজ শিশুরাই ছিল এই রেকর্ডের ধারক।
১৪ ঘণ্টা আগেমৃত্যুর সময় আদেলের শরীর ছিল শীর্ণ, পেট ছিল ভেতরের দিকে ঢোকানো, হাড়গুলো বেরিয়ে এসেছিল আর মুখ ছিল ফ্যাকাশে। তাঁর এই দুর্বল দেহ গাজার ফিলিস্তিনিদের ওপর চলা ক্ষুধার যুদ্ধের এক করুণ সাক্ষী। ইসরায়েলের অবিরাম হামলার কারণে সেখানে হাসপাতালগুলোতে চিকিৎসা ও মানবিক সহায়তা দেওয়া কঠিন হয়ে পড়েছে।
১৪ ঘণ্টা আগে