অনলাইন ডেস্ক
ইসরায়েলি জিম্মিদের নতুন এক ভিডিও প্রকাশ করেছে হামাস। গতকাল শনিবার প্রকাশিত ভিডিওতে ইসরায়েলের দক্ষিণাঞ্চল থেকে বন্দী করে গাজায় নিয়ে যাওয়া দুই জিম্মিকে দেখা যায়। ইহুদিদের ধর্মীয় উৎসব পাসওভারের ছুটির সময় এই ভিডিও প্রকাশ করা হয়। এই সময় ইহুদিরা মিসরের দাসত্ব থেকে ইসরায়েলিদের মুক্তি উদ্যাপন করে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ভিডিওটি অন্যান্য প্রকাশিত জিম্মি ভিডিও এর মতোই ধারণ করেছে ইসলামপন্থী গোষ্ঠীরা। এই গোষ্ঠীকে মনস্তাত্ত্বিক সন্ত্রাসবাদ বলে নিন্দা করেছে ইসরায়েল।
ভিডিওর দুই জিম্মিকে কিথ সিজেল (৬৪) ও ওমরি মিরান (৪৭) হিসেবে শনাক্ত করা হয়েছে। তাঁরা দুইজনই আলাদাভাবে ফাঁকা দেয়ালের সামনে দাঁড়িয়ে কথা বলেন। ভিডিওতে তাঁরা পরিবারের প্রতি ভালোবাসা জানিয়ে তাঁদের মুক্ত করার কথা বলেন।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর সময় নাহাল ওজে নিজ বাড়ি থেকে স্ত্রী ও দুই মেয়ের সামনেই মিরানকে জিম্মি করে আনে হামাস। ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় হামলা চালানো শুরু করে ইসরায়েল।
সীমান্তবর্তী আরেক শহর থেকে সিজেল ও তাঁর স্ত্রীকে বন্দী করা হয়। সিজেল যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। নভেম্বরে সংক্ষিপ্ত যুদ্ধ বিরতির সময় তাঁর স্ত্রীকে মুক্ত করে দেওয়া হয়।
ভিডিওর একপর্যায়ে কান্নায় ভেঙে পড়ে সিজেল। গত বছর এই সময়টা পরিবারের সঙ্গে উদ্যাপনের কথা মনে করেন তিনি। এ সময় তিনি আবারও পরিবারের সঙ্গে একত্রিত হওয়ার আশা প্রকাশ করেন।
হামাসের নজিরবিহীন ওই হামলার সময় প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করা হয়। হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। দেশটির ইতিহাসে এটিই ছিল সবচেয়ে ভয়াবহ হামলা।
হামাসকে নির্মূল করতে এবং জিম্মিদের মুক্ত করতে গাজায় বর্বরোচিত হামলা শুরু করে ইসরায়েল। এই হামলায় এখন পর্যন্ত গাজায় ৩৪ হাজার ৩০৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরায়েলি জিম্মিদের নতুন এক ভিডিও প্রকাশ করেছে হামাস। গতকাল শনিবার প্রকাশিত ভিডিওতে ইসরায়েলের দক্ষিণাঞ্চল থেকে বন্দী করে গাজায় নিয়ে যাওয়া দুই জিম্মিকে দেখা যায়। ইহুদিদের ধর্মীয় উৎসব পাসওভারের ছুটির সময় এই ভিডিও প্রকাশ করা হয়। এই সময় ইহুদিরা মিসরের দাসত্ব থেকে ইসরায়েলিদের মুক্তি উদ্যাপন করে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ভিডিওটি অন্যান্য প্রকাশিত জিম্মি ভিডিও এর মতোই ধারণ করেছে ইসলামপন্থী গোষ্ঠীরা। এই গোষ্ঠীকে মনস্তাত্ত্বিক সন্ত্রাসবাদ বলে নিন্দা করেছে ইসরায়েল।
ভিডিওর দুই জিম্মিকে কিথ সিজেল (৬৪) ও ওমরি মিরান (৪৭) হিসেবে শনাক্ত করা হয়েছে। তাঁরা দুইজনই আলাদাভাবে ফাঁকা দেয়ালের সামনে দাঁড়িয়ে কথা বলেন। ভিডিওতে তাঁরা পরিবারের প্রতি ভালোবাসা জানিয়ে তাঁদের মুক্ত করার কথা বলেন।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর সময় নাহাল ওজে নিজ বাড়ি থেকে স্ত্রী ও দুই মেয়ের সামনেই মিরানকে জিম্মি করে আনে হামাস। ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় হামলা চালানো শুরু করে ইসরায়েল।
সীমান্তবর্তী আরেক শহর থেকে সিজেল ও তাঁর স্ত্রীকে বন্দী করা হয়। সিজেল যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। নভেম্বরে সংক্ষিপ্ত যুদ্ধ বিরতির সময় তাঁর স্ত্রীকে মুক্ত করে দেওয়া হয়।
ভিডিওর একপর্যায়ে কান্নায় ভেঙে পড়ে সিজেল। গত বছর এই সময়টা পরিবারের সঙ্গে উদ্যাপনের কথা মনে করেন তিনি। এ সময় তিনি আবারও পরিবারের সঙ্গে একত্রিত হওয়ার আশা প্রকাশ করেন।
হামাসের নজিরবিহীন ওই হামলার সময় প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করা হয়। হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। দেশটির ইতিহাসে এটিই ছিল সবচেয়ে ভয়াবহ হামলা।
হামাসকে নির্মূল করতে এবং জিম্মিদের মুক্ত করতে গাজায় বর্বরোচিত হামলা শুরু করে ইসরায়েল। এই হামলায় এখন পর্যন্ত গাজায় ৩৪ হাজার ৩০৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিবিসি জানিয়েছে, নিহত আর্মেন সারগসিয়ান ছিলেন ‘আরবাত’ ব্যাটালিয়নের নেতা। সোমবার সকালে মস্কোর উত্তর-পশ্চিমে একটি আবাসিক ভবনের প্রবেশদ্বারে বিস্ফোরণ ঘটলে মারাত্মকভাবে আহত হন তিনি। ঘটনার স্থানটি রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে।
১৮ মিনিট আগেসামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, ইরানে পুলিশের গাড়ির ওপর নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছেন এক নারী। এটি ইসলামি প্রজাতন্ত্র ইরানের কঠোর পোশাকবিধির বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদের সর্বশেষ ঘটনা।
২ ঘণ্টা আগেনতুন পরিসংখ্যানটি এমন এক সময়ে এল যখন ইসরায়েল ও হামাসের মধ্যে একটি অস্ত্রবিরতি চলছে। গত ১৫ মাসের গণহত্যার কার্যত সাময়িক বিরতি এটি। এই সংঘাত ২০২৩ সালের অক্টোবর মাসে হামাসের ইসরায়েলে হামলার পর শুরু হয়। সে সময় হামাসের হামলায়...
২ ঘণ্টা আগেঅন্তরঙ্গ মুহূর্তে পরকীয় প্রেমিককে শ্বাসরোধ করে হত্যা করেছেন এক নারী। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বরেলিতে। ৩২ বছর বয়সী এই নারীর ভাষ্য, তাঁর প্রেমিক তাঁকে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল করে আসছিল। এই অবস্থায় তাঁর সামনে দুটি পথ...
৩ ঘণ্টা আগে