অনলাইন ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সংলগ্ন পারস্য উপসাগরের নাম পরিবর্তন করার ঘোষণা দিতে পারেন—এমন আলোচনা আছে বাজারে। এমনকি কিছুদিনের মধ্যে তিনি যখন মধ্যপ্রাচ্য সফর করবেন, সে সময় তিনি নাম পরিবর্তনের ঘোষণা দিতে পারেন বলে জানিয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, ট্রাম্প বলেছেন, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরের সময় তিনি ‘পারস্য উপসাগরকে’ যুক্তরাষ্ট্র কীভাবে উল্লেখ করবে অর্থাৎ কী নামে ডাকে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
গতকাল বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে তাঁর প্রথম সফরে স্বাগতিক দেশগুলো জলপথটির নাম নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করবে বলে তিনি আশা করছেন। উপসাগরটির নাম পরিবর্তনের ঘোষণা দেবেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমাকে একটি সিদ্ধান্ত নিতে হবে।’
ট্রাম্প আরও বলেন, ‘তবে আমি কারও অনুভূতিতে আঘাত করতে চাই না। আমি জানি না, অনুভূতিতে আঘাত লাগবে কি না।’ ট্রাম্প যোগ করেন, ‘এ বিষয়ে আমাকে একটি ব্রিফিং দেওয়া হবে এবং আমি সিদ্ধান্ত নেব।’
মার্কিন সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর ট্রাম্পের এই মন্তব্য আসে। খবরে বলা হয়, মে ১৩-১৬ সফরের সময় ট্রাম্প ঘোষণা করতে পারেন যে—যুক্তরাষ্ট্র এখন থেকে জলপথটিকে ‘আরব উপসাগর’ বা ‘গালফ অব অ্যারাবিয়া" নামে উল্লেখ করবে। ওই জলপথের নাম নিয়ে আরব দেশগুলো ও ইরানের মধ্যে দীর্ঘকাল ধরে উত্তেজনা বিরাজ করছে।
ইরানের যুক্তি, ঐতিহাসিক প্রমাণ এবং প্রাচীন মানচিত্র অনুসারে ‘পারস্য উপসাগর’ নামটিই সঠিক। মানচিত্রগুলো প্রমাণ করে এটি তাদের ভূখণ্ডের অংশ। অন্যদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক এবং অন্যান্য আরব রাষ্ট্রগুলো ‘আরব উপসাগর’ বা কেবল ‘উপসাগর’ শব্দটি ব্যবহার করে।
এর আগে, ২০২৩ সালে ওই অঞ্চলের প্রধান ফুটবল টুর্নামেন্টকে ‘আরব উপসাগর কাপ’ নামে উল্লেখ করায় তেহরান ইরাকি রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছিল। ২০১২ সালে ইন্টারনেট জায়ান্ট গুগল তাদের অনলাইন মানচিত্রে জলপথটির কোনো নাম উল্লেখ না করায় ইরান মামলার হুমকি দিয়েছিল।
মার্কিন যুক্তরাষ্ট্রের নাম পরিবর্তনের সম্ভাব্য পদক্ষেপের নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, এটি ‘ইরান এবং দেশটির জনগণের প্রতি প্রতিকূল মনোভাবের পরিচায়ক।’ তিনি সতর্ক করে বলেন, এমন পদক্ষেপ ‘ইরানিদের মধ্যে ক্ষোভ জাগিয়ে তুলবে, তারা যেখানকারই হোক না কেন।’
আজ বৃহস্পতিবার সকালে এক্সে শেয়ার করা পোস্টে আরাঘচি বলেন, ‘জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ইরানির জন্য এই ধরনের পক্ষপাতমূলক কাজ অপমানজনক।’ তিনি আশা প্রকাশ করেন, ‘পারস্য উপসাগর’ নিয়ে ছড়ানো ‘অযৌক্তিক গুজব’ কেবল একটি অপতথ্য অভিযান, যা ‘চিরস্থায়ী যোদ্ধাদের’ দিয়ে বিশ্বজুড়ে ইরানিদের ক্ষুব্ধ করার জন্য চালানো হচ্ছে।
প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রথম দিকের একটি পদক্ষেপে ট্রাম্প জানুয়ারিতে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ রাখার নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সংলগ্ন পারস্য উপসাগরের নাম পরিবর্তন করার ঘোষণা দিতে পারেন—এমন আলোচনা আছে বাজারে। এমনকি কিছুদিনের মধ্যে তিনি যখন মধ্যপ্রাচ্য সফর করবেন, সে সময় তিনি নাম পরিবর্তনের ঘোষণা দিতে পারেন বলে জানিয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, ট্রাম্প বলেছেন, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরের সময় তিনি ‘পারস্য উপসাগরকে’ যুক্তরাষ্ট্র কীভাবে উল্লেখ করবে অর্থাৎ কী নামে ডাকে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
গতকাল বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে তাঁর প্রথম সফরে স্বাগতিক দেশগুলো জলপথটির নাম নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করবে বলে তিনি আশা করছেন। উপসাগরটির নাম পরিবর্তনের ঘোষণা দেবেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমাকে একটি সিদ্ধান্ত নিতে হবে।’
ট্রাম্প আরও বলেন, ‘তবে আমি কারও অনুভূতিতে আঘাত করতে চাই না। আমি জানি না, অনুভূতিতে আঘাত লাগবে কি না।’ ট্রাম্প যোগ করেন, ‘এ বিষয়ে আমাকে একটি ব্রিফিং দেওয়া হবে এবং আমি সিদ্ধান্ত নেব।’
মার্কিন সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর ট্রাম্পের এই মন্তব্য আসে। খবরে বলা হয়, মে ১৩-১৬ সফরের সময় ট্রাম্প ঘোষণা করতে পারেন যে—যুক্তরাষ্ট্র এখন থেকে জলপথটিকে ‘আরব উপসাগর’ বা ‘গালফ অব অ্যারাবিয়া" নামে উল্লেখ করবে। ওই জলপথের নাম নিয়ে আরব দেশগুলো ও ইরানের মধ্যে দীর্ঘকাল ধরে উত্তেজনা বিরাজ করছে।
ইরানের যুক্তি, ঐতিহাসিক প্রমাণ এবং প্রাচীন মানচিত্র অনুসারে ‘পারস্য উপসাগর’ নামটিই সঠিক। মানচিত্রগুলো প্রমাণ করে এটি তাদের ভূখণ্ডের অংশ। অন্যদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক এবং অন্যান্য আরব রাষ্ট্রগুলো ‘আরব উপসাগর’ বা কেবল ‘উপসাগর’ শব্দটি ব্যবহার করে।
এর আগে, ২০২৩ সালে ওই অঞ্চলের প্রধান ফুটবল টুর্নামেন্টকে ‘আরব উপসাগর কাপ’ নামে উল্লেখ করায় তেহরান ইরাকি রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছিল। ২০১২ সালে ইন্টারনেট জায়ান্ট গুগল তাদের অনলাইন মানচিত্রে জলপথটির কোনো নাম উল্লেখ না করায় ইরান মামলার হুমকি দিয়েছিল।
মার্কিন যুক্তরাষ্ট্রের নাম পরিবর্তনের সম্ভাব্য পদক্ষেপের নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, এটি ‘ইরান এবং দেশটির জনগণের প্রতি প্রতিকূল মনোভাবের পরিচায়ক।’ তিনি সতর্ক করে বলেন, এমন পদক্ষেপ ‘ইরানিদের মধ্যে ক্ষোভ জাগিয়ে তুলবে, তারা যেখানকারই হোক না কেন।’
আজ বৃহস্পতিবার সকালে এক্সে শেয়ার করা পোস্টে আরাঘচি বলেন, ‘জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ইরানির জন্য এই ধরনের পক্ষপাতমূলক কাজ অপমানজনক।’ তিনি আশা প্রকাশ করেন, ‘পারস্য উপসাগর’ নিয়ে ছড়ানো ‘অযৌক্তিক গুজব’ কেবল একটি অপতথ্য অভিযান, যা ‘চিরস্থায়ী যোদ্ধাদের’ দিয়ে বিশ্বজুড়ে ইরানিদের ক্ষুব্ধ করার জন্য চালানো হচ্ছে।
প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রথম দিকের একটি পদক্ষেপে ট্রাম্প জানুয়ারিতে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ রাখার নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।
ক্রমাগত কমতে থাকা জন্মহারের প্রতিক্রিয়ায় দেশজুড়ে নতুন এক উদ্যোগ গ্রহণ করেছে চীন। সরকার ঘোষণা দিয়েছে, তিন বছরের কম বয়সী শিশুদের জন্য প্রত্যেক পরিবারকে বছরে ৩ হাজার ৬০০ ইউয়ান (প্রায় ৬২ হাজার টাকা) করে যত্ন ভাতা দেওয়া হবে।
১ ঘণ্টা আগেচিকিৎসকদের অবহেলায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি রক্তক্ষরণে মারা যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় উঠেছে।
৩ ঘণ্টা আগেভারতের ঝাড়খণ্ডের দেওঘরে এলপিজি সিলিন্ডার বহনকারী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। বাসটিতে শ্রাবণ মাসের পবিত্র কাঁওয়ার যাত্রায় রওনা হওয়া পুণ্যার্থীরা ছিলেন। গতকাল সোমবার দিবাগত ভোররাতে মোহনপুর থানার জামুনিয়া মোড়ে গোড্ডা–দেওঘর প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগেনেদারল্যান্ডস ইসরায়েলের দুই কট্টর ডানপন্থী মন্ত্রীকে তাদের দেশে ঢুকতে দেবে না। এই দুই ইসরায়েলি মন্ত্রী হলেন অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচ ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন–গভির। গাজায় জাতিগত নির্মূলের ডাক দেওয়ায় নেদারল্যান্ডস তাঁদের ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা করেছে।
৫ ঘণ্টা আগে