অনলাইন ডেস্ক
লোহিত সাগর ও বাব আল–মান্দেব প্রণালিতে ইসরায়েলি জাহাজে হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি।
গতকাল মঙ্গলবার এক হুতি নেতা ইসরায়েলে হামলা চালানোর হুঁশিয়ারি দেন বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।
এক টেলিভিশন ভাষণে হুতি নেতা আবদুল মালিক বলেন, ‘লোহিত সাগরে, বিশেষ করে বাব আল-মান্দাব এবং ইয়েমেনের আঞ্চলিক জলসীমার কাছে যে কোনো ইসরায়েলি জাহাজকে ক্রমাগত পর্যবেক্ষণ ও অনুসন্ধানের জন্য আমাদের চোখ সর্বক্ষণিক খোলা রয়েছে।’
চলতি মাসে সংগঠনটি ইসরায়েলের বিরুদ্ধে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে ইসরায়েল ও ফিলিস্তিনি হামাস গোষ্ঠীর যুদ্ধ বৃহত্তর মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি স্পষ্ট হয়ে উঠছে।
২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে যুদ্ধে চালিয়ে আসছে হুতিরা। সংগঠনটি আরব উপদ্বীপে হাজার হাজার যোদ্ধা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোনের বিশাল অস্ত্রাগারসহ এক প্রধান সামরিক বাহিনী হিসেবে আবির্ভূত হয়েছে।
গোষ্ঠীটি ইয়েমেনের উত্তরাঞ্চল ও এর লোহিত সাগরের উপকূল নিয়ন্ত্রণ করে।
গত ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলে হামলা চালানোর পর ১ হাজার ২০০ জন নিহতের পর থেকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর কর্মকাণ্ডের ক্ষেত্রে ওয়াশিংটন বিশেষ সতর্কতা অবলম্বন করছে।
তখন থেকে গাজায় বর্বরোচিত হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ফিলিস্তিনি কর্তৃপক্ষের অনুসারে, ইসরায়েল হামলায় গত শুক্রবার পর্যন্ত ১১ হাজার ৭৮ জনের মৃত্যু হয়েছে।
লোহিত সাগর ও বাব আল–মান্দেব প্রণালিতে ইসরায়েলি জাহাজে হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি।
গতকাল মঙ্গলবার এক হুতি নেতা ইসরায়েলে হামলা চালানোর হুঁশিয়ারি দেন বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।
এক টেলিভিশন ভাষণে হুতি নেতা আবদুল মালিক বলেন, ‘লোহিত সাগরে, বিশেষ করে বাব আল-মান্দাব এবং ইয়েমেনের আঞ্চলিক জলসীমার কাছে যে কোনো ইসরায়েলি জাহাজকে ক্রমাগত পর্যবেক্ষণ ও অনুসন্ধানের জন্য আমাদের চোখ সর্বক্ষণিক খোলা রয়েছে।’
চলতি মাসে সংগঠনটি ইসরায়েলের বিরুদ্ধে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে ইসরায়েল ও ফিলিস্তিনি হামাস গোষ্ঠীর যুদ্ধ বৃহত্তর মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি স্পষ্ট হয়ে উঠছে।
২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে যুদ্ধে চালিয়ে আসছে হুতিরা। সংগঠনটি আরব উপদ্বীপে হাজার হাজার যোদ্ধা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোনের বিশাল অস্ত্রাগারসহ এক প্রধান সামরিক বাহিনী হিসেবে আবির্ভূত হয়েছে।
গোষ্ঠীটি ইয়েমেনের উত্তরাঞ্চল ও এর লোহিত সাগরের উপকূল নিয়ন্ত্রণ করে।
গত ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলে হামলা চালানোর পর ১ হাজার ২০০ জন নিহতের পর থেকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর কর্মকাণ্ডের ক্ষেত্রে ওয়াশিংটন বিশেষ সতর্কতা অবলম্বন করছে।
তখন থেকে গাজায় বর্বরোচিত হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ফিলিস্তিনি কর্তৃপক্ষের অনুসারে, ইসরায়েল হামলায় গত শুক্রবার পর্যন্ত ১১ হাজার ৭৮ জনের মৃত্যু হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের আমলাদের দেশটির সরকারি কর্মচারীদের ব্যক্তিগত তথ্যভান্ডারে প্রবেশাধিকার স্থগিত করা হয়েছে। ইলন মাস্কের নেতৃত্বে মার্কিন সরকারি মানবসম্পদ বিভাগ পরিচালনার দায়িত্বে থাকা তাঁর সহযোগীরা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন বলে জানা গেছে...
১ ঘণ্টা আগেআফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে তীব্র লড়াইয়ের কারণে গত রোববার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ৫ দিনে ৭ শতাধিক নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় বৃহত্তম শহর গোমাতে তীব্র লড়াইয়ের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া, আরও ২ হাজার ৮০০ জন...
৩ ঘণ্টা আগেমহারাষ্ট্র রাজ্যের থানে জেলার ভিবান্ডির একটি অর্কেস্ট্রা বার থেকে নয় নারীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। পুলিশ বলছে, গত বৃহস্পতিবার অভিযানে গ্রেপ্তার নারীরা বাংলাদেশি। তাঁরা অবৈধভাবে বারে নাচের পেশায় যুক্ত ছিলেন।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার মধ্যে সম্পর্কের বরফ গলছে। অন্তত সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে মার্কিন দূত রিচার্ড গ্রেনেলের সাক্ষাৎ এবং কারাকাস থেকে ৬ মার্কিন নাগরিককে দেশে ফেরার অনুমতি দেওয়ার বিষয়টি এই ইঙ্গিতই দেয়
৩ ঘণ্টা আগে