Ajker Patrika

ইসরায়েলে আঘাত হানতে সক্ষম ড্রোন উন্মোচন করল ইরান

আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ১৭: ৫৬
ইসরায়েলে আঘাত হানতে সক্ষম ড্রোন উন্মোচন করল ইরান

ইসরায়েলে আঘাত হানতে সক্ষম ড্রোন উন্মোচন করেছে ইরান। মুহাজির-১০ নামের ড্রোনটি ৭ হাজার মিটার উচ্চতায় টানা ২৪ ঘণ্টা উড়তে পারে বলে দাবি করেছে তেহরান। খবর আল-জাজিরার। 

গত মঙ্গলবার ছিল ইরানের প্রতিরক্ষাশিল্প দিবস। দিবসটি উপলক্ষে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর লজিস্টিকস বিভাগের পক্ষ থেকে একটি অনুষ্ঠানে নতুন ড্রোনটি প্রকাশ্যে আনা হয়। 

অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, দেশটির সামরিক বাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জ্যেষ্ঠ কমান্ডাররা উপস্থিত ছিলেন। 

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, মুহাজির প্রথম সংস্করণটি ১৯৮০-এর দশকে ইরাকের বিরুদ্ধে আট বছরের যুদ্ধের সময় তৈরি করা হয়েছিল। ৩০০ কেজি ওয়ারহেড নিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ২১০ কিলোমিটার গতিতে উড়তে পারে মুহাজির। একসঙ্গে ৪৫০ লিটার জ্বালানি ধারণ করতে পারে। 

ইরানের এই ড্রোন যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপারের আদলে বানানো হয়েছে। অনুষ্ঠানে একটি ভিডিও দেখানো হয়, তাতে ড্রোনটি অজ্ঞাত একটি বিমানঘাঁটির ওপর দিয়ে উড়ে যেতে দেখা গেছে। 

বলা হয়েছে, বিভিন্ন ধরনের বোমা ও রাডার-প্রতিরোধী সরঞ্জাম বহন করতে পারে মুহাজের-১০। সেই সঙ্গে এটি নজরদারিতে সক্ষম। 

ইরান জানিয়েছে, মুহাজির-১০-এর ডিজাইন ইরানি গবেষকদের নিজস্ব মেধা ও পরিকল্পনায় করা হয়েছে। বর্তমানে বিশ্বে চালকবিহীন বিমান বা ইউএভি নির্মাণে শীর্ষ শক্তিগুলোর একটি ইরান। 

ইসলামি বিপ্লবের পর প্রথম মাস থেকেই ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা ছিল। কিন্তু ওই নিষেধাজ্ঞা তীব্র হওয়া সত্ত্বেও ইরান থেমে থাকেনি। 

কাসেদ, শাহেদ, সি-মোরগ, মুহাজির ইত্যাদি ড্রোন ইরান তৈরি করেছে। এর বাইরেও কাওসার, অজারাখশ, সায়েকে ও ইয়াসিন এয়ারক্রাফট তৈরি ও উৎপাদন করেছে ইরান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত