Ajker Patrika

ইরানে নিরাপত্তারক্ষীদের হাতে আরও এক তরুণীর মৃত্যু, দাবি অ্যামনেস্টির 

অনলাইন ডেস্ক
আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১০: ৪২
Thumbnail image

ইরানে নিরাপত্তারক্ষীদের মারধরের শিকার হয়ে আরও এক তরুণীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংগঠনটি জানিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর ইরানের আলবুর্জ প্রদেশের গুহারদাশতে ওই তরুণীর মৃত্যু হয়েছে। ১৬ বছর বয়সী সারিনা ইসমাইলজাদে নামে ওই তরুণী সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবে বেশ জনপ্রিয় ছিলেন। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৩ সেপ্টেম্বর কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে এক বিক্ষোভ মিছিলে গেলে সেখানকার নিরাপত্তারক্ষীরা তাঁকে ব্যাটন দিয়ে পিটিয়ে হত্যা করে। 

স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে এই বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, সারিনার পরিবারকে তাঁর মৃত্যুর বিষয়টি চেপে যেতে নিরাপত্তা বাহিনীর কাছ থেকে ‘ভয়াবহ হুমকি এবং চাপের’ মুখোমুখি হতে হয়েছে। তবে ইরানের নিরাপত্তা বাহিনী বিষয়টি অস্বীকার করেছে। 

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ইরান নিউজ এক প্রতিবেদনে বলেছে, আলবুর্জ প্রদেশের প্রধান বিচারপতি বলেছেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই তরুণী আত্মহত্যা করেছেন। তিনি একটি পাঁচতলা উঁচু ভবনের ছাদ থেকে লাফ দিলে তাঁর মৃত্যু হয়। তাঁর মানসিক অবস্থা স্বাভাবিক নয় বলে তার চিকিৎসার অতীত ইতিহাস থেকে জানা গেছে।’ স্থানীয় সময় আজ শুক্রবার সারিনার মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপর থেকেই দেশটির নেট দুনিয়ায় তাঁর মৃত্যুর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। 
 
এদিকে ইরানের ফরেনসিক বিভাগ জানিয়েছে, কোনো ধরেন হাতাহাতি বা মারপিটের কারণে মাশা আমিনির মৃত্যু হয়নি। তাঁর মৃত্যু হয়েছে শারীরিক অসুস্থতার কারণে। ফরেনসিক অর্গানাইজেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘মাশা আমিনির মৃত্যু তাঁর মাথায় কিংবা শরীরের অন্য কোনো গুরুত্বপূর্ণ অঙ্গে গুরুতর আঘাতের কারণে হয়নি।’ ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘মাশা আমিনির মৃত্যু আট বছর বয়সে তাঁর মস্তিষ্কে টিউমার অপসারণে করা একটি সার্জারির সঙ্গে যুক্ত।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত