সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণের মুখে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর দেশটির বিভিন্ন স্থানে প্রায় ৫০০ হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় সিরিয়ার সামরিক সক্ষমতার প্রায় ৮০ শতাংশই বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন ও ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় ইসরায়েল কঠোর সামরিক হামলা চালিয়েছে। সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলে অন্তত ৪৮০টি বিমান হামলা চালিয়েছে এবং ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো দুই দেশের মধ্যকার বাফার জোন থেকে এগিয়ে সিরিয়ার অভ্যন্তরে ঢুকে স্থলবাহিনী মোতায়েন করেছে।
ইসরায়েলের সামরিক বাহিনী গতকাল মঙ্গলবার জানিয়েছে, তারা গত দুই দিনে সিরিয়ার বিভিন্ন স্থানে প্রায় ৪৮০টি হামলা চালিয়েছে, যার মাধ্যমে সিরিয়ার বেশির ভাগ কৌশলগত অস্ত্র মজুত ধ্বংস করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, ইসরায়েলি নৌবাহিনী রাতারাতি সিরিয়ার নৌবহর ধ্বংস করেছে এবং এই অভিযানকে ‘বড় সাফল্য’ হিসেবে উল্লেখ করেছেন।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনী অনুমান করেছে যে, তারা আসাদ সরকারের কৌশলগত সামরিক সক্ষমতার ৭০-৮০ শতাংশ ধ্বংস করেছে। তবে বিষয়টি নিয়ে সিরিয়ার কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।
এর ঠিক এক দিন আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাশার আল-আসাদ সরকারের পতনকে ‘এক নতুন নাটকীয় অধ্যায়’ বলে অভিহিত করেছিলেন। তিনি বলেছিলেন, ‘সিরিয়ার সরকারের পতন আমাদের হামাস, হিজবুল্লাহ এবং ইরানের বিরুদ্ধে আঘাতের প্রত্যক্ষ ফল। (প্রতিরোধ) অক্ষ এখনো পুরোপুরি বিলীন হয়নি, তবে আমি যা প্রতিশ্রুতি দিয়েছিলাম—আমরা মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিচ্ছি, সেটা ধীরে ধীরে পূরণ হচ্ছে।’
গত সোমবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার সাংবাদিকদের বলেন, ‘ইসরায়েল সিরিয়ার সামরিক স্থাপনাগুলোতে বোমা ফেলছে, যেখানে রাসায়নিক অস্ত্র এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মজুত আছে এবং যাতে সেগুলো চরমপন্থীদের হাতে না পড়ে। ভবিষ্যতে কী ঘটবে, আমি ভবিষ্যদ্বাণী করতে পারব না। তবে এখন ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া জরুরি।’
ইসরায়েলি বিমানবাহিনী পরিচালিত ৪৮০টি হামলার মধ্যে প্রায় ৩৫০টি ছিল মানব চালক বিশিষ্ট যুদ্ধবিমানের হামলা। এসব হামলা সিরিয়ার বিমানবন্দর, অ্যান্টি-এয়ারক্রাফট ব্যাটারি, ক্ষেপণাস্ত্র, ড্রোন, যুদ্ধবিমান, ট্যাংক এবং অস্ত্র উৎপাদন স্থাপনায় চালানো হয়। এসব হামলা দামেস্ক, হোমস, তারতুস, লাতাকিয়া এবং পালমিরায় করা হয়েছে বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে। বাকি হামলাগুলো ছিল স্থল অভিযানের সহায়তায়, যেখানে অস্ত্রাগার, সামরিক কাঠামো, লঞ্চার এবং ফায়ারিং পজিশন লক্ষ করা হয়।
আইডিএফ আরও জানিয়েছে, তাদের জাহাজ দুটি সিরিয়ান নৌঘাঁটিতে হামলা চালিয়েছে, যেখানে ১৫টি জাহাজ নোঙর করা ছিল। এতে বেশ কয়েকটি সমুদ্র থেকে সমুদ্রে ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির ফটোগ্রাফারদের ধারণ করা ছবিতে লাতাকিয়ায় সিরিয়ার নৌবন্দরে সামরিক জাহাজের ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং দামেস্কের দক্ষিণ-পশ্চিমে মেজ্জেহ বিমান ঘাঁটিতে ধ্বংসপ্রাপ্ত সিরিয়ান সামরিক হেলিকপ্টারের চিত্র দেখা গেছে।
সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণের মুখে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর দেশটির বিভিন্ন স্থানে প্রায় ৫০০ হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় সিরিয়ার সামরিক সক্ষমতার প্রায় ৮০ শতাংশই বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন ও ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় ইসরায়েল কঠোর সামরিক হামলা চালিয়েছে। সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলে অন্তত ৪৮০টি বিমান হামলা চালিয়েছে এবং ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো দুই দেশের মধ্যকার বাফার জোন থেকে এগিয়ে সিরিয়ার অভ্যন্তরে ঢুকে স্থলবাহিনী মোতায়েন করেছে।
ইসরায়েলের সামরিক বাহিনী গতকাল মঙ্গলবার জানিয়েছে, তারা গত দুই দিনে সিরিয়ার বিভিন্ন স্থানে প্রায় ৪৮০টি হামলা চালিয়েছে, যার মাধ্যমে সিরিয়ার বেশির ভাগ কৌশলগত অস্ত্র মজুত ধ্বংস করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, ইসরায়েলি নৌবাহিনী রাতারাতি সিরিয়ার নৌবহর ধ্বংস করেছে এবং এই অভিযানকে ‘বড় সাফল্য’ হিসেবে উল্লেখ করেছেন।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনী অনুমান করেছে যে, তারা আসাদ সরকারের কৌশলগত সামরিক সক্ষমতার ৭০-৮০ শতাংশ ধ্বংস করেছে। তবে বিষয়টি নিয়ে সিরিয়ার কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।
এর ঠিক এক দিন আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাশার আল-আসাদ সরকারের পতনকে ‘এক নতুন নাটকীয় অধ্যায়’ বলে অভিহিত করেছিলেন। তিনি বলেছিলেন, ‘সিরিয়ার সরকারের পতন আমাদের হামাস, হিজবুল্লাহ এবং ইরানের বিরুদ্ধে আঘাতের প্রত্যক্ষ ফল। (প্রতিরোধ) অক্ষ এখনো পুরোপুরি বিলীন হয়নি, তবে আমি যা প্রতিশ্রুতি দিয়েছিলাম—আমরা মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিচ্ছি, সেটা ধীরে ধীরে পূরণ হচ্ছে।’
গত সোমবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার সাংবাদিকদের বলেন, ‘ইসরায়েল সিরিয়ার সামরিক স্থাপনাগুলোতে বোমা ফেলছে, যেখানে রাসায়নিক অস্ত্র এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মজুত আছে এবং যাতে সেগুলো চরমপন্থীদের হাতে না পড়ে। ভবিষ্যতে কী ঘটবে, আমি ভবিষ্যদ্বাণী করতে পারব না। তবে এখন ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া জরুরি।’
ইসরায়েলি বিমানবাহিনী পরিচালিত ৪৮০টি হামলার মধ্যে প্রায় ৩৫০টি ছিল মানব চালক বিশিষ্ট যুদ্ধবিমানের হামলা। এসব হামলা সিরিয়ার বিমানবন্দর, অ্যান্টি-এয়ারক্রাফট ব্যাটারি, ক্ষেপণাস্ত্র, ড্রোন, যুদ্ধবিমান, ট্যাংক এবং অস্ত্র উৎপাদন স্থাপনায় চালানো হয়। এসব হামলা দামেস্ক, হোমস, তারতুস, লাতাকিয়া এবং পালমিরায় করা হয়েছে বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে। বাকি হামলাগুলো ছিল স্থল অভিযানের সহায়তায়, যেখানে অস্ত্রাগার, সামরিক কাঠামো, লঞ্চার এবং ফায়ারিং পজিশন লক্ষ করা হয়।
আইডিএফ আরও জানিয়েছে, তাদের জাহাজ দুটি সিরিয়ান নৌঘাঁটিতে হামলা চালিয়েছে, যেখানে ১৫টি জাহাজ নোঙর করা ছিল। এতে বেশ কয়েকটি সমুদ্র থেকে সমুদ্রে ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির ফটোগ্রাফারদের ধারণ করা ছবিতে লাতাকিয়ায় সিরিয়ার নৌবন্দরে সামরিক জাহাজের ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং দামেস্কের দক্ষিণ-পশ্চিমে মেজ্জেহ বিমান ঘাঁটিতে ধ্বংসপ্রাপ্ত সিরিয়ান সামরিক হেলিকপ্টারের চিত্র দেখা গেছে।
পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
২ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
২ ঘণ্টা আগেভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বলেছেন, ‘এই হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের পদ্ধতিগত নিপীড়নের অংশ। আগের ঘটনাগুলোর অপরাধীরা শাস্তি ছাড়াই ঘুরে বেড়াচ্ছে।’
৫ ঘণ্টা আগেইসরায়েলের কর্মকর্তারা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার অঙ্গীকার করেছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে যেকোনো আলোচনায় তাদের ‘পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ভেঙে ফেলতে হবে।’ আর এ জন্য প্রয়োজনে ইসরায়েল ইরানের পারমাণবিক সীমিত পরিসরে হামলাও চালাতে পারে।
৫ ঘণ্টা আগে