Ajker Patrika

হামাসের নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের না

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০৯: ৩৭
হামাসের নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের না

গাজায় যুদ্ধবিরতির জন্য নতুন প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারী দেশগুলোকে পাঠানো সেই প্রস্তাবে ইসরায়েলে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সে প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রস্তাবের সূত্র ধরে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামাস যেসব বন্দীর মুক্তি চেয়েছে, তাঁদের মধ্যে ১০০ জন ইসরায়েলি কারাগারে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। তবে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। 

হামাস বলেছে, ইসরায়েলি জিম্মিদের মধ্যে মুক্তি দেওয়ার তালিকায় শুরুতেই রাখা হবে নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থদের। প্রস্তাব অনুসারে, ইসরায়েলি কারাগারে বন্দী ৭০০ থেকে ১ হাজার ফিলিস্তিনির মুক্তির বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের ছেড়ে দেওয়া হবে। 

হামাসের এ প্রস্তাবের প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে, ‘অবাস্তব’ দাবির ওপর ভিত্তি করে প্রস্তাবটি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার যুদ্ধবিরতির প্রস্তাব সম্পর্কে হালনাগাদ তথ্য যুদ্ধকালীন মন্ত্রিসভায় এবং পরে বর্ধিত নিরাপত্তা মন্ত্রিসভায় পাঠানোর কথা। 

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। বৈঠক শেষে তিনি বলেন, হামাসের এই নতুন প্রস্তাব ‘এখনো অযৌক্তিক’। এ ছাড়া নেতানিয়াহু দখলদার সেনাদের রাফাহতে হামলা চালানোর পরিকল্পনাকে সমর্থন দিয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর। 

এদিকে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় উপত্যকায় গত দুই দিন বা ৪৮ ঘণ্টায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে পাঁচটি পৃথক হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এসব হামলায় ৫৬ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত