অনলাইন ডেস্ক
দক্ষিণ গাজার গাজার রাফাহ শহরের নিচের এক সুড়ঙ্গ থেকে এক মার্কিন নাগরিকসহ ৬ জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরাইলি সেনাবাহিনী। আজ রোববার উদ্ধারের খুব কাছাকাছি সময়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে সেনাবাহিনীর দাবি।
এদের মধ্যে হার্শ গোল্ডবার্গ-পোলিন নামে যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন। মার্কিন নাগরিকের মৃত্যুর খবরে হামাসের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি গোল্ডবার্গ-পোলিনের মা-বাবার কাছে গভীর শোক প্রকাশ করেন।
ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের বলেন, ‘আমাদের প্রাথমিক ধারণা, আমরা পৌঁছানোর কিছুক্ষণ আগে হামাসের সন্ত্রাসীরা তাঁদের নির্মমভাবে হত্যা করে।’
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, নিহতেরা হলেন— কারমেল গ্যাট, হার্শ গোল্ডবার্গ-পোলিন, ইডেন ইরেশালমি, আলেকজান্ডার লোবানভ, আলমোগ সারুসি এবং ওরি দানিনো।
ড্যানিয়েল হাগারি বলেন, রাফাহ শহরে মাটির নিচে তাঁদের মৃতদেহ পাওয়া গেছে। এরই মধ্যে মরদেহ ইসরায়েলে পৌঁছেছে।
জিম্মিদের নিরাপদে বাড়িতে ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ার জন্য ক্ষমাপ্রার্থনা করেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।
তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য দেশে-বিদেশে চাপের মধ্যে আছেন তিনি। এদিকে অভিযোগের বিষয়ে হামাসও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
হোয়াইট হাউস থেকে জারি করা এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আমি বিধ্বস্ত ও ক্ষুব্ধ।’
কয়েক দিন আগে দক্ষিণ ইসরায়েলের বেদুইন সম্প্রদায়ের সদস্য জিম্মি কায়েদ ফারহান আলকাদিকে প্রায় এক কিলোমিটার দূর থেকে উদ্ধার করা হয়। এরপর ওই এলাকায় আরো জিম্মি থাকতে পারে বলে ইসরায়েলি বাহিনীকে সতর্ক করা হয়।
এর মধ্যেই শনিবার ইসরায়েলি হামলায় গাজায় কয়েক ডজন লোক নিহত হয়েছে। এজন্য ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ এই অঞ্চলের ঝুঁকির কথা বলে আসছিল।
দক্ষিণ গাজার গাজার রাফাহ শহরের নিচের এক সুড়ঙ্গ থেকে এক মার্কিন নাগরিকসহ ৬ জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরাইলি সেনাবাহিনী। আজ রোববার উদ্ধারের খুব কাছাকাছি সময়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে সেনাবাহিনীর দাবি।
এদের মধ্যে হার্শ গোল্ডবার্গ-পোলিন নামে যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন। মার্কিন নাগরিকের মৃত্যুর খবরে হামাসের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি গোল্ডবার্গ-পোলিনের মা-বাবার কাছে গভীর শোক প্রকাশ করেন।
ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের বলেন, ‘আমাদের প্রাথমিক ধারণা, আমরা পৌঁছানোর কিছুক্ষণ আগে হামাসের সন্ত্রাসীরা তাঁদের নির্মমভাবে হত্যা করে।’
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, নিহতেরা হলেন— কারমেল গ্যাট, হার্শ গোল্ডবার্গ-পোলিন, ইডেন ইরেশালমি, আলেকজান্ডার লোবানভ, আলমোগ সারুসি এবং ওরি দানিনো।
ড্যানিয়েল হাগারি বলেন, রাফাহ শহরে মাটির নিচে তাঁদের মৃতদেহ পাওয়া গেছে। এরই মধ্যে মরদেহ ইসরায়েলে পৌঁছেছে।
জিম্মিদের নিরাপদে বাড়িতে ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ার জন্য ক্ষমাপ্রার্থনা করেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।
তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য দেশে-বিদেশে চাপের মধ্যে আছেন তিনি। এদিকে অভিযোগের বিষয়ে হামাসও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
হোয়াইট হাউস থেকে জারি করা এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আমি বিধ্বস্ত ও ক্ষুব্ধ।’
কয়েক দিন আগে দক্ষিণ ইসরায়েলের বেদুইন সম্প্রদায়ের সদস্য জিম্মি কায়েদ ফারহান আলকাদিকে প্রায় এক কিলোমিটার দূর থেকে উদ্ধার করা হয়। এরপর ওই এলাকায় আরো জিম্মি থাকতে পারে বলে ইসরায়েলি বাহিনীকে সতর্ক করা হয়।
এর মধ্যেই শনিবার ইসরায়েলি হামলায় গাজায় কয়েক ডজন লোক নিহত হয়েছে। এজন্য ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ এই অঞ্চলের ঝুঁকির কথা বলে আসছিল।
গৃহযুদ্ধ কবলিত সুদানের দ্বিতীয় বৃহত্তম শহর ওমদুরমানের একটি বাজারে দেশটির আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) হামলায় অন্তত ৫৪ জন নিহত ও ১৫৮ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
৫ ঘণ্টা আগেলিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগার পশ্চিমে আল-আকিলা এলাকা থেকে অন্তত ২০ জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই বাংলাদেশের নাগরিক বলে লিবিয়ার রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের ধারণা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের পরিচালক এএইচএম মাসুম বিল্লাহ আজ শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করে
১০ ঘণ্টা আগেযুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আজ শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে দুজন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস।
১৩ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক কঠোর পরিশ্রমের জন্য বিখ্যাত। সেই একই নীতি তিনি তাঁর সরকারি দায়িত্বেও প্রয়োগ করছেন। তিনি তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, তিনি দায়িত্ব পাওয়ার পর বেশ কয়েক দিন ওয়াশিংটনে সরকারি কর্মদক্ষতা বিভাগেই (ডিওজিই) ঘুমিয়েছেন। আর এটি জানতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ককে হোয়াইট হা
১৪ ঘণ্টা আগে