Ajker Patrika

গাজায় ইসরায়েলি আগ্রাসন: খাদ্যহীন ১০ লাখ মানুষ, নিহত প্রায় ৪১ হাজার 

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১১: ৪১
গাজায় ইসরায়েলি আগ্রাসন: খাদ্যহীন ১০ লাখ মানুষ, নিহত প্রায় ৪১ হাজার 

গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে প্রায় ১১ মাস ধরে। এই সময়ের মধ্যে অঞ্চলটিতে প্রাণ হারিয়েছে প্রায় ৪১ হাজার মানুষ। একই সঙ্গে, সহায়তা না পাওয়ায় গাজার ১০ লাখের বেশি মানুষের ঘরে খাবারের অভাব দেখা দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, মধ্য ও দক্ষিণ গাজার এক মিলিয়ন তথা ১০ লাখের বেশি মানুষ গত আগস্টে কোনো রেশন পাননি। অর্থাৎ, এসব মানুষের কাছে গত মাসে কোনো ধরনের খাদ্য সহযোগিতা পৌঁছায়নি। ডুজারিক বলেছেন, ‘গাজার মানবিক পরিস্থিতি এখনো বিপর্যয়করই রয়ে গেছে।’ 

কেবল খাদ্যসহায়তা থেকেই গাজাবাসীকে বঞ্চিত করেনি ইসরায়েল। দেশটির সেনারা গাজায় চলমান শিশুদের পোলিও ভ্যাকসিন দেওয়ার কর্মসূচিও বাধাগ্রস্ত করার অপচেষ্টা করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি বাহিনী অঞ্চলটির দক্ষিণে জরুরি পোলিও টিকাদান অভিযানের সঙ্গে যুক্ত মেডিকেল টিমকে প্রবেশ করতে দিতে অস্বীকার করছে। 

এদিকে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানির সংখ্যা ক্রমেই বাড়ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৪০ হাজার ৮৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যার বেশির ভাগই শিশু ও নারী। এ ছাড়া একই সময়ে আহত হয়েছে আরও ৯৪ হাজার ৪৫৪ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত