Ajker Patrika

৫৫ রকেট ছুড়ে ইসরায়েলি হামলার জবাব দিল লেবাননের হিজবুল্লাহ

অনলাইন ডেস্ক
আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ২০: ১৭
Thumbnail image

লেবাননের দক্ষিণাঞ্চলের একটি শহরে ইসরায়েলি আগ্রাসনে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এবার সেই হামলার জবাবে ইসরায়েলের গ্যালিলি অঞ্চলে অন্তত ৫৫টি রকেট ছুড়ে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, আজ শনিবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলের গ্যালিলি অঞ্চলের দিকে অন্তত ৫৫টি রকেট ছুড়েছে। এই হামলা ছাড়াও ইসরায়েলের মিসজাভ আম অঞ্চলে একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। এতে দুই ইসরায়েলি সেনা আহত হয়। 

লেবানন সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার ভেতরে অবস্থিত ইসরায়েলি গ্রাম আয়েলেত হাশাহারকে লক্ষ্য করে সবচেয়ে বেশিসংখ্যক রকেট ছোড়া হয়। তবে এই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আইডিএফ জানিয়েছে, তবে এই হামলায় গ্যালিলির অন্তত ১০টি জায়গায় আগুন ছড়িয়ে দিয়েছে। 

এর আগে, লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিয়েহে একটি আবাসিক ভবনে ইসরায়েলি আগ্রাসনে ১০ জনের প্রাণহানির ঘটনা ঘটে। লেবাননের সূত্রগুলো আবাসিক ভবনে হামলা হওয়ার কথা জানালেও ইসরায়েল দাবি করেছে, তারা দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একটি অস্ত্র ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালিয়েছিল। তবে এই হামলায় হতাহতের বিষয়ে কোনো তথ্য দেয়নি ইসরায়েল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত