Ajker Patrika

সিরিয়ার দামেস্কে ইসরায়েলের হামলায় ৪ ইরানি গার্ড নিহত

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১৯: ৪৬
সিরিয়ার দামেস্কে ইসরায়েলের হামলায় ৪ ইরানি গার্ড নিহত

সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের (আইআরজি) চার সদস্য নিহত হয়েছেন। আজ শনিবারের হামলায় শহরের বেশ কয়েকটি জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেসব এলাকায় কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের হামলায় নিহতদের মধ্যে আইআরজির ইনফরমেশন ইউনিটের প্রধানও ছিলেন বলে এক নিরাপত্তা সূত্র জানিয়েছে।

দীর্ঘকাল ধরেই সিরিয়ায় অবস্থিত ইরান-সম্পর্কিত লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে এটি ভয়াবহ রূপ ধারণ করেছে।

সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে বলা হয়, ইসরায়েলের হামলায় দামেস্কের পাশের শহর মাজ্জেহে একটি ভবনকে লক্ষ্যবস্তু করা হয়। রাজধানীজুড়েই বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়।

নিরাপত্তা উৎস আরও বলে, বহুতল এ ভবনটি প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের সমর্থক, ইরানের উপদেষ্টারা ব্যবহার করতেন। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ভবনটি গুঁড়িয়ে গেছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত প্রেস টিভি বলে, দামেস্কে ইসরায়েলের হামলায় ইরানের গার্ডস মিলিটারির দুই উপদেষ্টা নিহত হয়েছেন।

ইসরায়েলের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।

দামেস্কে আল-মোয়াসাত হাসপাতালের প্রধান ইসসাম আল-আমিন রয়টার্সকে বলেন, আজকের হামলার পর তাঁর হাসপাতালে একটি মরদেহ ও তিনজন আহত নিয়ে আসা হয়েছে। এঁদের মধ্যে একজন নারী।

ফিলিস্তিনের ইসলামিক জিহাদের এক মুখপাত্র বলেন, এ হামলায় তাঁদের দলের কেউ আহত হননি।

এর আগে গত ডিসেম্বরে দামেস্কে ইসরায়েলের হামলায় দুজন গার্ড সদস্য নিহত হয়। আবার গত ২৫ ডিসেম্বর গার্ডসের এক জ্যেষ্ঠ উপদেষ্টা নিহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিরোজপুরের কচুরিপানা রপ্তানি হচ্ছে ২৫ দেশে

ওসি-এসআই-কনস্টেবল চক্র: আখাউড়া ইমিগ্রেশনে টাকা দিলে সব হয়

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত