সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের (আইআরজি) চার সদস্য নিহত হয়েছেন। আজ শনিবারের হামলায় শহরের বেশ কয়েকটি জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেসব এলাকায় কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের হামলায় নিহতদের মধ্যে আইআরজির ইনফরমেশন ইউনিটের প্রধানও ছিলেন বলে এক নিরাপত্তা সূত্র জানিয়েছে।
দীর্ঘকাল ধরেই সিরিয়ায় অবস্থিত ইরান-সম্পর্কিত লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে এটি ভয়াবহ রূপ ধারণ করেছে।
সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে বলা হয়, ইসরায়েলের হামলায় দামেস্কের পাশের শহর মাজ্জেহে একটি ভবনকে লক্ষ্যবস্তু করা হয়। রাজধানীজুড়েই বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়।
নিরাপত্তা উৎস আরও বলে, বহুতল এ ভবনটি প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের সমর্থক, ইরানের উপদেষ্টারা ব্যবহার করতেন। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ভবনটি গুঁড়িয়ে গেছে।
ইরানের রাষ্ট্রায়ত্ত প্রেস টিভি বলে, দামেস্কে ইসরায়েলের হামলায় ইরানের গার্ডস মিলিটারির দুই উপদেষ্টা নিহত হয়েছেন।
ইসরায়েলের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।
দামেস্কে আল-মোয়াসাত হাসপাতালের প্রধান ইসসাম আল-আমিন রয়টার্সকে বলেন, আজকের হামলার পর তাঁর হাসপাতালে একটি মরদেহ ও তিনজন আহত নিয়ে আসা হয়েছে। এঁদের মধ্যে একজন নারী।
ফিলিস্তিনের ইসলামিক জিহাদের এক মুখপাত্র বলেন, এ হামলায় তাঁদের দলের কেউ আহত হননি।
এর আগে গত ডিসেম্বরে দামেস্কে ইসরায়েলের হামলায় দুজন গার্ড সদস্য নিহত হয়। আবার গত ২৫ ডিসেম্বর গার্ডসের এক জ্যেষ্ঠ উপদেষ্টা নিহত হন।
সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের (আইআরজি) চার সদস্য নিহত হয়েছেন। আজ শনিবারের হামলায় শহরের বেশ কয়েকটি জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেসব এলাকায় কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের হামলায় নিহতদের মধ্যে আইআরজির ইনফরমেশন ইউনিটের প্রধানও ছিলেন বলে এক নিরাপত্তা সূত্র জানিয়েছে।
দীর্ঘকাল ধরেই সিরিয়ায় অবস্থিত ইরান-সম্পর্কিত লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে এটি ভয়াবহ রূপ ধারণ করেছে।
সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে বলা হয়, ইসরায়েলের হামলায় দামেস্কের পাশের শহর মাজ্জেহে একটি ভবনকে লক্ষ্যবস্তু করা হয়। রাজধানীজুড়েই বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়।
নিরাপত্তা উৎস আরও বলে, বহুতল এ ভবনটি প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের সমর্থক, ইরানের উপদেষ্টারা ব্যবহার করতেন। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ভবনটি গুঁড়িয়ে গেছে।
ইরানের রাষ্ট্রায়ত্ত প্রেস টিভি বলে, দামেস্কে ইসরায়েলের হামলায় ইরানের গার্ডস মিলিটারির দুই উপদেষ্টা নিহত হয়েছেন।
ইসরায়েলের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।
দামেস্কে আল-মোয়াসাত হাসপাতালের প্রধান ইসসাম আল-আমিন রয়টার্সকে বলেন, আজকের হামলার পর তাঁর হাসপাতালে একটি মরদেহ ও তিনজন আহত নিয়ে আসা হয়েছে। এঁদের মধ্যে একজন নারী।
ফিলিস্তিনের ইসলামিক জিহাদের এক মুখপাত্র বলেন, এ হামলায় তাঁদের দলের কেউ আহত হননি।
এর আগে গত ডিসেম্বরে দামেস্কে ইসরায়েলের হামলায় দুজন গার্ড সদস্য নিহত হয়। আবার গত ২৫ ডিসেম্বর গার্ডসের এক জ্যেষ্ঠ উপদেষ্টা নিহত হন।
২০২৪ সালে জাপানে যত শিশু জন্মগ্রহণ করেছে, তার তুলনায় ৯ লাখ বেশি মানুষের মৃত্যু হয়েছে। ১৯৬৮ সালে এই ধরনের সরকারি পর্যবেক্ষণ শুরুর পর থেকে এটি ছিল দেশটির সবচেয়ে বড় বার্ষিক জনসংখ্যা হ্রাসের ঘটনা। এই পরিস্থিতিকে জাপানের দীর্ঘমেয়াদি জনসংখ্যা সংকটের এক গভীর ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
১২ মিনিট আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগির এক বৈঠকে বসতে যাচ্ছেন বলে জানিয়েছে ক্রেমলিন। ইউক্রেনে চলমান যুদ্ধ থামাতে আলোচনার অংশ হিসেবে এই বৈঠকের আয়োজন করা হচ্ছে।
২ ঘণ্টা আগেভারতে চলমান বর্ষায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ১ হাজার ৬২৬ জন মানুষ প্রাণ হারিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজ্যসভায় এই তথ্য প্রকাশ করেছে। জুলাই মাস শেষ হতেই দেশের বিভিন্ন রাজ্যে এই প্রাণহানির ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে আলোচনাকে ‘গঠনমূলক’ হিসেবে বর্ণনা করেছেন ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ। তিনি জানিয়েছেন, ইউক্রেন সংকট সমাধান নিয়ে আলোচনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি গ্রহণযোগ্য প্রস্তাব পেয়েছে রাশিয়া।
২ ঘণ্টা আগে