Ajker Patrika

জো বাইডেনের সৌদি সফর ঘিরে মিসর, বাহরাইন ও জর্ডানের নেতাদের বৈঠক

আপডেট : ২০ জুন ২০২২, ১৬: ০৩
জো বাইডেনের সৌদি সফর ঘিরে মিসর, বাহরাইন ও জর্ডানের নেতাদের বৈঠক

যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে আগামী ১৫ ও ১৬ জুলাই সৌদি আরব সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর এ সফরকে কেন্দ্র করে আলোচনায় বসেছিলেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ এল সিসি, বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা এবং জর্ডানের বাদশাহ আবদুল্লাহ। স্থানীয় সময় রোববার মিসরের শারম আল-শেখ শহরে তাঁরা বৈঠক করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আরব নিউজ। 

সৌদি সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরব নেতাদের সঙ্গে জ্বালানি সংকট, ইউক্রেন যুদ্ধ, ইয়েমেন যুদ্ধ, ইরানের পরমাণু প্রকল্প, সাইবার সিকিউরিটি ও খাদ্যনিরাপত্তা নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। 

রোববারের বৈঠকে তিন দেশের নেতারা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়াতে ত্রিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। এ ছাড়া খাদ্যনিরাপত্তা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও জ্বালানি ব্যয়ের চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার জন্য আরব দেশগুলোর পদক্ষেপ চালিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছেন নেতারা। 

তিন দেশের নেতারা আসন্ন যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সম্মেলনকে স্বাগত জানিয়েছেন। জর্ডান, মিসর, ইরাক ও যুক্তরাষ্ট্রের নেতাদের একসঙ্গে করে এ সম্মেলন আয়োজন করার জন্য তাঁরা সৌদি আরবকে ধন্যবাদ জানিয়েছেন। 

বাদশাহ হামাদ বলেছেন, তাঁর মিসর সফর ছিল ঐতিহাসিক এবং ভ্রাতৃপ্রতিম দুই দেশের সম্পর্কের ধারাবাহিকতা, যা দুই দেশ, সরকার ও জনগণের ভবিষ্যৎকে সমৃদ্ধ করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত