Ajker Patrika

যে কারণে এখনই গাজায় স্থল অভিযানের বিপক্ষে আমেরিকা

অনলাইন ডেস্ক
Thumbnail image

হামাসের হামলার জবাবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান চালাতে গত দুই সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এরই মধ্যে গাজা সীমান্তে হাজার হাজার সেনা জড়ো করেছে দেশটি। তবে এখনই সেখানে ইসরায়েলের স্থল অভিযান চালানোর বিপক্ষে তেলআবিবের অন্যতম প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। আজ সোমবার মার্কিন সংবাদমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল-জাজিরা। 

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলসহ বিভিন্ন দেশের দুই শতাধিক নাগরিক হামাসের হাতে জিম্মি রয়েছে। হামাসের হাতে জিম্মিদের মুক্তি এবং সেখানে ত্রাণসহায়তা পাঠাতে ইসরায়েলি স্থল অভিযান বিলম্বিত করার পরামর্শ দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। এ ছাড়া মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার বিষয়েও উদ্বিগ্ন ওয়াশিংটন। 

নিউইয়র্ক টাইমস বলছে, হামাসের হাতে বন্দিদের মুক্ত এবং গাজায় ত্রাণসহায়তা পাঠাতে কিছুটা সময় নিতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠীর হামলা ঠেকাতে প্রস্তুতি গ্রহণেও কিছুটা সময় নিতে চাইছে মার্কিন কর্মকর্তারা। 

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণে সেখানে ৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এরই মধ্যে এবার সেখানে বড় ধরনের স্থল অভিযান চালাতে গাজা সীমান্তে বহু সেনা ও সমরাস্ত্র জড়ো করেছে ইসরায়েল। তবে এখনই অভিযান চালালে হামাসের হাতে জিম্মি বন্দিদের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত