ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ কয়েকজন শীর্ষ ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করা থেকে বিরত রাখার জন্য কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। টাইমস অব ইসরায়েলসহ বেশ কয়েকটি ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে খবরটি এসেছে।
সংবাদমাধ্যম ওয়ালায় রাজনৈতিক বিশ্লেষক বেন ক্যাসপিট লিখেছেন, নেতানিয়াহু এবং অন্য ইসরায়েলিদের বিরুদ্ধে হেগের জাতিসংঘ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এ নিয়ে নেতানিয়াহু অস্বাভাবিক চাপের মধ্যে রয়েছেন। কারণ, তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তা হবে ইসরায়েলের আন্তর্জাতিক মর্যাদায় বড় এক অবনতি।
ক্যাসপিট লিখেছেন, জো বাইডেনের প্রশাসনকে কেন্দ্র করে গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে নেতানিয়াহু এখন টেলিফোনে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজে নিরাপত্তা বিশ্লেষক আমোস হারেল লিখেছেন, ইসরায়েলি সরকার এই ধারণার ভিত্তিতে কাজ করছে যে আইসিসির কৌঁসুলি করিম খান এই সপ্তাহে নেতানিয়াহু, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং আইডিএফের চিফ অব স্টাফ হারজি হালেভির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন।
আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধিতে স্বাক্ষরকারী ১২৪টি দেশের মধ্যে নেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হারেলের মতে, নেতানিয়াহুসহ ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে ইতিমধ্যেই চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
গাজার যুদ্ধ সম্পর্কে নেতানিয়াহু সর্বশেষ প্রকাশ্য বিবৃতিতে বলেছেন, আইসিসির আসন্ন সিদ্ধান্ত একটি ‘বিপজ্জনক নজির’ স্থাপন করতে পারে।
গত শুক্রবার দেওয়া বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কখনই আত্মরক্ষা করা বন্ধ করব না। হেগের আদালতের সিদ্ধান্তগুলো ইসরায়েলের কর্মকাণ্ডকে প্রভাবিত না করলেও অপরাধ, সন্ত্রাসবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা যেকোনো গণতান্ত্রিক দেশের সৈন্য এবং কর্মকর্তাদের জন্য একটি বিপজ্জনক নজির স্থাপিত হতে পারে তাদের (আইসিসি) সিদ্ধান্তে।’
হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ রোববার বলেছে, প্রায় সাত মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি ভূখণ্ডে কমপক্ষে ৩৪ হাজার ৪৫৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন কমপক্ষে ৬৬ জন।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ কয়েকজন শীর্ষ ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করা থেকে বিরত রাখার জন্য কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। টাইমস অব ইসরায়েলসহ বেশ কয়েকটি ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে খবরটি এসেছে।
সংবাদমাধ্যম ওয়ালায় রাজনৈতিক বিশ্লেষক বেন ক্যাসপিট লিখেছেন, নেতানিয়াহু এবং অন্য ইসরায়েলিদের বিরুদ্ধে হেগের জাতিসংঘ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এ নিয়ে নেতানিয়াহু অস্বাভাবিক চাপের মধ্যে রয়েছেন। কারণ, তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তা হবে ইসরায়েলের আন্তর্জাতিক মর্যাদায় বড় এক অবনতি।
ক্যাসপিট লিখেছেন, জো বাইডেনের প্রশাসনকে কেন্দ্র করে গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে নেতানিয়াহু এখন টেলিফোনে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজে নিরাপত্তা বিশ্লেষক আমোস হারেল লিখেছেন, ইসরায়েলি সরকার এই ধারণার ভিত্তিতে কাজ করছে যে আইসিসির কৌঁসুলি করিম খান এই সপ্তাহে নেতানিয়াহু, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং আইডিএফের চিফ অব স্টাফ হারজি হালেভির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন।
আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধিতে স্বাক্ষরকারী ১২৪টি দেশের মধ্যে নেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হারেলের মতে, নেতানিয়াহুসহ ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে ইতিমধ্যেই চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
গাজার যুদ্ধ সম্পর্কে নেতানিয়াহু সর্বশেষ প্রকাশ্য বিবৃতিতে বলেছেন, আইসিসির আসন্ন সিদ্ধান্ত একটি ‘বিপজ্জনক নজির’ স্থাপন করতে পারে।
গত শুক্রবার দেওয়া বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কখনই আত্মরক্ষা করা বন্ধ করব না। হেগের আদালতের সিদ্ধান্তগুলো ইসরায়েলের কর্মকাণ্ডকে প্রভাবিত না করলেও অপরাধ, সন্ত্রাসবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা যেকোনো গণতান্ত্রিক দেশের সৈন্য এবং কর্মকর্তাদের জন্য একটি বিপজ্জনক নজির স্থাপিত হতে পারে তাদের (আইসিসি) সিদ্ধান্তে।’
হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ রোববার বলেছে, প্রায় সাত মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি ভূখণ্ডে কমপক্ষে ৩৪ হাজার ৪৫৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন কমপক্ষে ৬৬ জন।
সৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
৩ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
৬ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
৭ ঘণ্টা আগেসৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে দুই দিনের সফরে দেশটিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২২-২৩ এপ্রিল এই সফর অনুষ্ঠিত হবে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে মোদির তৃতীয় মেয়াদে এটিই প্রথম সৌদি আরব সফর।
৭ ঘণ্টা আগে