Ajker Patrika

নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে তৎপর যুক্তরাষ্ট্র-ইসরায়েল

অনলাইন ডেস্ক
আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ২০: ৩৬
Thumbnail image

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ কয়েকজন শীর্ষ ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করা থেকে বিরত রাখার জন্য কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। টাইমস অব ইসরায়েলসহ বেশ কয়েকটি ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে খবরটি এসেছে।

সংবাদমাধ্যম ওয়ালায় রাজনৈতিক বিশ্লেষক বেন ক্যাসপিট লিখেছেন, নেতানিয়াহু এবং অন্য ইসরায়েলিদের বিরুদ্ধে হেগের জাতিসংঘ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এ নিয়ে নেতানিয়াহু অস্বাভাবিক চাপের মধ্যে রয়েছেন। কারণ, তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তা হবে ইসরায়েলের আন্তর্জাতিক মর্যাদায় বড় এক অবনতি।

ক্যাসপিট লিখেছেন, জো বাইডেনের প্রশাসনকে কেন্দ্র করে গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে নেতানিয়াহু এখন টেলিফোনে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজে নিরাপত্তা বিশ্লেষক আমোস হারেল লিখেছেন, ইসরায়েলি সরকার এই ধারণার ভিত্তিতে কাজ করছে যে আইসিসির কৌঁসুলি করিম খান এই সপ্তাহে নেতানিয়াহু, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং আইডিএফের চিফ অব স্টাফ হারজি হালেভির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন।

আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধিতে স্বাক্ষরকারী ১২৪টি দেশের মধ্যে নেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হারেলের মতে, নেতানিয়াহুসহ ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে ইতিমধ্যেই চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

গাজার যুদ্ধ সম্পর্কে নেতানিয়াহু সর্বশেষ প্রকাশ্য বিবৃতিতে বলেছেন, আইসিসির আসন্ন সিদ্ধান্ত একটি ‘বিপজ্জনক নজির’ স্থাপন করতে পারে।

গত শুক্রবার দেওয়া বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কখনই আত্মরক্ষা করা বন্ধ করব না। হেগের আদালতের সিদ্ধান্তগুলো ইসরায়েলের কর্মকাণ্ডকে প্রভাবিত না করলেও অপরাধ, সন্ত্রাসবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা যেকোনো গণতান্ত্রিক দেশের সৈন্য এবং কর্মকর্তাদের জন্য একটি বিপজ্জনক নজির স্থাপিত হতে পারে তাদের (আইসিসি) সিদ্ধান্তে।’

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ রোববার বলেছে, প্রায় সাত মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি ভূখণ্ডে কমপক্ষে ৩৪ হাজার ৪৫৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন কমপক্ষে ৬৬ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত