Ajker Patrika

সিরিয়া-ইরাকের ইরানি ঘাঁটিতে হামলার অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯: ২১
সিরিয়া-ইরাকের ইরানি ঘাঁটিতে হামলার অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

সিরিয়া ও ইরাকে অবস্থিত বিভিন্ন ইরানি ঘাঁটিতে দফায় দফায় হামলা চালানোর পরিকল্পনা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিবিএস নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

মার্কিন কর্মকর্তারা জানান, কয়েক দিন ধরে চলবে এই হামলা। আবহাওয়া পরিস্থিতির ওপর নির্ভর করবে এই হামলা কখন শুরু করা হবে সে বিষয়টি। 

গত রোববার সিরিয়ার সীমান্তের কাছে জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত এবং ৪১ জন আহত হওয়ার জেরে এ পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন। 

ওই হামলার জন্য যুক্তরাষ্ট্র ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীকে দোষারোপ করেছে। ইরাকে ইসলামিক রেজিসট্যান্স নামের এই মিলিশিয়া গোষ্ঠী জর্ডানের ঘাঁটিতে হামলার দায়ও স্বীকার করেছে। 

তবে ইরান এই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জর্ডানের ঘাঁটিতে ড্রোন হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও অন্য কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে বিস্তৃত পরিসরে যুদ্ধে জড়িয়ে পড়তে চায় না। 

গত বছরের ৭ অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে ইরান-সমর্থিত কয়েকটি গোষ্ঠী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সংশ্লিষ্ট অবস্থানগুলোতে হামলা বাড়িয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত