Ajker Patrika

সৌদি আরবে নারীর পোশাকে গ্রেপ্তার হলেন পুরুষ, হতে পারে সাজা

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ২১: ৫৬
সৌদি আরবে নারীর পোশাকে গ্রেপ্তার হলেন পুরুষ, হতে পারে সাজা

রাজধানী রিয়াদে নারীর বেশ ধারণ করায় এক পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের নিরাপত্তা কর্তৃপক্ষ। আজ রোববার দেশটির সাধারণ জননিরাপত্তা অধিদপ্তরের একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, একটি ভিডিও ক্লিপে গণপরিবহনে নারীর পোশাক পরিধান করে একজন পুরুষকে ছদ্মবেশ ধারণ করতে দেখে টহল পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁর বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর পোশাকসহ গ্রেপ্তার ব্যক্তির ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ বিষয়ে বিবৃতি প্রদান করে সৌদি জননিরাপত্তা অধিদপ্তর। 

সৌদি দণ্ডবিধি অনুযায়ী, কোনো ব্যক্তি বিপরীত লিঙ্গের পোশাক পরিধান করে প্রকাশ্যে এলে তাঁর তিন বছরের কারাদণ্ড হতে পারে। বিশেষ করে, কোনো পুরুষ নারীর পোশাক পরিধান করলে তা অপরাধ হিসেবে গণ্য করা হয়। 

২০১৯ সালে ‘পাবলিক ডেকোরাম কোড’ নামে একটি আইন প্রয়োগ শুরু করেছিল সৌদি কর্তৃপক্ষ। এই আইনের অধীনে মানুষের অসদাচরণকে আপত্তিকর বা বিপজ্জনক হিসেবে গণ্য করে জরিমানা এবং কারাদণ্ডের শাস্তি অন্তর্ভুক্ত করা হয়। এই আইনের আওতায় জনসমক্ষে অনুপযুক্ত পোশাক পরা, অনৈতিক আচরণ করা এবং আবাসিক এলাকায় উচ্চ স্বরে সংগীত বাজানো নিষিদ্ধ করা হয়েছে। আইনটি লঙ্ঘনের ধরনের ওপর নির্ভর করে অপরাধীদের ৫০ থেকে ৩ হাজার রিয়েল পর্যন্ত জরিমানাও হতে পারে। 

সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবে ব্যাপক অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে নানা উদার নীতি গ্রহণ করেছে। তারপরও দেশটিতে পুরুষ ও নারীদের শালীন পোশাক পরিধানের বাধ্যবাধকতা রয়েছে। পাশাপাশি জনসমক্ষে ভালোবাসা দেখানো এবং অশ্লীল ভাষা বা অঙ্গভঙ্গি ব্যবহার করা থেকে বিরত থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত