ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ থামাতে একাধিক কূটনৈতিক তৎপরতা চলছে। এরই মধ্যে সৌদি আরবের রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ সম্মেলন শুরু হয়েছে। গতকাল রোববার এই সম্মেলনে নতুন উদ্বেগের কথা জানালেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে গাজা উপত্যকার রাফাহতে ইসরায়েল অভিযান চালাতে পারে।
ইকোনমিক ফোরামের এই সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনসহ বেশ কয়েকটি দেশের নেতারা অংশ নিচ্ছেন। সেখানে গাজা ইস্যুকে আলাদাভাবে গুরুত্বও দেওয়া হচ্ছে। সম্মেলনে অংশ নিয়ে মাহমুদ আব্বাস আরও বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাই, তারা ইসরায়েলকে রাফাহতে হামলা চালানো থেকে নিবৃত্ত করুক। যুক্তরাষ্ট্র একমাত্র দেশ, যারা ইসরায়েলকে এই অপরাধ করা থেকে থামাতে পারে।’ রাফাহতে হামলা চালানো হলে ফিলিস্তিনের ইতিহাসে তা সবচেয়ে বড় বিপর্যয় হবে বলেও মন্তব্য করেছেন আব্বাস।
এই সম্মেলন থেকে গাজা বিষয়ে সতর্কবার্তা উচ্চারণ করেছেন সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধ, গাজা যুদ্ধের কারণে বিশ্বের অন্যান্য দেশের অর্থনীতিও ভুগছে। এই অঞ্চলে স্থিতিশীলতা দরকার।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র দিয়ে গাজায় আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন না করার বিষয়ে ইসরায়েল যে আশ্বাস দিয়েছে, ‘তাকে নির্ভরযোগ্য বা বিশ্বাসযোগ্য’ মনে করেননি শীর্ষ পর্যায়ের বেশ কিছু মার্কিন কর্মকর্তা। বিষয়টি তাঁরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকেও জানিয়েছিলেন।
মার্কিন অস্ত্র দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন না করার বিষয়ে ইসরায়েলের আশ্বাস ‘বিশ্বাসযোগ্য’ ছিল কি না, সে বিষয়ে ব্লিঙ্কেনকে অবশ্যই আগামী ৮ মের মধ্যে কংগ্রেসে প্রতিবেদন পেশ করতে হবে। এর আগে এমন তথ্য সামনে এল।
ইসরায়েল গাজায় আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করতে পারে কি না, তা নিয়ে পররাষ্ট্র দপ্তরের ভেতরে যে বিভক্তি বিরাজ করছে, তারই সবচেয়ে বিস্তৃত চিত্র ফুটে উঠেছে এসব পর্যালোচনায়। একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, স্টেট ডিপার্টমেন্টের একটি অংশ ইসরায়েলের আশ্বাসের পক্ষে, একটি অংশ এই আশ্বাস খারিজ করে দিয়েছে এবং আরেক অংশ কোনো পক্ষই নেয়নি।
ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ থামাতে একাধিক কূটনৈতিক তৎপরতা চলছে। এরই মধ্যে সৌদি আরবের রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ সম্মেলন শুরু হয়েছে। গতকাল রোববার এই সম্মেলনে নতুন উদ্বেগের কথা জানালেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে গাজা উপত্যকার রাফাহতে ইসরায়েল অভিযান চালাতে পারে।
ইকোনমিক ফোরামের এই সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনসহ বেশ কয়েকটি দেশের নেতারা অংশ নিচ্ছেন। সেখানে গাজা ইস্যুকে আলাদাভাবে গুরুত্বও দেওয়া হচ্ছে। সম্মেলনে অংশ নিয়ে মাহমুদ আব্বাস আরও বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাই, তারা ইসরায়েলকে রাফাহতে হামলা চালানো থেকে নিবৃত্ত করুক। যুক্তরাষ্ট্র একমাত্র দেশ, যারা ইসরায়েলকে এই অপরাধ করা থেকে থামাতে পারে।’ রাফাহতে হামলা চালানো হলে ফিলিস্তিনের ইতিহাসে তা সবচেয়ে বড় বিপর্যয় হবে বলেও মন্তব্য করেছেন আব্বাস।
এই সম্মেলন থেকে গাজা বিষয়ে সতর্কবার্তা উচ্চারণ করেছেন সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধ, গাজা যুদ্ধের কারণে বিশ্বের অন্যান্য দেশের অর্থনীতিও ভুগছে। এই অঞ্চলে স্থিতিশীলতা দরকার।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র দিয়ে গাজায় আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন না করার বিষয়ে ইসরায়েল যে আশ্বাস দিয়েছে, ‘তাকে নির্ভরযোগ্য বা বিশ্বাসযোগ্য’ মনে করেননি শীর্ষ পর্যায়ের বেশ কিছু মার্কিন কর্মকর্তা। বিষয়টি তাঁরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকেও জানিয়েছিলেন।
মার্কিন অস্ত্র দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন না করার বিষয়ে ইসরায়েলের আশ্বাস ‘বিশ্বাসযোগ্য’ ছিল কি না, সে বিষয়ে ব্লিঙ্কেনকে অবশ্যই আগামী ৮ মের মধ্যে কংগ্রেসে প্রতিবেদন পেশ করতে হবে। এর আগে এমন তথ্য সামনে এল।
ইসরায়েল গাজায় আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করতে পারে কি না, তা নিয়ে পররাষ্ট্র দপ্তরের ভেতরে যে বিভক্তি বিরাজ করছে, তারই সবচেয়ে বিস্তৃত চিত্র ফুটে উঠেছে এসব পর্যালোচনায়। একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, স্টেট ডিপার্টমেন্টের একটি অংশ ইসরায়েলের আশ্বাসের পক্ষে, একটি অংশ এই আশ্বাস খারিজ করে দিয়েছে এবং আরেক অংশ কোনো পক্ষই নেয়নি।
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে সারা বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়সহ বিভিন্ন দেশ গভীর শোক প্রকাশ করেছে। ভারত সরকার তাঁর প্রতি সম্মান জানিয়ে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বিশ্বের উল্লেখযোগ্য প্রায় সকল রাষ্ট্র ও সরকার প্রধান তাঁর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন।
৭ ঘণ্টা আগেহাওয়াইয়ে ভ্রমণে গিয়ে মার্কিন সীমান্তরক্ষীদের হাতে দেহ তল্লাশি ও রাতভর আটকের শিকার হয়েছেন দুই জার্মান কিশোরী। পর্যাপ্ত সময়ের জন্য হোটেল বুকিং না থাকায় তাদের সন্দেহজনক মনে করে এই ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)।
৮ ঘণ্টা আগেপ্রযুক্তি জায়ান্ট গুগল প্রায় চার বছরের পুরোনো একটি মামলায় ভারতের প্রতিযোগিতা কমিশন তথা সিসিআই-এর সঙ্গে নিষ্পত্তিতে পৌঁছেছে। অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির বাজারে গুগল অনৈতিক ও প্রতিযোগিতাবিরোধী ব্যবসায়িক চর্চা করছে, এমন অভিযোগের প্রেক্ষিতে এই নিষ্পত্তি হয়েছে। গুগল,
৮ ঘণ্টা আগেভারতের সড়ক নিরাপত্তা সংকট অত্যন্ত ভয়াবহ। চলমান এই সমস্যা প্রতিদিন বহু মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। ২০২৩ সালে এই সংকট আরও তীব্র হয়েছে। জানা গেছে, সে বছর সড়ক দুর্ঘটনায় ভারতে ১ লাখ ৭২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর অর্থ প্রতিদিন ৪৭৪ জন বা প্রতি তিন মিনিটে প্রায় একজন মারা গেছেন।
৯ ঘণ্টা আগে