Ajker Patrika

রাফাহে অভিযানের তারিখ নির্ধারণ করেছে ইসরায়েল, জানালেন নেতানিয়াহু

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১৩: ৫৩
রাফাহে অভিযানের তারিখ নির্ধারণ করেছে ইসরায়েল, জানালেন নেতানিয়াহু

গাজার উত্তরাঞ্চলে মিসর সীমান্তে অবস্থিত অঞ্চল রাফাহে অভিযান চালানোর দিনক্ষণ নির্ধারণ করে ফেলেছে ইসরায়েল। এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বিষয়টি জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ইসরায়েলের দাবি, বর্তমানে প্রায় ১৫ লাখ ফিলিস্তিনির আশ্রয়স্থল রাফাহে আশ্রয় নিয়েছেন বিপুল পরিমাণ হামাস যোদ্ধা। এ কারণে অঞ্চলটি হামাসের ঘাঁটি হিসেবে গড়ে উঠেছে। আর হামাসকে নির্মূল করার লক্ষ্যে সেখানে অভিযান চালানো জরুরি। 

ঠিক কবে এবং কখন অভিযান চালানো হবে, বিষয়টি প্রকাশ করেননি নেতানিয়াহু। তিনি বলেছেন, ‘হামাস জঙ্গিদের বিরুদ্ধে বিজয়ের জন্য রাফাহে প্রবেশ এবং সেখানে সন্ত্রাসী ব্যাটালিয়নগুলো নির্মূল করা প্রয়োজন। এবং এটি শিগগিরই ঘটবে—এই বিষয়ে একটি তারিখ নির্ধারণ করা আছে।’ 

ইসরায়েলি প্রধানমন্ত্রী এমন এক সময়ে এ কথা বললেন, যখন মিসরের রাজধানী কায়রোতে গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর করার লক্ষ্যে বহুপক্ষীয় আলোচনা চলছে। তবে এই আলোচনায় ইসরায়েল যে প্রস্তাব দিয়েছে, তাকে ‘অনমনীয়’ বলে আখ্যা দিয়েছে হামাস। 

এক বিবৃতিতে হামাস জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের কোনো দাবিকেই পূরণ করে না। ইসরায়েলের এই প্রস্তাবকে ‘অনমনীয়’ বলে আখ্যা দিয়ে হামাস বলেছে, তবু তারা এটির গভীর পর্যালোচনা করবে এবং মধ্যস্থতাকারীদের কাছে প্রতিক্রিয়া জানাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত