পবিত্র রমজান মাসেই এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। দেশটির সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, গত ২৮ মার্চ রমজানের পঞ্চম দিনে মদিনায় এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যে ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তিনি একজন সৌদি নাগরিক। তিনি এক ব্যক্তিকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তি অপর এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছিলেন। এরপর গুমের উদ্দেশ্যে সেই লাশে আগুন ধরিয়ে দিয়েছিলেন।
বার্লিনভিত্তিক মানবাধিকার সংস্থা ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস (ইএসওএইচআর) এক বিবৃতিতে জানিয়েছে, সর্বশেষ ২০০৯ সালে এই রাজ্যে পবিত্র রমজান মাসে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। প্রায় ১৪ বছর পর আবার রমজান মাসে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।
ইএসওএইচআর আরও জানিয়েছে, ২০১৫ সালে বাদশা সালমান ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত হাজারেরও বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে গত তিন মাসেই ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি সরকার।
এর আগে সৌদি সরকার ২০২১ সালে ৭৮ জন এবং ২০২২ সালে ১৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে জানিয়েছে এএফপি। বেশির ভাগ মৃত্যুদণ্ড শিরশ্ছেদের মাধ্যমে করা হয়েছে।
গত বছর থেকে মাদকসংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিদেরও মৃতুদণ্ড কার্যকর করতে শুরু করেছে সৌদি আরব। এ ধরনের মৃত্যুদণ্ড প্রায় তিন বছর বন্ধ ছিল।
তবে সৌদি বাদশা মোহাম্মদ বিন সালমান দ্য আটলান্টিক ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘যাঁরা অনেক মানুষের জীবন ঝুঁকিতে ফেলেন অথবা যাঁরা হত্যা মামলায় দোষী সাব্যস্ত হন, তাঁরা ছাড়া অন্য কোনো অপরাধে সাধারণত কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয় না।’
পবিত্র রমজান মাসেই এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। দেশটির সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, গত ২৮ মার্চ রমজানের পঞ্চম দিনে মদিনায় এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যে ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তিনি একজন সৌদি নাগরিক। তিনি এক ব্যক্তিকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তি অপর এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছিলেন। এরপর গুমের উদ্দেশ্যে সেই লাশে আগুন ধরিয়ে দিয়েছিলেন।
বার্লিনভিত্তিক মানবাধিকার সংস্থা ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস (ইএসওএইচআর) এক বিবৃতিতে জানিয়েছে, সর্বশেষ ২০০৯ সালে এই রাজ্যে পবিত্র রমজান মাসে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। প্রায় ১৪ বছর পর আবার রমজান মাসে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।
ইএসওএইচআর আরও জানিয়েছে, ২০১৫ সালে বাদশা সালমান ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত হাজারেরও বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে গত তিন মাসেই ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি সরকার।
এর আগে সৌদি সরকার ২০২১ সালে ৭৮ জন এবং ২০২২ সালে ১৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে জানিয়েছে এএফপি। বেশির ভাগ মৃত্যুদণ্ড শিরশ্ছেদের মাধ্যমে করা হয়েছে।
গত বছর থেকে মাদকসংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিদেরও মৃতুদণ্ড কার্যকর করতে শুরু করেছে সৌদি আরব। এ ধরনের মৃত্যুদণ্ড প্রায় তিন বছর বন্ধ ছিল।
তবে সৌদি বাদশা মোহাম্মদ বিন সালমান দ্য আটলান্টিক ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘যাঁরা অনেক মানুষের জীবন ঝুঁকিতে ফেলেন অথবা যাঁরা হত্যা মামলায় দোষী সাব্যস্ত হন, তাঁরা ছাড়া অন্য কোনো অপরাধে সাধারণত কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয় না।’
পপ তারকা ক্যাটি পেরির সঙ্গে মন্ট্রিয়েলের একটি বিলাসবহুল রেস্তোরাঁয় ডিনার ডেটে দেখা গেছে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। মার্কিন ট্যাবলয়েড টিএমজেড মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর এই খবর প্রকাশ করেছে।
৯ মিনিট আগেসব ধরনের বিবাহের জন্য ডেনমার্ক ইউরোপের অন্যান্য অনেক দেশের মতো নয়। তারা জন্মসনদ বা অবিবাহিত থাকার প্রমাণ চায় না। ডেনমার্কে বিয়ের জন্য শুধু একটি সার্টিফিকেট দরকার হয়। এটি পেলে চার মাসের মধ্যে ডেনমার্ক সরকার বিয়ের অনুমতি দেয়। কিছু ক্ষেত্রে, যদি ডিভোর্সের কাগজপত্র পরিষ্কার না হয়, তবে কর্মকর্তারা একটি
৪০ মিনিট আগেখামেনি বলেন, ‘এই ১২ দিনের যুদ্ধে ইরান অনেক বড় সম্মান অর্জন করেছে, যা সারা বিশ্ব এখন মেনে নিচ্ছে। এর মাধ্যমে ইরান বিশ্বকে তার অদম্য শক্তি, ধৈর্য ও ইচ্ছাশক্তি দেখিয়েছে। সবাই এখন বুঝতে পারছে, বিশ্বমঞ্চে ইরানের শক্তি কতটা।’
১ ঘণ্টা আগেচীনের তিয়ানজিন শহরের এক পরিবারে ৩০ লাখ ইউয়ান (৫ কোটি ১৬ লাখের বেশি টাকা) মূল্যের সম্পত্তি নিয়ে ভাই-বোনের মধ্যে উত্তপ্ত আইনি লড়াই এক নাটকীয় মোড় নিয়েছে। এই বিবাদের একপর্যায়ে তারা জানতে পারেন—তাদের কেউই আসলে মৃত বাবা-মায়ের জৈবিক সন্তান নন।
২ ঘণ্টা আগে