Ajker Patrika

মদিনায় রমজান মাসেই মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১১: ১৭
মদিনায় রমজান মাসেই মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

পবিত্র রমজান মাসেই এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। দেশটির সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, গত ২৮ মার্চ রমজানের পঞ্চম দিনে মদিনায় এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যে ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তিনি একজন সৌদি নাগরিক। তিনি এক ব্যক্তিকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তি অপর এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছিলেন। এরপর গুমের উদ্দেশ্যে সেই লাশে আগুন ধরিয়ে দিয়েছিলেন।

বার্লিনভিত্তিক মানবাধিকার সংস্থা ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস (ইএসওএইচআর) এক বিবৃতিতে জানিয়েছে, সর্বশেষ ২০০৯ সালে এই রাজ্যে পবিত্র রমজান মাসে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। প্রায় ১৪ বছর পর আবার রমজান মাসে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।

ইএসওএইচআর আরও জানিয়েছে, ২০১৫ সালে বাদশা সালমান ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত হাজারেরও বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে গত তিন মাসেই ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি সরকার। 

এর আগে সৌদি সরকার ২০২১ সালে ৭৮ জন এবং ২০২২ সালে ১৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে জানিয়েছে এএফপি। বেশির ভাগ মৃত্যুদণ্ড শিরশ্ছেদের মাধ্যমে করা হয়েছে।

গত বছর থেকে মাদকসংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিদেরও মৃতুদণ্ড কার্যকর করতে শুরু করেছে সৌদি আরব। এ ধরনের মৃত্যুদণ্ড প্রায় তিন বছর বন্ধ ছিল।

তবে সৌদি বাদশা মোহাম্মদ বিন সালমান দ্য আটলান্টিক ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘যাঁরা অনেক মানুষের জীবন ঝুঁকিতে ফেলেন অথবা যাঁরা হত্যা মামলায় দোষী সাব্যস্ত হন, তাঁরা ছাড়া অন্য কোনো অপরাধে সাধারণত কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয় না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত