সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের ঘাঁটিতে রাশিয়ার বিমান হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে রাশিয়া এই বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক স্থানীয় মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। আরব নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সংস্থাটির প্রধান রামি আবদেল রহমান বলেন, ‘সিরিয়ার ইদলিব শহরের পশ্চিমে হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে রাশিয়ার যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়েছে। এতে অন্তত ৮ যোদ্ধা নিহত হয়েছেন।’
যুক্তরাজ্যভিত্তিক এই মানবাধিকার সংস্থা বলেছে, হামলায় আরও কয়েকজন যোদ্ধা আহত হয়েছেন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সিরিয়ায় সাবেক আল-কায়েদার সহযোগী জিহাদি গোষ্ঠী ‘এইচটিএস’ ইদলিব প্রদেশের কিছু অংশ নিয়ন্ত্রণ করছে। আর প্রদেশটির কিছু অংশে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধীদের ঘাঁটি রয়েছে। ইদলিবের পার্শ্ববর্তী লাতাকিয়া, হামা এবং আলেপ্পো প্রদেশের কিছু অংশও নিয়ন্ত্রণ করে এইচটিএস।
হামলাস্থল থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপির একজন সংবাদদাতা বলেন, সোমবার মধ্যরাতের পরপরই হামলা হয়। এর পরপরই জিহাদি গোষ্ঠীটি ওই এলাকা ঘিরে ফেলে।
গত কয়েক বছর ধরে ইদলিবে এইচটিএসের শক্তিশালী ঘাঁটিতে বারবার হামলা চালিয়েছে রাশিয়া।
সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের ঘাঁটিতে রাশিয়ার বিমান হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে রাশিয়া এই বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক স্থানীয় মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। আরব নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সংস্থাটির প্রধান রামি আবদেল রহমান বলেন, ‘সিরিয়ার ইদলিব শহরের পশ্চিমে হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে রাশিয়ার যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়েছে। এতে অন্তত ৮ যোদ্ধা নিহত হয়েছেন।’
যুক্তরাজ্যভিত্তিক এই মানবাধিকার সংস্থা বলেছে, হামলায় আরও কয়েকজন যোদ্ধা আহত হয়েছেন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সিরিয়ায় সাবেক আল-কায়েদার সহযোগী জিহাদি গোষ্ঠী ‘এইচটিএস’ ইদলিব প্রদেশের কিছু অংশ নিয়ন্ত্রণ করছে। আর প্রদেশটির কিছু অংশে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধীদের ঘাঁটি রয়েছে। ইদলিবের পার্শ্ববর্তী লাতাকিয়া, হামা এবং আলেপ্পো প্রদেশের কিছু অংশও নিয়ন্ত্রণ করে এইচটিএস।
হামলাস্থল থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপির একজন সংবাদদাতা বলেন, সোমবার মধ্যরাতের পরপরই হামলা হয়। এর পরপরই জিহাদি গোষ্ঠীটি ওই এলাকা ঘিরে ফেলে।
গত কয়েক বছর ধরে ইদলিবে এইচটিএসের শক্তিশালী ঘাঁটিতে বারবার হামলা চালিয়েছে রাশিয়া।
ডব্লিউএফপি জানিয়েছে, গাজায় প্রবেশের পর তাদের ২৫টি ত্রাণের গাড়ি ঘিরে ফেলে ‘ক্ষুধার্ত গাজাবাসী’। এরপরেই সেখানে গুলি ছোড়া হয়। ডব্লিউএফপির বিবৃতিতে বলা হয়, সহায়তা চাওয়া বেসামরিকদের ওপর হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
২৮ মিনিট আগেনেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৭৫ বছর বয়সী প্রধানমন্ত্রী গত রাতে অসুস্থ বোধ করেন। পরীক্ষায় দেখা গেছে, তিনি অন্ত্রের প্রদাহ এবং পানিশূন্যতায় ভুগছেন। এর জন্য তাঁকে শিরায় ফ্লুইড দেওয়া হচ্ছে।
৩৫ মিনিট আগেপানির গাড়ি আসার শব্দ শুনলেই প্রতিদিন ৪২ বছর বয়সী রাহিলা বালতি আর কনটেইনার নিয়ে ছুটে যান রাস্তায়। কারণ দেরি করলে কিছুই জুটবে না। তিনি বলেন, ‘পানি পাওয়ার কোনো জায়গা নেই। এটা এখন আমাদের জীবন-মরণের প্রশ্ন।’
১ ঘণ্টা আগেভারতের শীর্ষস্থানীয় ক্রিপটোকারেন্সি এক্সচেঞ্জ কয়েন-ডিসিএক্স একটি বড়সড় সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি প্রায় ৪৪ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৫৩৩ কোটি টাকার বেশি।
২ ঘণ্টা আগে