Ajker Patrika

সিরিয়ায় রুশ হামলায় নিহত অন্তত ৮ 

অনলাইন ডেস্ক
সিরিয়ায় রুশ হামলায় নিহত অন্তত ৮ 

সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের ঘাঁটিতে রাশিয়ার বিমান হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে রাশিয়া এই বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক স্থানীয় মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। আরব নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সংস্থাটির প্রধান রামি আবদেল রহমান বলেন, ‘সিরিয়ার ইদলিব শহরের পশ্চিমে হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে রাশিয়ার যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়েছে। এতে অন্তত ৮ যোদ্ধা নিহত হয়েছেন।’

যুক্তরাজ্যভিত্তিক এই মানবাধিকার সংস্থা বলেছে, হামলায় আরও কয়েকজন যোদ্ধা আহত হয়েছেন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সিরিয়ায় সাবেক আল-কায়েদার সহযোগী জিহাদি গোষ্ঠী ‘এইচটিএস’ ইদলিব প্রদেশের কিছু অংশ নিয়ন্ত্রণ করছে। আর প্রদেশটির কিছু অংশে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধীদের ঘাঁটি রয়েছে। ইদলিবের পার্শ্ববর্তী লাতাকিয়া, হামা এবং আলেপ্পো প্রদেশের কিছু অংশও নিয়ন্ত্রণ করে এইচটিএস।

হামলাস্থল থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপির একজন সংবাদদাতা বলেন, সোমবার মধ্যরাতের পরপরই হামলা হয়। এর পরপরই জিহাদি গোষ্ঠীটি ওই এলাকা ঘিরে ফেলে।

গত কয়েক বছর ধরে ইদলিবে এইচটিএসের শক্তিশালী ঘাঁটিতে বারবার হামলা চালিয়েছে রাশিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত