Ajker Patrika

ইসরায়েলে আরব আমিরাতের দূতাবাস

অনলাইন ডেস্ক
ইসরায়েলে আরব আমিরাতের দূতাবাস

বাণিজ্য এবং বিনিয়োগ সুবিধা বাড়াতে ইসরায়েলে দূতাবাস স্থাপনের ঘোষণাটি গত মাসেই দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। আর এ মাসে সেটি চালু করেছে দেশটি। স্থানীয় সময় বুধবার তেল আবিব স্টক একচেঞ্জ ভবনে দূতাবাসের উদ্বোধন করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। 

উপসাগরীয় দেশ হিসেবে আমিরাতই প্রথম ইসরায়েলে দূতাবাস চালু করল। এর আগে গত মাসেই আরব আমিরাতে দূতাবাস চালু করে ইসরায়েল। 

দূতাবাস উদ্বোধনের ওই আয়োজনে উপস্থিত ছিলেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ। 

উদ্বোধনী অনুষ্ঠানে আরব আমিরাতের রাষ্ট্রদূত মোহামেদ আল খাজা বলেন, ‘সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর এই প্রথম আমরা নিজেদের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ সুবিধা পেতে যাচ্ছি।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। একে একটি বড় মাইলফলক উল্লেখ করে তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে এবার শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তা আগের চেয়ে বাড়বে।’ 

গত বছরের আগস্টে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত শান্তি প্রতিষ্ঠায় এবং দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে চুক্তি করে। যা ‘আব্রাহাম অ্যাকর্ডস’ নামে পরিচিত। এরপর থেকেই দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

আল্লাহর কাছে প্রার্থনা করুন, দেশের অবস্থা ভালো না: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত