অনলাইন ডেস্ক
যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহত ছোট্ট ভাতিজির সাদা কাপড়ে জড়ানো নিথর মরদেহ জড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন ফিলিস্তিনি এক নারী—হৃদয়বিদারক এই ছবি সেরার পুরস্কার জিতেছে। আজ বৃহস্পতিবার ২০২৪ সালের ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়।
মর্মান্তিক মুহূর্তটি ক্যামেরাবন্দী করেছেন বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিক মোহাম্মদ সালেম। ছবিটিতে ইনাস আবু মামারকে পাঁচ বছর বয়সী ভাইয়ের মেয়ে সালিকে কোলে নিয়ে বসে থাকতে দেখা যায়। গত অক্টোবরে খান ইউনিসে ক্ষেপণাস্ত্র হামলায় মা ও বোনসহ মৃত্যু হয় সালির।
হামাস-ইসরায়েল সংঘাত শুরুর ১০ দিন পর গত ১৭ অক্টোবর খান ইউনিসের নাসের হাসপাতালে ছিলেন সালেম। সেখানকার মর্গে ৩৬ বছর বয়সী মামারকে সাদা কাপড়ে জড়ানো এক শিশুর লাশ শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে দেখেন তিনি।
সালেমকে উদ্ধৃত করে ওয়ার্ল্ড প্রেস ফটো বলেছে, ‘এটি হৃদয়বিদারক এক মুহূর্ত। এ ছবিতে সমস্ত গাজা উপত্যকায় যা হচ্ছে, তার চিত্র উঠে এসেছে।’
পুরস্কারের জুরি বোর্ডের প্রধান ফিওনা শিল্ডস বলেন, ‘ছবিটি সত্যিই গভীর প্রভাব ফেলার মতো। একবার দেখলেই মনের ভেতর কেমন যেন দাগ কেটে যায়। সংঘাতের ভয়াবহতা ও নিরর্থকতা সম্পর্কে আক্ষরিক ও রূপক বার্তা হিসেবে কাজ করেছে ছবিটি।’
শিল্ডস বলেন, ‘শান্তির পক্ষে অবিশ্বাস্য শক্তিশালী বার্তা এটি।’
১৩০টি দেশের ৩ হাজার ৮৫১ জন আলোকচিত্রীর ৬১ হাজার ৬২টি ছবি থেকে ২০২৪ সালের পুরস্কার বিজয়ী ছবিগুলো নির্বাচন করা হয়েছে। আমস্টারডামের নিউওয়ে কের্কে ১৪ জুলাই পর্যন্ত ছবিগুলোর প্রদর্শনী চলবে।
যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহত ছোট্ট ভাতিজির সাদা কাপড়ে জড়ানো নিথর মরদেহ জড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন ফিলিস্তিনি এক নারী—হৃদয়বিদারক এই ছবি সেরার পুরস্কার জিতেছে। আজ বৃহস্পতিবার ২০২৪ সালের ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়।
মর্মান্তিক মুহূর্তটি ক্যামেরাবন্দী করেছেন বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিক মোহাম্মদ সালেম। ছবিটিতে ইনাস আবু মামারকে পাঁচ বছর বয়সী ভাইয়ের মেয়ে সালিকে কোলে নিয়ে বসে থাকতে দেখা যায়। গত অক্টোবরে খান ইউনিসে ক্ষেপণাস্ত্র হামলায় মা ও বোনসহ মৃত্যু হয় সালির।
হামাস-ইসরায়েল সংঘাত শুরুর ১০ দিন পর গত ১৭ অক্টোবর খান ইউনিসের নাসের হাসপাতালে ছিলেন সালেম। সেখানকার মর্গে ৩৬ বছর বয়সী মামারকে সাদা কাপড়ে জড়ানো এক শিশুর লাশ শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে দেখেন তিনি।
সালেমকে উদ্ধৃত করে ওয়ার্ল্ড প্রেস ফটো বলেছে, ‘এটি হৃদয়বিদারক এক মুহূর্ত। এ ছবিতে সমস্ত গাজা উপত্যকায় যা হচ্ছে, তার চিত্র উঠে এসেছে।’
পুরস্কারের জুরি বোর্ডের প্রধান ফিওনা শিল্ডস বলেন, ‘ছবিটি সত্যিই গভীর প্রভাব ফেলার মতো। একবার দেখলেই মনের ভেতর কেমন যেন দাগ কেটে যায়। সংঘাতের ভয়াবহতা ও নিরর্থকতা সম্পর্কে আক্ষরিক ও রূপক বার্তা হিসেবে কাজ করেছে ছবিটি।’
শিল্ডস বলেন, ‘শান্তির পক্ষে অবিশ্বাস্য শক্তিশালী বার্তা এটি।’
১৩০টি দেশের ৩ হাজার ৮৫১ জন আলোকচিত্রীর ৬১ হাজার ৬২টি ছবি থেকে ২০২৪ সালের পুরস্কার বিজয়ী ছবিগুলো নির্বাচন করা হয়েছে। আমস্টারডামের নিউওয়ে কের্কে ১৪ জুলাই পর্যন্ত ছবিগুলোর প্রদর্শনী চলবে।
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটিকে ‘অপরাধী সংস্থা’ হিসেবে আখ্যায়িত করে এটি বন্ধ করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ট্রাম্প প্রশাসনের সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই) প্রধান ধনকুবের ইলন মাস্ক।
৩ মিনিট আগেমালয়েশিয়ার ‘গ্লোবাল ইখওয়ান সার্ভিসেস অ্যান্ড বিজনেস হোল্ডিংস’ (জিআইএসবিএইচ) বিশ্বজুড়ে জনপ্রিয় রেস্তোরাঁ ব্যবসা পরিচালনা করে। কিন্তু এই প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা গোপনে শত শত শিশুকে নিপীড়ন করেছেন বলে অভিযোগ উঠেছে।
৫ ঘণ্টা আগেবিবিসি জানিয়েছে, নিহত আর্মেন সারগসিয়ান ছিলেন ‘আরবাত’ ব্যাটালিয়নের নেতা। সোমবার সকালে মস্কোর উত্তর-পশ্চিমে একটি আবাসিক ভবনের প্রবেশদ্বারে বিস্ফোরণ ঘটলে মারাত্মকভাবে আহত হন তিনি। ঘটনার স্থানটি রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে।
৬ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, ইরানে পুলিশের গাড়ির ওপর নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছেন এক নারী। এটি ইসলামি প্রজাতন্ত্র ইরানের কঠোর পোশাকবিধির বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদের সর্বশেষ ঘটনা।
৮ ঘণ্টা আগে