যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহত ছোট্ট ভাতিজির সাদা কাপড়ে জড়ানো নিথর মরদেহ জড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন ফিলিস্তিনি এক নারী—হৃদয়বিদারক এই ছবি সেরার পুরস্কার জিতেছে। আজ বৃহস্পতিবার ২০২৪ সালের ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়।
মর্মান্তিক মুহূর্তটি ক্যামেরাবন্দী করেছেন বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিক মোহাম্মদ সালেম। ছবিটিতে ইনাস আবু মামারকে পাঁচ বছর বয়সী ভাইয়ের মেয়ে সালিকে কোলে নিয়ে বসে থাকতে দেখা যায়। গত অক্টোবরে খান ইউনিসে ক্ষেপণাস্ত্র হামলায় মা ও বোনসহ মৃত্যু হয় সালির।
হামাস-ইসরায়েল সংঘাত শুরুর ১০ দিন পর গত ১৭ অক্টোবর খান ইউনিসের নাসের হাসপাতালে ছিলেন সালেম। সেখানকার মর্গে ৩৬ বছর বয়সী মামারকে সাদা কাপড়ে জড়ানো এক শিশুর লাশ শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে দেখেন তিনি।
সালেমকে উদ্ধৃত করে ওয়ার্ল্ড প্রেস ফটো বলেছে, ‘এটি হৃদয়বিদারক এক মুহূর্ত। এ ছবিতে সমস্ত গাজা উপত্যকায় যা হচ্ছে, তার চিত্র উঠে এসেছে।’
পুরস্কারের জুরি বোর্ডের প্রধান ফিওনা শিল্ডস বলেন, ‘ছবিটি সত্যিই গভীর প্রভাব ফেলার মতো। একবার দেখলেই মনের ভেতর কেমন যেন দাগ কেটে যায়। সংঘাতের ভয়াবহতা ও নিরর্থকতা সম্পর্কে আক্ষরিক ও রূপক বার্তা হিসেবে কাজ করেছে ছবিটি।’
শিল্ডস বলেন, ‘শান্তির পক্ষে অবিশ্বাস্য শক্তিশালী বার্তা এটি।’
১৩০টি দেশের ৩ হাজার ৮৫১ জন আলোকচিত্রীর ৬১ হাজার ৬২টি ছবি থেকে ২০২৪ সালের পুরস্কার বিজয়ী ছবিগুলো নির্বাচন করা হয়েছে। আমস্টারডামের নিউওয়ে কের্কে ১৪ জুলাই পর্যন্ত ছবিগুলোর প্রদর্শনী চলবে।
যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহত ছোট্ট ভাতিজির সাদা কাপড়ে জড়ানো নিথর মরদেহ জড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন ফিলিস্তিনি এক নারী—হৃদয়বিদারক এই ছবি সেরার পুরস্কার জিতেছে। আজ বৃহস্পতিবার ২০২৪ সালের ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়।
মর্মান্তিক মুহূর্তটি ক্যামেরাবন্দী করেছেন বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিক মোহাম্মদ সালেম। ছবিটিতে ইনাস আবু মামারকে পাঁচ বছর বয়সী ভাইয়ের মেয়ে সালিকে কোলে নিয়ে বসে থাকতে দেখা যায়। গত অক্টোবরে খান ইউনিসে ক্ষেপণাস্ত্র হামলায় মা ও বোনসহ মৃত্যু হয় সালির।
হামাস-ইসরায়েল সংঘাত শুরুর ১০ দিন পর গত ১৭ অক্টোবর খান ইউনিসের নাসের হাসপাতালে ছিলেন সালেম। সেখানকার মর্গে ৩৬ বছর বয়সী মামারকে সাদা কাপড়ে জড়ানো এক শিশুর লাশ শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে দেখেন তিনি।
সালেমকে উদ্ধৃত করে ওয়ার্ল্ড প্রেস ফটো বলেছে, ‘এটি হৃদয়বিদারক এক মুহূর্ত। এ ছবিতে সমস্ত গাজা উপত্যকায় যা হচ্ছে, তার চিত্র উঠে এসেছে।’
পুরস্কারের জুরি বোর্ডের প্রধান ফিওনা শিল্ডস বলেন, ‘ছবিটি সত্যিই গভীর প্রভাব ফেলার মতো। একবার দেখলেই মনের ভেতর কেমন যেন দাগ কেটে যায়। সংঘাতের ভয়াবহতা ও নিরর্থকতা সম্পর্কে আক্ষরিক ও রূপক বার্তা হিসেবে কাজ করেছে ছবিটি।’
শিল্ডস বলেন, ‘শান্তির পক্ষে অবিশ্বাস্য শক্তিশালী বার্তা এটি।’
১৩০টি দেশের ৩ হাজার ৮৫১ জন আলোকচিত্রীর ৬১ হাজার ৬২টি ছবি থেকে ২০২৪ সালের পুরস্কার বিজয়ী ছবিগুলো নির্বাচন করা হয়েছে। আমস্টারডামের নিউওয়ে কের্কে ১৪ জুলাই পর্যন্ত ছবিগুলোর প্রদর্শনী চলবে।
কেরালা রাজ্যের তিরুবনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ (ফ্লাইট এআই ২৪৫৫) রাডার সমস্যার কারণে চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
৪ মিনিট আগেজাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সদস্যরা গাজায় ইসরায়েলের আগ্রাসন বাড়ানোর পরিকল্পনার কড়া সমালোচনা করে বলেছেন, এই পরিকল্পনা জিম্মিদের ফিরিয়ে আনতে কোনো ভূমিকা রাখবে না। বরং, পরিস্থিতি আরও খারাপ হবে। এখনো হামাসের কাছে থাকা জিম্মিদের অনেকেই বেঁচে আছেন।
২৩ মিনিট আগেবিদ্যালয়ের পরীক্ষায় ফেল করেছিল বাংলাদেশি এক কিশোরী। এরপর, মা-বাবার কড়া শাসনের ভয়ে বাড়ি ছাড়ে সে। পরে নারী পাচার চক্রের ফাঁদে পড়ে ভারতের মহারাষ্ট্রের পৌঁছে যায় ওই কিশোরী। সেখানে তাকে মাত্র তিন মাসের মধ্যে অন্তত ২০০ পুরুষ ধর্ষণ করে।
৪৪ মিনিট আগেপাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক নৈশভোজে ভারতের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যদি পাকিস্তান অস্তিত্বের সংকটে পড়ে, তবে তারা ‘অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ডুববে’।
১ ঘণ্টা আগে