আজকের পত্রিকা ডেস্ক
গাজায় যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার জন্য গত মাসে কাতারের রাজধানী দোহায় যান ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ওই সভায় তাঁকে পদত্যাগ করতে পরামর্শ দেন উপস্থিত কূটনীতিকেরা। গাজায় যুদ্ধ শুরুর পর শুধু আন্তর্জাতিকভাবেই নয়, অভ্যন্তরীণভাবেও চাপের মুখে পড়েছেন আব্বাস।
এর আগে ফিলিস্তিনে নতুন সরকার গঠন ও রাজনৈতিক শৃঙ্খলার আহ্বান জানিয়ে গত সপ্তাহে পদত্যাগ করেছেন ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ ও তাঁর মন্ত্রিপরিষদ। গাজাসহ পুরো ফিলিস্তিনের কল্যাণে আব্বাসের পদত্যাগ করা উচিত বলে মনে করেন অধিকাংশ ফিলিস্তিনি।
কাতারে অনুষ্ঠিত বৈঠকটিতে অংশ নেওয়া একাধিক কূটনীতিকের বরাতে সিএনএন জানায়, আব্বাসের পদত্যাগের মাধ্যমে ফিলিস্তিনে নতুন নির্বাচন আয়োজনের সম্ভাবনা বাড়বে। সেই সঙ্গে ফাতাহ ও হামাসের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান বিভেদ কমবে। কেননা ফিলিস্তিনের ফাতাহ পার্টি এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) সভাপতি স্বয়ং আব্বাস।
ওই সূত্রগুলো আরও জানায়, বর্তমানে আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) কেবল পশ্চিম তীরে নিয়ন্ত্রণ করছে। তাঁকে সরানো গেলে ফিলিস্তিনে নতুন ও একক কাঠামোর সরকার গঠনের পথ প্রশস্ত হতে পারে। এর আগে এমন একক কাঠামো ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) গঠনের প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। যদিও প্রস্তাবটি তখনই প্রত্যাখ্যান করেন আব্বাস।
তবে ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষক নুর ওদেহ বলেন, ‘আব্বাসের পদত্যাগের বিষয়ে প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এটা মেনে নিতে পারি না। এর সঙ্গে ফিলিস্তিনের জনসাধারণ এবং রাজনৈতিক বৈচিত্র্য জড়িত রয়েছে। গাজায় যুদ্ধের পরিস্থিতিতে নিঃসন্দেহে পিএ দুর্বল ও অপ্রাসঙ্গিক হয়েছে। তাই বলে সাজগোজ করিয়ে একে সুন্দর দেখাতে পারি না। গাজার পরিস্থিতি এখন অনেক দূর এগিয়েছে।’
এদিকে একাধিক দুর্নীতির দায় মাথায় নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চাইছেন না, অচিরেই যুদ্ধবিরতি কিংবা দুই রাষ্ট্রভিত্তিক সমাধান আসুক। যুদ্ধকে জিইয়ে রাখার মাধ্যমে নিজের কর্তৃত্ব ও ক্ষমতাকে আরও পাকাপোক্ত করতে চান তিনি। দ্বি-রাষ্ট্রীয় সমাধানের অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন আব্বাসও। ২০০৫ সালে ক্ষমতা গ্রহণের প্রায় ১৫ বছর পর ২০২১ সালে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছিলেন আব্বাস। তবে শেষ পর্যন্ত পশ্চিম তীরে কোনো নির্বাচন হয়নি। ফলে গাজার ভবিষ্যৎও তখন অনির্ধারিত থেকে যায়, যা শেষ পর্যন্ত যুদ্ধের মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে।
এ বিষয়ে ফিলিস্তিন ন্যাশনাল ইনিশিয়েটিভ পার্টির জেনারেল সেক্রেটারি মোস্তফা বারগৌতি বলেছেন, ‘আমি কয়েক বছর ধরে হামাসের সঙ্গে ঐক্যের উদ্যোগ নিয়ে কাজ করেছি। যদি ২০২১ সালে আমাদের নির্বাচন হতো, তাহলে এই যুদ্ধ (গাজা যুদ্ধ) এড়ানো যেত।’
বেশির ভাগ ফিলিস্তিনি মনে করেন, দখলদার ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ফিলিস্তিনিদের শোষণ করছেন আব্বাস। গত বছরের ডিসেম্বরে ফিলিস্তিন সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চের একটি মতামত জরিপে দেখা যায়, ৯০ শতাংশ ফিলিস্তিনি আব্বাসের পদত্যাগের পক্ষে। সেই সঙ্গে পিএ-কে সম্পূর্ণভাবে ভেঙে ফেলার পক্ষে রয়েছেন ৬০ শতাংশ ফিলিস্তিনি।
গাজায় যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার জন্য গত মাসে কাতারের রাজধানী দোহায় যান ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ওই সভায় তাঁকে পদত্যাগ করতে পরামর্শ দেন উপস্থিত কূটনীতিকেরা। গাজায় যুদ্ধ শুরুর পর শুধু আন্তর্জাতিকভাবেই নয়, অভ্যন্তরীণভাবেও চাপের মুখে পড়েছেন আব্বাস।
এর আগে ফিলিস্তিনে নতুন সরকার গঠন ও রাজনৈতিক শৃঙ্খলার আহ্বান জানিয়ে গত সপ্তাহে পদত্যাগ করেছেন ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ ও তাঁর মন্ত্রিপরিষদ। গাজাসহ পুরো ফিলিস্তিনের কল্যাণে আব্বাসের পদত্যাগ করা উচিত বলে মনে করেন অধিকাংশ ফিলিস্তিনি।
কাতারে অনুষ্ঠিত বৈঠকটিতে অংশ নেওয়া একাধিক কূটনীতিকের বরাতে সিএনএন জানায়, আব্বাসের পদত্যাগের মাধ্যমে ফিলিস্তিনে নতুন নির্বাচন আয়োজনের সম্ভাবনা বাড়বে। সেই সঙ্গে ফাতাহ ও হামাসের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান বিভেদ কমবে। কেননা ফিলিস্তিনের ফাতাহ পার্টি এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) সভাপতি স্বয়ং আব্বাস।
ওই সূত্রগুলো আরও জানায়, বর্তমানে আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) কেবল পশ্চিম তীরে নিয়ন্ত্রণ করছে। তাঁকে সরানো গেলে ফিলিস্তিনে নতুন ও একক কাঠামোর সরকার গঠনের পথ প্রশস্ত হতে পারে। এর আগে এমন একক কাঠামো ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) গঠনের প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। যদিও প্রস্তাবটি তখনই প্রত্যাখ্যান করেন আব্বাস।
তবে ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষক নুর ওদেহ বলেন, ‘আব্বাসের পদত্যাগের বিষয়ে প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এটা মেনে নিতে পারি না। এর সঙ্গে ফিলিস্তিনের জনসাধারণ এবং রাজনৈতিক বৈচিত্র্য জড়িত রয়েছে। গাজায় যুদ্ধের পরিস্থিতিতে নিঃসন্দেহে পিএ দুর্বল ও অপ্রাসঙ্গিক হয়েছে। তাই বলে সাজগোজ করিয়ে একে সুন্দর দেখাতে পারি না। গাজার পরিস্থিতি এখন অনেক দূর এগিয়েছে।’
এদিকে একাধিক দুর্নীতির দায় মাথায় নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চাইছেন না, অচিরেই যুদ্ধবিরতি কিংবা দুই রাষ্ট্রভিত্তিক সমাধান আসুক। যুদ্ধকে জিইয়ে রাখার মাধ্যমে নিজের কর্তৃত্ব ও ক্ষমতাকে আরও পাকাপোক্ত করতে চান তিনি। দ্বি-রাষ্ট্রীয় সমাধানের অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন আব্বাসও। ২০০৫ সালে ক্ষমতা গ্রহণের প্রায় ১৫ বছর পর ২০২১ সালে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছিলেন আব্বাস। তবে শেষ পর্যন্ত পশ্চিম তীরে কোনো নির্বাচন হয়নি। ফলে গাজার ভবিষ্যৎও তখন অনির্ধারিত থেকে যায়, যা শেষ পর্যন্ত যুদ্ধের মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে।
এ বিষয়ে ফিলিস্তিন ন্যাশনাল ইনিশিয়েটিভ পার্টির জেনারেল সেক্রেটারি মোস্তফা বারগৌতি বলেছেন, ‘আমি কয়েক বছর ধরে হামাসের সঙ্গে ঐক্যের উদ্যোগ নিয়ে কাজ করেছি। যদি ২০২১ সালে আমাদের নির্বাচন হতো, তাহলে এই যুদ্ধ (গাজা যুদ্ধ) এড়ানো যেত।’
বেশির ভাগ ফিলিস্তিনি মনে করেন, দখলদার ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ফিলিস্তিনিদের শোষণ করছেন আব্বাস। গত বছরের ডিসেম্বরে ফিলিস্তিন সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চের একটি মতামত জরিপে দেখা যায়, ৯০ শতাংশ ফিলিস্তিনি আব্বাসের পদত্যাগের পক্ষে। সেই সঙ্গে পিএ-কে সম্পূর্ণভাবে ভেঙে ফেলার পক্ষে রয়েছেন ৬০ শতাংশ ফিলিস্তিনি।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত এবং ১৬৪ জন আহত হওয়ার ঘটনা বিশ্ব গণমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আজ সোমবার বেলা ১টার কিছু পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে স্কুলের একটি ভবনের ওপর...
৭ ঘণ্টা আগেব্রিটেনে ভুয়া নথির মাধ্যমে পাকিস্তানি অভিবাসীদের প্রবেশের একটি চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের অনুসন্ধানে। এ ক্ষেত্রে পাকিস্তানের কাশ্মীর অঞ্চলে অবস্থিত ‘মিরপুর ভিসা কনসালট্যান্ট’ নামের একটি প্রতিষ্ঠান অবৈধভাবে অর্থের বিনিময়ে ভিসার জন্য জাল কাগজপত্র সরবরাহ করছে, যা
৭ ঘণ্টা আগেঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ সোমবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এই শোকবার্তা প্রকাশ করেন।
১০ ঘণ্টা আগেমোদি তাঁর শোকবার্তায় বলেন, ‘ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বহু মানুষের, বিশেষ করে, শিক্ষার্থীদের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। আমাদের হৃদয় শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছে। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভারত বাংলাদেশের পাশে আছে এবং সম্ভাব্য সব ধরনের সমর্থন ও
১০ ঘণ্টা আগে