ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতিতে মতৈক্যে পৌঁছাতে ইসরায়েলের ওপর চাপ বাড়ছে। আসন্ন রমজানের আগেই যাতে যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব হয়, সেই লক্ষ্যে মিসরের রাজধানী কায়রোয় দফায় দফায় বৈঠকে বসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। তবে ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে মতপার্থক্যের অভিযোগ তুলে এই বৈঠকে অংশ নেয়নি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও আশাবাদ ব্যক্ত করেছেন সম্প্রতি। এ ছাড়া সর্বশেষ গাজা শহরে ত্রাণ নিতে আসা মানুষের ওপর নির্বিচারে গুলির ঘটনায় আন্তর্জাতিক মহলের সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল। ইউরোপীয় ইউনিয়ন ও বেশ কয়েকটি দেশ এ ঘটনার তদন্ত চাইছে।
এ পরিস্থিতিতে কায়রোয় হামাসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। যুদ্ধবিরতির বিষয়ে এর আগে দুই দিন আলোচনা হয়েছে। গতকাল মঙ্গলবার কায়রোয় আবারও বৈঠকে বসার কথা এই প্রতিনিধিদের। মূলত আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান শুরু হবে। ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ও গাজায় ত্রাণ তৎপরতা বৃদ্ধির বিনিময়ে হামাসের হাতে বন্দী ইসরায়েলে জিম্মিদের ছেড়ে দেওয়ার শর্তে এই আলোচনা চলছে।
ইসরায়েল এই আলোচনায় অংশ নিচ্ছে না। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো অবশ্য এর একটি ব্যাখ্যা দিয়েছে। তারা বলছে, হামাস জিম্মিদের তালিকা দিতে অস্বীকৃতি জানানোয় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের প্রতিনিধিরা আলোচনা বয়কট করছেন। তবে বার্তা সংস্থা এএফপির সঙ্গে আলোচনায় হামাসের জ্যেষ্ঠ নেতা বাসেম নাঈম আলোচনায় প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য নেতানিয়াহুকে দায়ী করেন।
এর মধ্যেই আন্তর্জাতিক মহল থেকে সতর্কবার্তা আসছে। গত সপ্তাহে জাতিসংঘের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সতর্ক করে বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় আশু পদক্ষেপ নেওয়া না হলে গাজায় ব্যাপক দুর্ভিক্ষ ‘প্রায় অনিবার্য’।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস গত সোমবার ওয়াশিংটনে ইসরায়েলি মন্ত্রিসভার সদস্য বেনি গান্তজের সঙ্গে আলোচনায় গাজার মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন। এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, উত্তর গাজার দুটি হাসপাতালে একটি সহায়তা মিশনে খাবার, জ্বালানি ও ওষুধের মারাত্মক ঘাটতি রয়েছে। শিশুরা অনাহারে মারা যাচ্ছে।
যৌন সহিংসতা ও নিপীড়ন
এদিকে ইসরায়েল ও হামাস দুই পক্ষের বিরুদ্ধেই যৌন নির্যাতনের অভিযোগ তুলল জাতিসংঘ। সোমবার সংস্থাটির একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর হামাসের হামলার সময় ইসরায়েলের বিভিন্ন স্থানে নারীরা যৌন সহিংসতার শিকার হয়েছিলেন। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ ল্যাজারিনি বলেছেন, ইসরায়েলি বাহিনীর হাতে আটক গাজাবাসীরা মুক্তি পাওয়ার পর বন্দী অবস্থায় তাঁদের আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। আটক ব্যক্তিরা নগ্ন ছবি তোলা, কুকুরের ভয় দেখানোসহ নানা ধরনের অসুস্থ আচরণের শিকার হওয়ার কথা জানিয়েছেন।
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতিতে মতৈক্যে পৌঁছাতে ইসরায়েলের ওপর চাপ বাড়ছে। আসন্ন রমজানের আগেই যাতে যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব হয়, সেই লক্ষ্যে মিসরের রাজধানী কায়রোয় দফায় দফায় বৈঠকে বসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। তবে ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে মতপার্থক্যের অভিযোগ তুলে এই বৈঠকে অংশ নেয়নি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও আশাবাদ ব্যক্ত করেছেন সম্প্রতি। এ ছাড়া সর্বশেষ গাজা শহরে ত্রাণ নিতে আসা মানুষের ওপর নির্বিচারে গুলির ঘটনায় আন্তর্জাতিক মহলের সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল। ইউরোপীয় ইউনিয়ন ও বেশ কয়েকটি দেশ এ ঘটনার তদন্ত চাইছে।
এ পরিস্থিতিতে কায়রোয় হামাসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। যুদ্ধবিরতির বিষয়ে এর আগে দুই দিন আলোচনা হয়েছে। গতকাল মঙ্গলবার কায়রোয় আবারও বৈঠকে বসার কথা এই প্রতিনিধিদের। মূলত আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান শুরু হবে। ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ও গাজায় ত্রাণ তৎপরতা বৃদ্ধির বিনিময়ে হামাসের হাতে বন্দী ইসরায়েলে জিম্মিদের ছেড়ে দেওয়ার শর্তে এই আলোচনা চলছে।
ইসরায়েল এই আলোচনায় অংশ নিচ্ছে না। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো অবশ্য এর একটি ব্যাখ্যা দিয়েছে। তারা বলছে, হামাস জিম্মিদের তালিকা দিতে অস্বীকৃতি জানানোয় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের প্রতিনিধিরা আলোচনা বয়কট করছেন। তবে বার্তা সংস্থা এএফপির সঙ্গে আলোচনায় হামাসের জ্যেষ্ঠ নেতা বাসেম নাঈম আলোচনায় প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য নেতানিয়াহুকে দায়ী করেন।
এর মধ্যেই আন্তর্জাতিক মহল থেকে সতর্কবার্তা আসছে। গত সপ্তাহে জাতিসংঘের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সতর্ক করে বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় আশু পদক্ষেপ নেওয়া না হলে গাজায় ব্যাপক দুর্ভিক্ষ ‘প্রায় অনিবার্য’।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস গত সোমবার ওয়াশিংটনে ইসরায়েলি মন্ত্রিসভার সদস্য বেনি গান্তজের সঙ্গে আলোচনায় গাজার মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন। এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, উত্তর গাজার দুটি হাসপাতালে একটি সহায়তা মিশনে খাবার, জ্বালানি ও ওষুধের মারাত্মক ঘাটতি রয়েছে। শিশুরা অনাহারে মারা যাচ্ছে।
যৌন সহিংসতা ও নিপীড়ন
এদিকে ইসরায়েল ও হামাস দুই পক্ষের বিরুদ্ধেই যৌন নির্যাতনের অভিযোগ তুলল জাতিসংঘ। সোমবার সংস্থাটির একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর হামাসের হামলার সময় ইসরায়েলের বিভিন্ন স্থানে নারীরা যৌন সহিংসতার শিকার হয়েছিলেন। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ ল্যাজারিনি বলেছেন, ইসরায়েলি বাহিনীর হাতে আটক গাজাবাসীরা মুক্তি পাওয়ার পর বন্দী অবস্থায় তাঁদের আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। আটক ব্যক্তিরা নগ্ন ছবি তোলা, কুকুরের ভয় দেখানোসহ নানা ধরনের অসুস্থ আচরণের শিকার হওয়ার কথা জানিয়েছেন।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত এবং ১৬৪ জন আহত হওয়ার ঘটনা বিশ্ব গণমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আজ সোমবার বেলা ১টার কিছু পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে স্কুলের একটি ভবনের ওপর...
৬ ঘণ্টা আগেব্রিটেনে ভুয়া নথির মাধ্যমে পাকিস্তানি অভিবাসীদের প্রবেশের একটি চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের অনুসন্ধানে। এ ক্ষেত্রে পাকিস্তানের কাশ্মীর অঞ্চলে অবস্থিত ‘মিরপুর ভিসা কনসালট্যান্ট’ নামের একটি প্রতিষ্ঠান অবৈধভাবে অর্থের বিনিময়ে ভিসার জন্য জাল কাগজপত্র সরবরাহ করছে, যা
৭ ঘণ্টা আগেঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ সোমবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এই শোকবার্তা প্রকাশ করেন।
১০ ঘণ্টা আগেমোদি তাঁর শোকবার্তায় বলেন, ‘ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বহু মানুষের, বিশেষ করে, শিক্ষার্থীদের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। আমাদের হৃদয় শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছে। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভারত বাংলাদেশের পাশে আছে এবং সম্ভাব্য সব ধরনের সমর্থন ও
১০ ঘণ্টা আগে