Ajker Patrika

গাজায় অনাহারে মৃত বেড়ে ২০, শিগগির মরার ঝুঁকিতে কয়েক ডজন

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১৬: ৪৬
গাজায় অনাহারে মৃত বেড়ে ২০, শিগগির মরার ঝুঁকিতে কয়েক ডজন

দীর্ঘদিন থেকেই গাজায় খাদ্যসহায়তা ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। ফলে অঞ্চলটিতে খাবারের সংকট এতটাই তীব্র হয়েছে, অনাহারে থেকে অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মূলত অপুষ্টি ও পানিশূন্যতার কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা জানিয়েছেন, গাজায় এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, বিগত কয়েক দিনে গাজায় অপুষ্টি ও পানিশূন্যতার কারণে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করেছেন তিনি। 
 
আশরাফ আল-কুদরা আরও বলেছেন, ‘আমরা অনুমান করছি, অনাহারে থেকে অসুস্থ হয়ে গেলেও হাসপাতালে পৌঁছাতে না পারার কারণে আরও অন্তত কয়েক ডজন মানুষ ধুঁকে ধুঁকে মৃত্যুর অপেক্ষা করছেন।’ তিনি জানিয়েছেন, গাজায় এরই মধ্যে নিহতের সংখ্যা ৩০ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। 

এদিকে, গাজায় ইসরায়েলি হামলার ছয় মাস পূর্ণ হয়েছে আজ বৃহস্পতিবার। গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় হামলা চালানো শুরু করে। মাঝে সাময়িক যুদ্ধবিরতির জন্য কয়েক দিন ইসরায়েলি আক্রমণ বন্ধ থাকলেও তা আবারও পুরোদমে শুরু হয় দ্রুতই। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়মিত জানিয়েছে, ৭ অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েল হামলায় এখন পর্যন্ত ৩০ হাজার ৮০০ জন নিহত হয়েছেন। এর মধ্যে বিগত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন অন্তত ৮৩ জন। এ ছাড়া, ইসরায়েলি হামলায় গাজায় আরও অন্তত ৭২ হাজার ৩০০ জন গুরুতর আহত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত