Ajker Patrika

সৌদি আরবে এক বছরে সাড়ে তিন লাখ নারীর বিবাহবিচ্ছেদ

আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১৯: ২০
সৌদি আরবে এক বছরে সাড়ে তিন লাখ নারীর বিবাহবিচ্ছেদ

সৌদি আরবে বিবাহবিচ্ছেদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২২ সালে দেশটিতে সাড়ে তিন লাখের বেশি নারীর বিবাহবিচ্ছেদ হয়েছে। সৌদি আরবের জেনারেল অথোরিটি অব স্ট্যাটিসটিকসের নারীবিষয়ক প্রতিবেদনের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। দুবাইভিত্তিক গালফ নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

প্রতিবেদনে দেখা গেছে, ২০২২ সালে ৩০ থেকে ৩৪ বছর বয়সী নারীদের বিবাহবিচ্ছেদ হয়েছে সবচেয়ে বেশি। এর সংখ্যা ৫৪ হাজার। দ্বিতীয় অবস্থানে রয়েছেন ৩৫ থেকে ৩৯ বছর বয়সী নারীরা। তাঁদের সংখ্যা ৫৩ হাজার। বাকিরা অন্য বয়সসীমার নারী। প্রতিবেদনে আরও বলা হয়েছে, একই বছর ২ লাখ ৩ হাজার ৪৬৯ জন নারী বিধবা হয়েছেন। 

কয়েকটি জরিপের মাধ্যমে নারীদের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। সৌদি আরবে ১৫ থেকে ১৯ বছর বয়সী নারীর সংখ্যা ৯ লাখ ১৬ হাজার ৪৩৯ এবং ২০ থেকে ২৪ বছর বয়সী নারীর সংখ্যা সাড়ে ৮ লাখের বেশি। 

এই পরিসংখানের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো সৌদি আরবে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বেড়েছে। দেশটিতে নারী উদ্যোক্তাদের সংখ্যাও বেড়েছে ব্যাপকভাবে। ২০১৯ সালের ৭ হাজার ৯৯৭ জন নারী উদ্যোক্তা থেকে বেড়ে ২০২১ সালে ৯ লাখ ৬১ হাজার ১৮৯ জনে দাঁড়িয়েছে, যা রীতিমতো বিস্ময়কর। 

২০২২ সালের চতুর্থ প্রান্তিকে দেখা গেছে, নারীদের বেকারত্বের হার ১৫ দশমিক ৪ শতাংশ, যা অন্যান্য বছরের তুলনায় কম। অর্থনীতিতেও দেশটির নারীদের অবদান বেড়েছে। শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ বেড়ে ৩৬ শতাংশে দাঁড়িয়েছে। 

শেয়ারবাজারও সৌদি নারীদের অংশগ্রহণ বেড়েছে। ২০২১ সালে ১ কোটি ৫১ লাখ ৬ হাজার ৯৯৫ জন নারী শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছেন। যা ২০১৯-২০ সাল থেকে অনেক বেশি। 

শারীরিক সুস্বাস্থ্যও সৌদি নারীদের মধ্য অগ্রাধিকার পেয়েছে। ২০২১ সালে ১৫ বছর বা তার বেশি বয়সী ৩৮ দশমিক ৭ শতাংশ নারী শারীরিক ব্যায়ামে অংশ নিয়েছেন বলেও উঠে এসেছে প্রতিবেদনটিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত