ঢাকা: টানা দ্বিতীয় দিনের মতো ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনের বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার লাইলাতুল কদরের রাতেও জেরুজালেমে সংঘর্ষ হয়। ফিলিস্তিনের চিকিৎসকদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই সংঘর্ষে অন্তত ৯০ জন ফিলিস্তিনি আহত হয়েছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, সংঘর্ষে তাঁদের একজন অফিসার আহত হয়েছে।
মাহমুদ আল মারবুয়া নামের এক ফিলিস্তিনি যুবক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘তাঁরা (ইসরায়েল) আমাদের প্রার্থনা করতে দিতে চায় না। প্রতিদিনই আমাদের লড়াই করতে হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘দেখুন তাঁরা কীভাবে আমাদের দিকে গুলি ছুঁড়ছে। আমরা কীভাবে বাঁচতে পারি?’
লাইলাতুল কদরে আল-আকসার সামনে কয়েক হাজার ফিলিস্তিনি প্রার্থনার জন্য জড়ো হন। পুলিশি ব্যারিকেডে পুরনো শহরের দামেস্ক গেটে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন তাঁরা। এ সময় সংঘর্ষ বেধে যায়। ফিলিস্তিনি যুবকদের ইট-পাথরের জবাবে ইসরায়েলি পুলিশ রাবার বুলেট, স্টান গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। প্রার্থনা ও সংঘর্ষের মধ্যেই কাটে লাইলাতুল কদরের রাত।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, জেরুজালেমে দ্বিতীয় দিনের সংঘর্ষে অন্তত ৯০ জন ফিলিস্তিনি আহত হয়েছে, যাদের মধ্যে ১৪ জনকে নেওয়া হয়েছে হাসপাতালে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকা থেকে ইসরায়েলে একটি রকেট ছোঁড়া হয়েছে। তবে রকেটটি উন্মুক্তস্থানে বিস্ফোরিত হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
চলমান এই সংঘর্ষের ঘটনায় যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, রাশিয়া ও জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
উল্লেখ্য, ইসরায়েলি বসতি স্থাপনের জন্য পূর্ব জেরুজালেমের বাড়িঘর থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার সম্ভাবনায় সেখানে বেশ কয়েকদিন ধরেই উত্তেজনা চলছে। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের মতো এই সহিংসতার ঘটনা ঘটল।
এর আগে, গতকাল শুক্রবার রাতে আল-আকসা মসজিদের কাছে সহিংসতায় ২০৫ জন ফিলিস্তিনি এবং অন্তত ১৮ জন ইসরায়েলি পুলিশ আহত হয়েছিল।
সূত্রঃ বিবিসি ও রয়টার্স
ঢাকা: টানা দ্বিতীয় দিনের মতো ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনের বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার লাইলাতুল কদরের রাতেও জেরুজালেমে সংঘর্ষ হয়। ফিলিস্তিনের চিকিৎসকদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই সংঘর্ষে অন্তত ৯০ জন ফিলিস্তিনি আহত হয়েছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, সংঘর্ষে তাঁদের একজন অফিসার আহত হয়েছে।
মাহমুদ আল মারবুয়া নামের এক ফিলিস্তিনি যুবক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘তাঁরা (ইসরায়েল) আমাদের প্রার্থনা করতে দিতে চায় না। প্রতিদিনই আমাদের লড়াই করতে হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘দেখুন তাঁরা কীভাবে আমাদের দিকে গুলি ছুঁড়ছে। আমরা কীভাবে বাঁচতে পারি?’
লাইলাতুল কদরে আল-আকসার সামনে কয়েক হাজার ফিলিস্তিনি প্রার্থনার জন্য জড়ো হন। পুলিশি ব্যারিকেডে পুরনো শহরের দামেস্ক গেটে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন তাঁরা। এ সময় সংঘর্ষ বেধে যায়। ফিলিস্তিনি যুবকদের ইট-পাথরের জবাবে ইসরায়েলি পুলিশ রাবার বুলেট, স্টান গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। প্রার্থনা ও সংঘর্ষের মধ্যেই কাটে লাইলাতুল কদরের রাত।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, জেরুজালেমে দ্বিতীয় দিনের সংঘর্ষে অন্তত ৯০ জন ফিলিস্তিনি আহত হয়েছে, যাদের মধ্যে ১৪ জনকে নেওয়া হয়েছে হাসপাতালে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকা থেকে ইসরায়েলে একটি রকেট ছোঁড়া হয়েছে। তবে রকেটটি উন্মুক্তস্থানে বিস্ফোরিত হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
চলমান এই সংঘর্ষের ঘটনায় যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, রাশিয়া ও জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
উল্লেখ্য, ইসরায়েলি বসতি স্থাপনের জন্য পূর্ব জেরুজালেমের বাড়িঘর থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার সম্ভাবনায় সেখানে বেশ কয়েকদিন ধরেই উত্তেজনা চলছে। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের মতো এই সহিংসতার ঘটনা ঘটল।
এর আগে, গতকাল শুক্রবার রাতে আল-আকসা মসজিদের কাছে সহিংসতায় ২০৫ জন ফিলিস্তিনি এবং অন্তত ১৮ জন ইসরায়েলি পুলিশ আহত হয়েছিল।
সূত্রঃ বিবিসি ও রয়টার্স
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩৪ মিনিট আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
৩ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
৩ ঘণ্টা আগেভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বলেছেন, ‘এই হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের পদ্ধতিগত নিপীড়নের অংশ। আগের ঘটনাগুলোর অপরাধীরা শাস্তি ছাড়াই ঘুরে বেড়াচ্ছে।’
৬ ঘণ্টা আগে