Ajker Patrika

এবার আকাশসীমা বন্ধ করল কুয়েত

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৪ জুন ২০২৫, ০০: ২৫
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে কুয়েত সাময়িকভাবে নিজের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এর আগে কাতার ও বাহরাইন একই ধরনের পদক্ষেপ নেয়। কুয়েতের এই সিদ্ধান্ত এসেছে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাত ঘনীভূত হওয়ার প্রেক্ষাপটে।

কুয়েতি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এই পদক্ষেপ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

একই সঙ্গে, সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোকে বিকল্প রুট গ্রহণ এবং পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে।

এই মুহূর্তে আঞ্চলিক আকাশপথ ব্যবহারে বড় ধরনের ব্যাঘাত দেখা দিয়েছে; বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর ওপর দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে ব্যাপক প্রভাব পড়ছে।

বিশ্লেষকেরা বলছেন, এই পদক্ষেপগুলোর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে, মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের আশঙ্কা কতটা ঘনীভূত হয়ে উঠেছে এবং দেশগুলো এখন প্রতিরোধ ও নিরাপত্তার প্রস্তুতি নিচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত