Ajker Patrika

ফোরদো পারমাণবিক কেন্দ্রে ব্যাপক নির্মাণকাজ চালাচ্ছে ইরান, দেখা গেল স্যাটেলাইট চিত্রে

অনলাইন ডেস্ক
আপডেট : ৩০ জুন ২০২৫, ১৭: ৫৪
ফোরদো পারমাণবিক কেন্দ্রে নির্মাণকাজের স্যাটেলাইট চিত্র। ছবি: ম্যাক্সার
ফোরদো পারমাণবিক কেন্দ্রে নির্মাণকাজের স্যাটেলাইট চিত্র। ছবি: ম্যাক্সার

মার্কিন বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ফোরদো পারমাণবিক কেন্দ্রে ব্যাপক নির্মাণকাজ শুরু হয়েছে। ম্যাক্সার টেকনোলজিসের প্রকাশিত নতুন স্যাটেলাইট চিত্রে এর প্রমাণ মিলেছে।

বিবিসি ভ্যারিফাই গতকাল রোববারের (২৯ জুন) স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখেছে, সেখানে ভারী নির্মাণ সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

স্যাটেলাইট চিত্র অনুযায়ী, গতকাল নতুন করে নির্মাণ করা একটি প্রবেশপথের কাছে একটি খননযন্ত্র (এক্সকাভেটর) ও ক্রেন দেখা গেছে। মার্কিন বাংকার-বাস্টার বোমা যেখানে আঘাত করেছিল, এটি তার খুব কাছাকাছি। পাহাড়ের নিচে একটি বুলডোজার ও লরিও স্যাটেলাইট ছবিতে দৃশ্যমান।

এ ছাড়া ফোরদো কেন্দ্রের প্রবেশপথে ও কমপ্লেক্সের পূর্ব দিকে অবস্থিত একটি ক্ষতিগ্রস্ত ভবনেও নির্মাণকাজ চলছে। এই দুটি স্থান ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। মার্কিন বাংকার-বাস্টার বোমা হামলার পরদিন ইসরায়েল এই দুই স্থানে বিমান হামলা চালিয়েছিল।

পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ ডেভিড অলব্রাইট গত শনিবারের (২৮ জুন) স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জানিয়েছেন, সম্ভবত বোমা হামলায় সৃষ্ট গর্ত ভরাট, প্রকৌশলগত ক্ষতির মূল্যায়ন ও তেজস্ক্রিয়তা পরিমাপের কাজ চলছে।

মার্কিন হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি গত শুক্রবার বলেছেন, ইরান কয়েক মাসের মধ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আবার শুরু করতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত