Ajker Patrika

লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ২০: ৫৩
লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত

দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। আজ সোমবার গোষ্ঠীটির রেদওয়ান বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডারের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর তিন সূত্র। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তা বাহিনী নিহত হিজবুল্লাহ নেতাকে উইসাম আল-তাউইল বলে শনাক্ত করেছে। তিনি রেদওয়ান বাহিনীর একটি ইউনিটের ডেপুটি প্রধান। কর্মকর্তারা বলেন, লেবাননের মাজদাল সেলম গ্রামে গাড়ি হামলায় উইসাম আল-তাউইল ও অন্য আরেক হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। 

হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে সীমান্তে গোলা বর্ষণের পর থেকে ইসরায়েলি বোমা হামলায় এখন পর্যন্ত দক্ষিণ লেবাননে ১৩০ জনেরও বেশি হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। এ ছাড়া সিরিয়াতেও ১৯ হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালানোর পর থেকে গাজায় বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এ যুদ্ধে হামাসের সঙ্গে সংহতি জানিয়েছে হিজবুল্লাহ। 

গত সপ্তাহে হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল সায়েদ হাসান নাসরুল্লাহ টেলিভিশন সম্প্রচারের মাধ্যমে ইসরায়েলকে লেবাননে সর্বাত্মক যুদ্ধ শুরু না করার বিষয়ে দুই দফা সতর্ক করেন। 

নাসরুল্লাহ বলেন, ‘আমাদের সঙ্গে যে যুদ্ধে যেতে চাইবে, সে-ই আফসোস করবে!’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত