জাতীয়তা নির্বিশেষে ইসরায়েলগামী সব জাহাজকেই লক্ষ্যবস্তু করবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গতকাল শনিবার আন্তর্জাতিক শিপিং কোম্পানিদের ইসরায়েলি বন্দরে বাণিজ্য করা থেকে সতর্ক থাকতে বলেছে তারা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ইসরায়েল ও ফিলিস্তিনে চলমান ভয়াবহ যুদ্ধের মধ্যেই ইরানের মদদপুষ্ট এ গোষ্ঠীটি আঞ্চলিক বিরোধ বাড়ানোর ঝুঁকি তৈরি করছে।
এর আগে লোহিত সাগর ও বাব আল–মান্দাব প্রণালিতে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকটি জাহাজে আক্রমণ ও আটক করেছে হুতিরা। এ প্রণালি দিয়ে বিশ্বের বেশির ভাগ তেল সরবরাহ করা হয়। এ ছাড়াও হুতিরা ইসরায়েলকে কেন্দ্র করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ও সশস্ত্র ড্রোন হামলা করেছে।
হুতি কর্মকর্তারা বলছেন, তারা ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন দেখানোর জন্য এ সব পদক্ষেপ নিয়েছে।
ইসরায়েল বলছে, জাহাজে হামলা ‘ইরানি সন্ত্রাসবাদের কাজ’ ছিল। এর পরিণামে আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তার ঝুঁকির মুখে পড়বে।
এক হুতি সামরিক মুখপাত্র বলেছেন, ইসরায়েলের বন্দরগামী সব জাহাজেরই লোহিত সাগর ও আরব সাগর দিয়ে যাতায়াত নিষিদ্ধ।
এক বিবৃতিতে মুখপাত্র বলেন, ‘গাজা যদি প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ সরবরাহ না পায় তবে জাতীয়তা নির্বিশেষে লোহিত সাগরে ইসরায়েলের বন্দরগামী সব জাহাজকে আমাদের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তু করা হবে।’ এ হুমকি তাৎক্ষণিক কার্যকর করা হবে।
হুতি বিদ্রোহীরা ইরানের মদদপুষ্ট বেশ কয়েকটি প্রতিরোধ বাহিনীর মধ্যে একটি, যারা গত ৭ অক্টোবর ফিলিস্তিনে হামলা শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে আক্রমণ চালিয়ে আসছে। উল্লেখ্য গত ৭ অক্টোবর হামাস বাহিনী ইসরায়েলের ওপর নজিরবিহীন হামলা চালানোর পর থেকেই গাজায় বর্বরোচিত বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল।
সর্বশেষ ঘটনায়, গত সপ্তাহে আন্তর্জাতিক জলসীমায় তিনটি বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালানো হয়। গত মাসে হুতিরা ইসরায়েল কোম্পানির সঙ্গে যুক্ত থাকা এক ব্রিটিশ কার্গো জাহাজ আটক করে।
যুক্তরাষ্ট্র ও ব্রিটেন জাহাজের ওপর হামলার নিন্দা জানায় ও হুতিদের সমর্থনে ইরানের ভূমিকার জন্য দোষারোপ করে। তেহরান বলছে, তার মিত্ররা স্বাধীনভাবেই তাদের সিদ্ধান্ত নেয়।
এ হামলার জবাবে যুক্তরাষ্ট্রকে সংযম দেখানোর পরামর্শ দিয়েছে সৌদি আরব।
জাতীয়তা নির্বিশেষে ইসরায়েলগামী সব জাহাজকেই লক্ষ্যবস্তু করবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গতকাল শনিবার আন্তর্জাতিক শিপিং কোম্পানিদের ইসরায়েলি বন্দরে বাণিজ্য করা থেকে সতর্ক থাকতে বলেছে তারা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ইসরায়েল ও ফিলিস্তিনে চলমান ভয়াবহ যুদ্ধের মধ্যেই ইরানের মদদপুষ্ট এ গোষ্ঠীটি আঞ্চলিক বিরোধ বাড়ানোর ঝুঁকি তৈরি করছে।
এর আগে লোহিত সাগর ও বাব আল–মান্দাব প্রণালিতে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকটি জাহাজে আক্রমণ ও আটক করেছে হুতিরা। এ প্রণালি দিয়ে বিশ্বের বেশির ভাগ তেল সরবরাহ করা হয়। এ ছাড়াও হুতিরা ইসরায়েলকে কেন্দ্র করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ও সশস্ত্র ড্রোন হামলা করেছে।
হুতি কর্মকর্তারা বলছেন, তারা ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন দেখানোর জন্য এ সব পদক্ষেপ নিয়েছে।
ইসরায়েল বলছে, জাহাজে হামলা ‘ইরানি সন্ত্রাসবাদের কাজ’ ছিল। এর পরিণামে আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তার ঝুঁকির মুখে পড়বে।
এক হুতি সামরিক মুখপাত্র বলেছেন, ইসরায়েলের বন্দরগামী সব জাহাজেরই লোহিত সাগর ও আরব সাগর দিয়ে যাতায়াত নিষিদ্ধ।
এক বিবৃতিতে মুখপাত্র বলেন, ‘গাজা যদি প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ সরবরাহ না পায় তবে জাতীয়তা নির্বিশেষে লোহিত সাগরে ইসরায়েলের বন্দরগামী সব জাহাজকে আমাদের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তু করা হবে।’ এ হুমকি তাৎক্ষণিক কার্যকর করা হবে।
হুতি বিদ্রোহীরা ইরানের মদদপুষ্ট বেশ কয়েকটি প্রতিরোধ বাহিনীর মধ্যে একটি, যারা গত ৭ অক্টোবর ফিলিস্তিনে হামলা শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে আক্রমণ চালিয়ে আসছে। উল্লেখ্য গত ৭ অক্টোবর হামাস বাহিনী ইসরায়েলের ওপর নজিরবিহীন হামলা চালানোর পর থেকেই গাজায় বর্বরোচিত বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল।
সর্বশেষ ঘটনায়, গত সপ্তাহে আন্তর্জাতিক জলসীমায় তিনটি বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালানো হয়। গত মাসে হুতিরা ইসরায়েল কোম্পানির সঙ্গে যুক্ত থাকা এক ব্রিটিশ কার্গো জাহাজ আটক করে।
যুক্তরাষ্ট্র ও ব্রিটেন জাহাজের ওপর হামলার নিন্দা জানায় ও হুতিদের সমর্থনে ইরানের ভূমিকার জন্য দোষারোপ করে। তেহরান বলছে, তার মিত্ররা স্বাধীনভাবেই তাদের সিদ্ধান্ত নেয়।
এ হামলার জবাবে যুক্তরাষ্ট্রকে সংযম দেখানোর পরামর্শ দিয়েছে সৌদি আরব।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার সৌদি আরবে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি সিরিয়ার দীর্ঘদিনের শত্রু ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আহ্বান জানিয়েছেন শারার প্রতি। এর আগের দিন অর্থাৎ গতকাল মঙ্গলবার ট্রাম্প সিরিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা তুলে
২৩ মিনিট আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তাঁর দেশ গাজার ঘরবাড়ি ধ্বংস করছে মূলত স্থানীয় লোকজন, যাতে অঞ্চলটিতে না থাকতে পেরে বাধ্য হয়ে অন্য কোথাও চলে যায়। গতকাল মঙ্গলবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির রুদ্ধদ্বার বৈঠকে আইনপ্রণেতাদের সামনে সাক্ষ্য দেওয়ার সময়...
১ ঘণ্টা আগেভারত নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের এক কর্মীর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়। পাল্টা হিসেবে পাকিস্তানও ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনের এক কর্মীকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।
৩ ঘণ্টা আগেভারতের মধ্যপ্রদেশ রাজ্যের এক বিজেপি মন্ত্রীর মন্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশিকে উদ্দেশ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন ওই মন্ত্রী। ‘অপারেশন সিন্দুর’ নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে একাধিকবার কর্নেল কুরেশিকে দেখা
৩ ঘণ্টা আগে