অনলাইন ডেস্ক
সৌদি আরবে অনুষ্ঠিত সোথেবির প্রথম আন্তর্জাতিক আর্ট ও বিলাসবহুল সামগ্রীর নিলাম শনিবার দিরিয়াহতে অনুষ্ঠিত হয়েছে। এই নিলামে আরব শিল্পীদের শিল্পকর্মই সবচেয়ে সফলভাবে বিক্রি হয়েছে।
সোথেবি জানিয়েছে, ‘অরিজিনস’ শিরোনামের এই নিলামটি ছিল হাউসফুল। নিলামটি অনুষ্ঠিত হয় ২৫০ আসনের একটি উন্মুক্ত অ্যাম্ফিথিয়েটারে। ৪৫টি দেশের অংশগ্রহণকারী এতে যোগ দেন।
মঙ্গলবার সিএনএন জানিয়েছে, নিলাম থেকে প্রায় ১ কোটি ৭২ লাখ ৮০ হাজার ডলার আয় হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২০১ কোটি টাকা। নিলামে আইটেম সংখ্যার বিবেচনায় বিক্রির হার ছিল ৬৭ শতাংশ। তবে মূল্য বিবেচনায় বিক্রি হয়েছে ৭৪ শতাংশ। আর ক্রেতাদের মধ্যে তিন ভাগের এক ভাগই ছিলেন সৌদি আরবের।
জানা গেছে, নিলামটিতে প্রায় ১২০টি আইটেম তোলা হয়। এর মধ্যে ৫০ ভাগই ছিল চিত্রকর্ম। ২৫ শতাংশ ছিল বিলাসবহুল ঘড়ি ও গয়না। ডিজাইনার হ্যান্ডব্যাগ ছিল ১৭ টি। খেলা-ধুলার কিছু স্মারকও ছিল।
এই নিলামের বিষয়ে ‘সৌদি আরবে শিল্প: একটি নতুন সৃষ্টিশীল অর্থনীতি?’ শীর্ষক বইটির লেখক ও শিল্প বিশ্লেষক রেবেকা অ্যান প্রক্টর বলেছেন, ‘নিলামের আগে প্রায় সবাই ভেবেছিলেন বিলাসবহুল সামগ্রী বেশি বিক্রি হবে। তবে প্রত্যাশার বিপরীতে আর্ট বিভাগেই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। এটি সৌদি ও আরব শিল্পের প্রতি মানুষের আগ্রহের ইঙ্গিত দেয়।’
সিএনএন জানায়, নিলামে তিনটি শিল্পকর্ম ১০ লাখ ডলারেরও বেশি দামে বিক্রি হয়েছে। এ ক্ষেত্রে শিল্পীরা তাঁদের প্রত্যাশা অনুযায়ী দাম পেয়েছেন। তবে চিত্রকর্মের ক্ষেত্রে রেকর্ড করেছে আরব শিল্পীরা। ১৯৬৫ সালে আঁকা সিরিয়ার শিল্পী লুয়াই কায়ালির ‘তারপর কী’ শিরোনামের একটি চিত্রকর্ম বিক্রি হয়েছে ৯ লাখ ডলারে। সৌদি শিল্পী আবদুলহালিম রাদউইয়ের ১৯৮৪ সালে আঁকা ‘শিরোনামহীন’ বিক্রি হয় ২ লাখ ৬৪ হাজার ডলারে।
এ ছাড়া সৌদি শিল্পীদের অন্তত চারটি চিত্রকর্ম প্রত্যাশিত দামের চেয়েও বেশি মূল্যে বিক্রি হয়েছে। এর মধ্যে ১৯৭৭ সালে সামিয়া হালাবির আঁকা ‘নীল ফাঁদ’ শিরোনামের একটি চিত্রকর্ম বিক্রি হয়েছে ৩ লাখ ৮৪ হাজার ডলারে, প্রত্যাশিত মূল্যের চেয়ে যা প্রায় দ্বিগুণ।
সোথেবির ফাইন আর্ট বিভাগের প্রধান আশকান বাঘেস্তানি বলেছেন, ‘এই নিলামে আমরা যে সাফল্য অর্জন করেছি, তা স্পষ্টভাবে প্রমাণ করে, সৌদি ও আরব বিশ্বের শিল্পচর্চার প্রতি গভীর আগ্রহ রয়েছে। এটি শিল্প বাজার উন্মোচনের পথে একটি সফল পদক্ষেপ।’
সৌদি আরবে অনুষ্ঠিত সোথেবির প্রথম আন্তর্জাতিক আর্ট ও বিলাসবহুল সামগ্রীর নিলাম শনিবার দিরিয়াহতে অনুষ্ঠিত হয়েছে। এই নিলামে আরব শিল্পীদের শিল্পকর্মই সবচেয়ে সফলভাবে বিক্রি হয়েছে।
সোথেবি জানিয়েছে, ‘অরিজিনস’ শিরোনামের এই নিলামটি ছিল হাউসফুল। নিলামটি অনুষ্ঠিত হয় ২৫০ আসনের একটি উন্মুক্ত অ্যাম্ফিথিয়েটারে। ৪৫টি দেশের অংশগ্রহণকারী এতে যোগ দেন।
মঙ্গলবার সিএনএন জানিয়েছে, নিলাম থেকে প্রায় ১ কোটি ৭২ লাখ ৮০ হাজার ডলার আয় হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২০১ কোটি টাকা। নিলামে আইটেম সংখ্যার বিবেচনায় বিক্রির হার ছিল ৬৭ শতাংশ। তবে মূল্য বিবেচনায় বিক্রি হয়েছে ৭৪ শতাংশ। আর ক্রেতাদের মধ্যে তিন ভাগের এক ভাগই ছিলেন সৌদি আরবের।
জানা গেছে, নিলামটিতে প্রায় ১২০টি আইটেম তোলা হয়। এর মধ্যে ৫০ ভাগই ছিল চিত্রকর্ম। ২৫ শতাংশ ছিল বিলাসবহুল ঘড়ি ও গয়না। ডিজাইনার হ্যান্ডব্যাগ ছিল ১৭ টি। খেলা-ধুলার কিছু স্মারকও ছিল।
এই নিলামের বিষয়ে ‘সৌদি আরবে শিল্প: একটি নতুন সৃষ্টিশীল অর্থনীতি?’ শীর্ষক বইটির লেখক ও শিল্প বিশ্লেষক রেবেকা অ্যান প্রক্টর বলেছেন, ‘নিলামের আগে প্রায় সবাই ভেবেছিলেন বিলাসবহুল সামগ্রী বেশি বিক্রি হবে। তবে প্রত্যাশার বিপরীতে আর্ট বিভাগেই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। এটি সৌদি ও আরব শিল্পের প্রতি মানুষের আগ্রহের ইঙ্গিত দেয়।’
সিএনএন জানায়, নিলামে তিনটি শিল্পকর্ম ১০ লাখ ডলারেরও বেশি দামে বিক্রি হয়েছে। এ ক্ষেত্রে শিল্পীরা তাঁদের প্রত্যাশা অনুযায়ী দাম পেয়েছেন। তবে চিত্রকর্মের ক্ষেত্রে রেকর্ড করেছে আরব শিল্পীরা। ১৯৬৫ সালে আঁকা সিরিয়ার শিল্পী লুয়াই কায়ালির ‘তারপর কী’ শিরোনামের একটি চিত্রকর্ম বিক্রি হয়েছে ৯ লাখ ডলারে। সৌদি শিল্পী আবদুলহালিম রাদউইয়ের ১৯৮৪ সালে আঁকা ‘শিরোনামহীন’ বিক্রি হয় ২ লাখ ৬৪ হাজার ডলারে।
এ ছাড়া সৌদি শিল্পীদের অন্তত চারটি চিত্রকর্ম প্রত্যাশিত দামের চেয়েও বেশি মূল্যে বিক্রি হয়েছে। এর মধ্যে ১৯৭৭ সালে সামিয়া হালাবির আঁকা ‘নীল ফাঁদ’ শিরোনামের একটি চিত্রকর্ম বিক্রি হয়েছে ৩ লাখ ৮৪ হাজার ডলারে, প্রত্যাশিত মূল্যের চেয়ে যা প্রায় দ্বিগুণ।
সোথেবির ফাইন আর্ট বিভাগের প্রধান আশকান বাঘেস্তানি বলেছেন, ‘এই নিলামে আমরা যে সাফল্য অর্জন করেছি, তা স্পষ্টভাবে প্রমাণ করে, সৌদি ও আরব বিশ্বের শিল্পচর্চার প্রতি গভীর আগ্রহ রয়েছে। এটি শিল্প বাজার উন্মোচনের পথে একটি সফল পদক্ষেপ।’
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সম্পর্ক আগে থেকেই উত্তপ্ত ছিল। তবে গতকাল ওভাল অফিসের বৈঠকে বাগ্বিতণ্ডার পর সেই সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে। কিছুদিন আগে ট্রাম্প জেলেনস্কিকে ‘নির্বাচনহীন একনায়ক’ বলে অভিহিত করেছিলেন এবং দাবি করেছিলেন, ইউক্রেনই যুদ্ধ শুরু
৪৪ মিনিট আগেভারতের উত্তরাখন্ডের বদ্রিনাথ মন্দিরের পাশে চামোলি জেলায় তুষারধসে চার শ্রমিকের মৃত্যু হয়েছেন। গতকাল শুক্রবার ভারত-চীন সীমান্তের কাছাকাছি মানা গ্রামে এই তুষারধসের ঘটনা ঘটে। এতে দেশটির সীমান্ত সড়ক সংস্থার (বিআরও) ৫৫ জন কর্মী তুষারধসে আটকে পড়েছিলেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এঁদের মধ্যে ৫০ জনক
২ ঘণ্টা আগেটোকিও মেট্রোপলিটন অ্যাসেম্বলির ১২৭ সদস্যের মধ্যে ৪১ জন নারী। শহরটির পরিবর্তন ও অগ্রগতিতে এই নারীরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এসব নারীর মধ্যে একজন নারী নোবুকো ইরি।
৩ ঘণ্টা আগেতুরস্কের কুর্দি অধ্যুষিত অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী পার্তিয়া কারকেরেন কুর্দিস্তানে বা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) অবশেষ অস্ত্র সমর্পণে রাজি হয়েছে। এমনকি গোষ্ঠীর নেতারা পুরো আন্দোলনকে ভেঙে দেওয়ার কথা বলেছেন। এর মধ্য দিয়ে তুরস্কে ৪০ বছরের বেশি সময় ধরে চলা এক অস্থিতিশীল পরিস্থিতির অবসান হলো।
৪ ঘণ্টা আগে