সৌদি আরবে অনুষ্ঠিত সোথেবির প্রথম আন্তর্জাতিক আর্ট ও বিলাসবহুল সামগ্রীর নিলাম শনিবার দিরিয়াহতে অনুষ্ঠিত হয়েছে। এই নিলামে আরব শিল্পীদের শিল্পকর্মই সবচেয়ে সফলভাবে বিক্রি হয়েছে।
সোথেবি জানিয়েছে, ‘অরিজিনস’ শিরোনামের এই নিলামটি ছিল হাউসফুল। নিলামটি অনুষ্ঠিত হয় ২৫০ আসনের একটি উন্মুক্ত অ্যাম্ফিথিয়েটারে। ৪৫টি দেশের অংশগ্রহণকারী এতে যোগ দেন।
মঙ্গলবার সিএনএন জানিয়েছে, নিলাম থেকে প্রায় ১ কোটি ৭২ লাখ ৮০ হাজার ডলার আয় হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২০১ কোটি টাকা। নিলামে আইটেম সংখ্যার বিবেচনায় বিক্রির হার ছিল ৬৭ শতাংশ। তবে মূল্য বিবেচনায় বিক্রি হয়েছে ৭৪ শতাংশ। আর ক্রেতাদের মধ্যে তিন ভাগের এক ভাগই ছিলেন সৌদি আরবের।
জানা গেছে, নিলামটিতে প্রায় ১২০টি আইটেম তোলা হয়। এর মধ্যে ৫০ ভাগই ছিল চিত্রকর্ম। ২৫ শতাংশ ছিল বিলাসবহুল ঘড়ি ও গয়না। ডিজাইনার হ্যান্ডব্যাগ ছিল ১৭ টি। খেলা-ধুলার কিছু স্মারকও ছিল।
এই নিলামের বিষয়ে ‘সৌদি আরবে শিল্প: একটি নতুন সৃষ্টিশীল অর্থনীতি?’ শীর্ষক বইটির লেখক ও শিল্প বিশ্লেষক রেবেকা অ্যান প্রক্টর বলেছেন, ‘নিলামের আগে প্রায় সবাই ভেবেছিলেন বিলাসবহুল সামগ্রী বেশি বিক্রি হবে। তবে প্রত্যাশার বিপরীতে আর্ট বিভাগেই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। এটি সৌদি ও আরব শিল্পের প্রতি মানুষের আগ্রহের ইঙ্গিত দেয়।’
সিএনএন জানায়, নিলামে তিনটি শিল্পকর্ম ১০ লাখ ডলারেরও বেশি দামে বিক্রি হয়েছে। এ ক্ষেত্রে শিল্পীরা তাঁদের প্রত্যাশা অনুযায়ী দাম পেয়েছেন। তবে চিত্রকর্মের ক্ষেত্রে রেকর্ড করেছে আরব শিল্পীরা। ১৯৬৫ সালে আঁকা সিরিয়ার শিল্পী লুয়াই কায়ালির ‘তারপর কী’ শিরোনামের একটি চিত্রকর্ম বিক্রি হয়েছে ৯ লাখ ডলারে। সৌদি শিল্পী আবদুলহালিম রাদউইয়ের ১৯৮৪ সালে আঁকা ‘শিরোনামহীন’ বিক্রি হয় ২ লাখ ৬৪ হাজার ডলারে।
এ ছাড়া সৌদি শিল্পীদের অন্তত চারটি চিত্রকর্ম প্রত্যাশিত দামের চেয়েও বেশি মূল্যে বিক্রি হয়েছে। এর মধ্যে ১৯৭৭ সালে সামিয়া হালাবির আঁকা ‘নীল ফাঁদ’ শিরোনামের একটি চিত্রকর্ম বিক্রি হয়েছে ৩ লাখ ৮৪ হাজার ডলারে, প্রত্যাশিত মূল্যের চেয়ে যা প্রায় দ্বিগুণ।
সোথেবির ফাইন আর্ট বিভাগের প্রধান আশকান বাঘেস্তানি বলেছেন, ‘এই নিলামে আমরা যে সাফল্য অর্জন করেছি, তা স্পষ্টভাবে প্রমাণ করে, সৌদি ও আরব বিশ্বের শিল্পচর্চার প্রতি গভীর আগ্রহ রয়েছে। এটি শিল্প বাজার উন্মোচনের পথে একটি সফল পদক্ষেপ।’
সৌদি আরবে অনুষ্ঠিত সোথেবির প্রথম আন্তর্জাতিক আর্ট ও বিলাসবহুল সামগ্রীর নিলাম শনিবার দিরিয়াহতে অনুষ্ঠিত হয়েছে। এই নিলামে আরব শিল্পীদের শিল্পকর্মই সবচেয়ে সফলভাবে বিক্রি হয়েছে।
সোথেবি জানিয়েছে, ‘অরিজিনস’ শিরোনামের এই নিলামটি ছিল হাউসফুল। নিলামটি অনুষ্ঠিত হয় ২৫০ আসনের একটি উন্মুক্ত অ্যাম্ফিথিয়েটারে। ৪৫টি দেশের অংশগ্রহণকারী এতে যোগ দেন।
মঙ্গলবার সিএনএন জানিয়েছে, নিলাম থেকে প্রায় ১ কোটি ৭২ লাখ ৮০ হাজার ডলার আয় হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২০১ কোটি টাকা। নিলামে আইটেম সংখ্যার বিবেচনায় বিক্রির হার ছিল ৬৭ শতাংশ। তবে মূল্য বিবেচনায় বিক্রি হয়েছে ৭৪ শতাংশ। আর ক্রেতাদের মধ্যে তিন ভাগের এক ভাগই ছিলেন সৌদি আরবের।
জানা গেছে, নিলামটিতে প্রায় ১২০টি আইটেম তোলা হয়। এর মধ্যে ৫০ ভাগই ছিল চিত্রকর্ম। ২৫ শতাংশ ছিল বিলাসবহুল ঘড়ি ও গয়না। ডিজাইনার হ্যান্ডব্যাগ ছিল ১৭ টি। খেলা-ধুলার কিছু স্মারকও ছিল।
এই নিলামের বিষয়ে ‘সৌদি আরবে শিল্প: একটি নতুন সৃষ্টিশীল অর্থনীতি?’ শীর্ষক বইটির লেখক ও শিল্প বিশ্লেষক রেবেকা অ্যান প্রক্টর বলেছেন, ‘নিলামের আগে প্রায় সবাই ভেবেছিলেন বিলাসবহুল সামগ্রী বেশি বিক্রি হবে। তবে প্রত্যাশার বিপরীতে আর্ট বিভাগেই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। এটি সৌদি ও আরব শিল্পের প্রতি মানুষের আগ্রহের ইঙ্গিত দেয়।’
সিএনএন জানায়, নিলামে তিনটি শিল্পকর্ম ১০ লাখ ডলারেরও বেশি দামে বিক্রি হয়েছে। এ ক্ষেত্রে শিল্পীরা তাঁদের প্রত্যাশা অনুযায়ী দাম পেয়েছেন। তবে চিত্রকর্মের ক্ষেত্রে রেকর্ড করেছে আরব শিল্পীরা। ১৯৬৫ সালে আঁকা সিরিয়ার শিল্পী লুয়াই কায়ালির ‘তারপর কী’ শিরোনামের একটি চিত্রকর্ম বিক্রি হয়েছে ৯ লাখ ডলারে। সৌদি শিল্পী আবদুলহালিম রাদউইয়ের ১৯৮৪ সালে আঁকা ‘শিরোনামহীন’ বিক্রি হয় ২ লাখ ৬৪ হাজার ডলারে।
এ ছাড়া সৌদি শিল্পীদের অন্তত চারটি চিত্রকর্ম প্রত্যাশিত দামের চেয়েও বেশি মূল্যে বিক্রি হয়েছে। এর মধ্যে ১৯৭৭ সালে সামিয়া হালাবির আঁকা ‘নীল ফাঁদ’ শিরোনামের একটি চিত্রকর্ম বিক্রি হয়েছে ৩ লাখ ৮৪ হাজার ডলারে, প্রত্যাশিত মূল্যের চেয়ে যা প্রায় দ্বিগুণ।
সোথেবির ফাইন আর্ট বিভাগের প্রধান আশকান বাঘেস্তানি বলেছেন, ‘এই নিলামে আমরা যে সাফল্য অর্জন করেছি, তা স্পষ্টভাবে প্রমাণ করে, সৌদি ও আরব বিশ্বের শিল্পচর্চার প্রতি গভীর আগ্রহ রয়েছে। এটি শিল্প বাজার উন্মোচনের পথে একটি সফল পদক্ষেপ।’
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত এবং ১৬৪ জন আহত হওয়ার ঘটনা বিশ্ব গণমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আজ সোমবার বেলা ১টার কিছু পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে স্কুলের একটি ভবনের ওপর...
৭ ঘণ্টা আগেব্রিটেনে ভুয়া নথির মাধ্যমে পাকিস্তানি অভিবাসীদের প্রবেশের একটি চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের অনুসন্ধানে। এ ক্ষেত্রে পাকিস্তানের কাশ্মীর অঞ্চলে অবস্থিত ‘মিরপুর ভিসা কনসালট্যান্ট’ নামের একটি প্রতিষ্ঠান অবৈধভাবে অর্থের বিনিময়ে ভিসার জন্য জাল কাগজপত্র সরবরাহ করছে, যা
৮ ঘণ্টা আগেঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ সোমবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এই শোকবার্তা প্রকাশ করেন।
১১ ঘণ্টা আগেমোদি তাঁর শোকবার্তায় বলেন, ‘ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বহু মানুষের, বিশেষ করে, শিক্ষার্থীদের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। আমাদের হৃদয় শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছে। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভারত বাংলাদেশের পাশে আছে এবং সম্ভাব্য সব ধরনের সমর্থন ও
১১ ঘণ্টা আগে