অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় চলমান হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ গড়িয়েছে ৮০তম দিনে। এই সময়ের মধ্যে ইসরায়েলি হামলায় অন্তত ২০ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৫৪ হাজারেরও বেশি। গতকাল সোমবার সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, বিগত ৭৯ দিনে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ২০ হাজার ৬৭৪ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা জানিয়েছেন, এই সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও অন্তত ৫৪ হাজার ৫৩৬ জন।
এদিকে, গাজা উপত্যকার একটি টানেল থেকে পাঁচ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধারের দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এদের মধ্যে তিনজন আইডিএফের সদস্য এবং দুজন বেসামরিক। গত রোববার সন্ধ্যায় এক ঘোষণায় এ দাবি করেছে আইডিএফ। মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি এক বিবৃতিতে বলেন, ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার উত্তরে জাবালিয়া অঞ্চলে সুড়ঙ্গের একটি নেটওয়ার্ক খুঁজে পেয়ে সেখান থেকে নিহত পাঁচ ইসরায়েলি জিম্মির মৃতদেহ উদ্ধার করেছে।
আইডিএফের এ ঘোষণার আগের দিনই হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড বলেছিল, পাঁচজন ইসরায়েলি জিম্মি থাকা একটি দলের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জিম্মিরা ইসরায়েলি হামলায় নিহত হতে পারে বলেও জানায় আল-কাসাম ব্রিগেড।
কয়েক দিন আগে আল-কাসাম ব্রিগেডের প্রকাশিত এক ভিডিওতে এই পাঁচ জিম্মির মধ্যে তিনজনকে দেখানো হয়েছে। সেখানে জিম্মিরা ইসরায়েলি সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, তাদের বন্দী অবস্থায় যেন ফেলে না যাওয়া হয়।
বন্দীদের এই অনুরোধ রক্ষা করতে পারেনি আইডিএফ। সে প্রসঙ্গে ড্যানিয়েল হ্যাগারি বলেন, গাজা উপত্যকায় স্থল অভিযান চালানোকে প্রচণ্ড জটিল কাজ হিসেবে অভিহিত করে বলেন, `আমাদের পক্ষের মানুষের হতাহতের ঘটনা ছাড়া হামাসকে ধ্বংস করা অসম্ভব।'
অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় চলমান হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ গড়িয়েছে ৮০তম দিনে। এই সময়ের মধ্যে ইসরায়েলি হামলায় অন্তত ২০ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৫৪ হাজারেরও বেশি। গতকাল সোমবার সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, বিগত ৭৯ দিনে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ২০ হাজার ৬৭৪ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা জানিয়েছেন, এই সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও অন্তত ৫৪ হাজার ৫৩৬ জন।
এদিকে, গাজা উপত্যকার একটি টানেল থেকে পাঁচ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধারের দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এদের মধ্যে তিনজন আইডিএফের সদস্য এবং দুজন বেসামরিক। গত রোববার সন্ধ্যায় এক ঘোষণায় এ দাবি করেছে আইডিএফ। মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি এক বিবৃতিতে বলেন, ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার উত্তরে জাবালিয়া অঞ্চলে সুড়ঙ্গের একটি নেটওয়ার্ক খুঁজে পেয়ে সেখান থেকে নিহত পাঁচ ইসরায়েলি জিম্মির মৃতদেহ উদ্ধার করেছে।
আইডিএফের এ ঘোষণার আগের দিনই হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড বলেছিল, পাঁচজন ইসরায়েলি জিম্মি থাকা একটি দলের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জিম্মিরা ইসরায়েলি হামলায় নিহত হতে পারে বলেও জানায় আল-কাসাম ব্রিগেড।
কয়েক দিন আগে আল-কাসাম ব্রিগেডের প্রকাশিত এক ভিডিওতে এই পাঁচ জিম্মির মধ্যে তিনজনকে দেখানো হয়েছে। সেখানে জিম্মিরা ইসরায়েলি সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, তাদের বন্দী অবস্থায় যেন ফেলে না যাওয়া হয়।
বন্দীদের এই অনুরোধ রক্ষা করতে পারেনি আইডিএফ। সে প্রসঙ্গে ড্যানিয়েল হ্যাগারি বলেন, গাজা উপত্যকায় স্থল অভিযান চালানোকে প্রচণ্ড জটিল কাজ হিসেবে অভিহিত করে বলেন, `আমাদের পক্ষের মানুষের হতাহতের ঘটনা ছাড়া হামাসকে ধ্বংস করা অসম্ভব।'
ইরানের শাহেদ ড্রোনের নকশা ব্যবহার করে এই ড্রোন উৎপাদনের জন্য বিশাল এক কারখানা নির্মাণ করেছে রাশিয়া। তাতারস্তান অঞ্চলের আলাবুগা শিল্প এলাকায় অবস্থিত এই কারখানা বর্তমানে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন উৎপাদন কেন্দ্র।
৩ ঘণ্টা আগেইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছে। প্রায় দুই বছর ধরে চলমান যুদ্ধের মধ্যে এই সিদ্ধান্তের ফলে ফিলিস্তিনি ভূখণ্ডে সামরিক অভিযান আরও বিস্তৃত হবে। শুক্রবার এই সিদ্ধান্ত দেশি-বিদেশি মহলে নতুন করে তীব্র সমালোচনার মুখে পড়েছে...
৫ ঘণ্টা আগেগাজায় চলমান যুদ্ধ, অর্থনৈতিক বিপর্যয় এবং খাদ্যসহ জরুরি পণ্যের তীব্র সংকটের মধ্যে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই আরও কঠিন হয়ে উঠেছে। ব্যাংকগুলো দীর্ঘদিন বন্ধ, স্থানীয় বাজারে ডিজিটাল লেনদেনও প্রায় অগ্রহণযোগ্য।
৫ ঘণ্টা আগেভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপের পর সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এর মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আজ শুক্রবার (৮ আগস্ট) সাম্প্রতিক নানা বিষয়ে কথা হয় এই দুই নেতার।
৫ ঘণ্টা আগে