লাতিন আমেরিকার সাতটি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ভেনেজুয়েলা। নির্বাচন নিয়ে উত্তাল দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তুলে এসব দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, লাতিনের সাত দেশ আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, পানামা, ডমিনিকান রিপাবলিক ও উরুগুয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে দেশটি। স্থানীয় সময় গতকাল সোমবার এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়েছে, ভেনেজুয়েলা আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, পানামা, ডমিনিকান রিপাবলিক ও উরুগুয়েকে বলেছে, তারা যেন কারাকাস থেকে তাদের কূটনৈতিক মিশনে থাকা সব কর্মকর্তা-কর্মচারীকে প্রত্যাহার করতে বলেছে। একই সঙ্গে এসব দেশ থেকে ভেনেজুয়েলার কূটনীতিকদেরও দেশে ফিরতে বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘এই দেশগুলো ওয়াশিংটনের অধীন এবং...আন্তর্জাতিক ফ্যাসিবাদের আদর্শিক নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’
ভেনেজুয়েলা সরকার সেই সাতটি দেশের সরকারের বিরুদ্ধে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে ‘হস্তক্ষেপ’ করার অভিযোগ করেছে। বিশেষ করে গত রোববার অনুষ্ঠিত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ করেছে কারাকাস। এই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তৃতীয় মেয়াদে আরও ছয় বছরের জন্য নির্বাচিত হয়েছেন।
এদিকে, লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার বিতর্কিত নির্বাচনে নিকোলাস মাদুরোর জয়ের দাবির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে যাচ্ছেন হাজার হাজার বিক্ষোভকারী। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঝড় উঠেছে প্রতিবাদের। বিক্ষোভকারীদের দমাতে রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট ভবন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এর আগে ভেনেজুয়েলার ভোটের ফলাফল নিয়ে উদ্বেগ জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেন, ভোটে দেশটির জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি। ১১ বছর ধরে ভেনেজুয়েলার ক্ষমতায় আছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এই সময়ে দেশটির অর্থনৈতিক সংকট নিয়ে জনমনে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
গতকাল সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে বিজয়ী হয়েছেন নিকোলাস মাদুরো। আমেরিকার নিষেধাজ্ঞা এবং দেশের চলমান অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক চাপে থাকা মাদুরো টানা তৃতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।
প্রেসিডেন্ট হিসেবে ১১ বছর ধরে ভেনেজুয়েলার ক্ষমতায় আছেন নিকোলাস মাদুরো। এই নির্বাচনকে মাদুরোর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে বিবেচনা করা হয়। কারণ দেশটিতে বিদ্যমান অর্থনৈতিক সংকট ও মাদুরো সরকারের রাজনৈতিক দমন-পীড়নে ক্ষুব্ধ জনগণ। এর পাশাপাশি আমেরিকান চাপ তো রয়েছেই।
আরও পড়ুন:
লাতিন আমেরিকার সাতটি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ভেনেজুয়েলা। নির্বাচন নিয়ে উত্তাল দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তুলে এসব দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, লাতিনের সাত দেশ আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, পানামা, ডমিনিকান রিপাবলিক ও উরুগুয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে দেশটি। স্থানীয় সময় গতকাল সোমবার এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়েছে, ভেনেজুয়েলা আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, পানামা, ডমিনিকান রিপাবলিক ও উরুগুয়েকে বলেছে, তারা যেন কারাকাস থেকে তাদের কূটনৈতিক মিশনে থাকা সব কর্মকর্তা-কর্মচারীকে প্রত্যাহার করতে বলেছে। একই সঙ্গে এসব দেশ থেকে ভেনেজুয়েলার কূটনীতিকদেরও দেশে ফিরতে বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘এই দেশগুলো ওয়াশিংটনের অধীন এবং...আন্তর্জাতিক ফ্যাসিবাদের আদর্শিক নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’
ভেনেজুয়েলা সরকার সেই সাতটি দেশের সরকারের বিরুদ্ধে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে ‘হস্তক্ষেপ’ করার অভিযোগ করেছে। বিশেষ করে গত রোববার অনুষ্ঠিত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ করেছে কারাকাস। এই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তৃতীয় মেয়াদে আরও ছয় বছরের জন্য নির্বাচিত হয়েছেন।
এদিকে, লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার বিতর্কিত নির্বাচনে নিকোলাস মাদুরোর জয়ের দাবির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে যাচ্ছেন হাজার হাজার বিক্ষোভকারী। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঝড় উঠেছে প্রতিবাদের। বিক্ষোভকারীদের দমাতে রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট ভবন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এর আগে ভেনেজুয়েলার ভোটের ফলাফল নিয়ে উদ্বেগ জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেন, ভোটে দেশটির জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি। ১১ বছর ধরে ভেনেজুয়েলার ক্ষমতায় আছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এই সময়ে দেশটির অর্থনৈতিক সংকট নিয়ে জনমনে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
গতকাল সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে বিজয়ী হয়েছেন নিকোলাস মাদুরো। আমেরিকার নিষেধাজ্ঞা এবং দেশের চলমান অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক চাপে থাকা মাদুরো টানা তৃতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।
প্রেসিডেন্ট হিসেবে ১১ বছর ধরে ভেনেজুয়েলার ক্ষমতায় আছেন নিকোলাস মাদুরো। এই নির্বাচনকে মাদুরোর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে বিবেচনা করা হয়। কারণ দেশটিতে বিদ্যমান অর্থনৈতিক সংকট ও মাদুরো সরকারের রাজনৈতিক দমন-পীড়নে ক্ষুব্ধ জনগণ। এর পাশাপাশি আমেরিকান চাপ তো রয়েছেই।
আরও পড়ুন:
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণ ভারতের জন্য টার্নিং পয়েন্ট হয়ে ওঠে। অস্ত্র রপ্তানি বাড়ানোর দায়িত্বে কর্মরত এক ভারতীয় কর্মকর্তা বলেন, পশ্চিমা দেশগুলো তাদের অস্ত্রভান্ডার ইউক্রেনে পাঠিয়েছে। রাশিয়ার কারখানাগুলো শুধু তাদের যুদ্ধের জন্যই অস্ত্র তৈরি করছে। ফলে যেসব দেশ ওয়াশিংটন...
৪ ঘণ্টা আগেসম্প্রতি এক ভিডিওতে ভারতের দীর্ঘ পথের ট্রেনযাত্রাকে ‘মানসিকভাবে ভেঙে পড়ার’ মতো অভিজ্ঞতা বলে বর্ণনা করেছেন ফরাসি ইউটিউবার ভিক্টর ব্লাহো। তিনি বিদেশি পর্যটকদের পরামর্শ দিয়েছেন, পর্যাপ্ত প্রস্তুতি বা ভালো বাজেট না থাকলে ভারতের দীর্ঘ দূরত্বের ট্রেনভ্রমণ এড়িয়ে চলা উচিত।
৬ ঘণ্টা আগেবিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) আশঙ্কা প্রকাশ করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নীতির কারণে চলতি বছরই বিশ্বজুড়ে পণ্যবাণিজ্য হ্রাস পাবে। এ ছাড়াও পারস্পরিক শুল্ক আরোপ ও রাজনৈতিক অনিশ্চয়তাসহ বিভিন্ন গভীর নেতিবাচক ঝুঁকি রয়েছে, যা বিশ্ব বাণিজ্যে আরও বড় ধরনের পতন ডেকে আনতে পারে।
৭ ঘণ্টা আগেবর্তমানে ছোট ওষুধ (পিল বা ক্যাপসুল) বাজারে আসার ৯ বছর পর মেডিকেয়ার মূল্য আলোচনার জন্য যোগ্য হয়। ট্রাম্প প্রশাসন এটিকে ১৩ বছর করতে চায়, যা বায়োটেক ওষুধের সমতুল্য। তবে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো দাবি করেছিল, বর্তমান নিয়ম নতুন ওষুধ উদ্ভাবনকে বাধাগ্রস্ত করে। আগে এই বিষয় নিয়ে তারা আলোচনা করতে
৮ ঘণ্টা আগে