দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় সদ্য সমাপ্ত নির্বাচনের ফলাফল ঘিরে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দেশজুড়ে অনুষ্ঠিত এসব বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ। সবচেয়ে বড় বিক্ষোভটি হয় রাজধানী কারাকাসে। ভালেনসিয়া, মারাকাইবো ও সান ক্রিস্তোবালের মতো এলাকাগুলোতেও রাজপথে নেমে আসেন বিপুলসংখ্যক মানুষ। তাঁদের দাবি, গত নির্বাচনে জনগণের দেওয়া রায় জালিয়াতি করে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে পুনর্নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
বিক্ষোভকারীদের দাবি প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট মাদুরো জানিয়েছেন, ভোটের ফলাফলের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়া প্রায় ২ হাজার মানুষকে গ্রেপ্তার করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বিক্ষোভকালে ‘অপরাধের’ সঙ্গে সম্পৃক্ততার দায়ে তাঁদের গ্রেপ্তারের কথা জানান তিনি। এ সময় অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের হুঁশিয়ারি উচ্চারণ করেন মাদুরো।
রাজধানী কারাকাসে এক সমাবেশে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে মাদুরো বলেন, এবার আর কোনো ক্ষমা করা হবে না। এ সময় সরকারবিরোধী বিক্ষোভকে যুক্তরাষ্ট্রসমর্থিত অভ্যুত্থানচেষ্টা হিসেবে আখ্যায়িত করেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনে গত রোববার ভোট গ্রহণ করা হয়। পরদিন সোমবার ভোটের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফল অনুযায়ী, ৫১ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নিকোলাস মাদুরো। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধী জোটের প্রেসিডেন্ট প্রার্থী এদমান্দো গঞ্জালেজ উরুতিয়া পেয়েছেন ৪৬ শতাংশ ভোট। পরে গত শুক্রবার আবার ঘোষিত ভোটের ফলাফলেও দুই প্রার্থীর মধ্যে ব্যবধান প্রায় একই ছিল।
নির্বাচন কমিশন ঘোষিত ফল প্রত্যাখ্যান করে বিরোধীরা বলছেন, দেশের জনগণ ব্যালটের মাধ্যমে এদমান্দো গঞ্জালেজ উরুতিয়াকে নির্বাচিত করেছে। কিন্তু সরকারের নিয়ন্ত্রিত প্রশাসন গণ রায় বদলে দিয়ে মাদুরোকে নির্বাচিত ঘোষণা করে।
বিরোধী নেত্রী মারিয়া কারিনা মাচাদো আত্মগোপন থেকে বেরিয়ে শনিবারের বিক্ষোভে অংশ নেন। কর্মসূচিতে তাঁর উপস্থিতি উজ্জীবিত করে নেতা-কর্মীদের। এর আগে গত বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে লেখা এক উপসম্পাদকীয়তে নিজের জীবন নিয়ে শঙ্কার কারণে আত্মগোপনে থাকার কথা জানান তিনি।
রাজধানী কারাকাসে শনিবারের বিক্ষোভে অংশগ্রহণকারী দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে মারিয়া কারিনা মাচাদো বলেন, ‘নির্বাচনে বিজয় অর্জন করতে আমাদের দীর্ঘ সময় লেগেছে। এখন এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যখন আমরা প্রতিদিনই কিছুটা অগ্রসর হচ্ছি। আজকের মতো এমন জোরালো অবস্থানে এর আগে আমরা কখনো ছিলাম না, কখনো না।’
এদিকে ভেনেজুয়েলা জুড়ে চলমান উত্তেজনার মধ্যেই দেশটির প্রেসিডেন্ট হিসেবে বিরোধী প্রার্থী এদমান্দো গঞ্জালেজ উরুতিয়াকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেছেন, ‘এটি স্পষ্ট, এদমান্দো গঞ্জালেজ সর্বাধিক ভোটে জিতেছেন। আমাদের কাছে এর অকাট্য প্রমাণ রয়েছে।’
ব্লিঙ্কেন বলেছেন, অকাট্য প্রমাণের ভিত্তিতে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার জনগণের কাছে এটি স্পষ্ট, গত ২৮ জুলাইয়ের নির্বাচনে এদমান্দো গঞ্জালেজ উরুতিয়া সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়েছেন। ব্রাজিল, মেক্সিকো ও কলম্বিয়ার প্রেসিডেন্টরা ভেনেজুয়েলাকে নির্বাচনের পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশের আহ্বান জানানোর পর এমন কড়া বার্তা দেয় ওয়াশিংটন।
ভেনেজুয়েলার মিত্র হিসেবে পরিচিত চীন, রাশিয়া ও ইরান নির্বাচনের ঘোষিত ফলাফলের স্বীকৃতি দিয়েছে। অন্যদিকে ভোটের বিস্তারিত তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ জি৭ জোটভুক্ত দেশগুলো।
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় সদ্য সমাপ্ত নির্বাচনের ফলাফল ঘিরে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দেশজুড়ে অনুষ্ঠিত এসব বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ। সবচেয়ে বড় বিক্ষোভটি হয় রাজধানী কারাকাসে। ভালেনসিয়া, মারাকাইবো ও সান ক্রিস্তোবালের মতো এলাকাগুলোতেও রাজপথে নেমে আসেন বিপুলসংখ্যক মানুষ। তাঁদের দাবি, গত নির্বাচনে জনগণের দেওয়া রায় জালিয়াতি করে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে পুনর্নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
বিক্ষোভকারীদের দাবি প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট মাদুরো জানিয়েছেন, ভোটের ফলাফলের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়া প্রায় ২ হাজার মানুষকে গ্রেপ্তার করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বিক্ষোভকালে ‘অপরাধের’ সঙ্গে সম্পৃক্ততার দায়ে তাঁদের গ্রেপ্তারের কথা জানান তিনি। এ সময় অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের হুঁশিয়ারি উচ্চারণ করেন মাদুরো।
রাজধানী কারাকাসে এক সমাবেশে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে মাদুরো বলেন, এবার আর কোনো ক্ষমা করা হবে না। এ সময় সরকারবিরোধী বিক্ষোভকে যুক্তরাষ্ট্রসমর্থিত অভ্যুত্থানচেষ্টা হিসেবে আখ্যায়িত করেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনে গত রোববার ভোট গ্রহণ করা হয়। পরদিন সোমবার ভোটের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফল অনুযায়ী, ৫১ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নিকোলাস মাদুরো। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধী জোটের প্রেসিডেন্ট প্রার্থী এদমান্দো গঞ্জালেজ উরুতিয়া পেয়েছেন ৪৬ শতাংশ ভোট। পরে গত শুক্রবার আবার ঘোষিত ভোটের ফলাফলেও দুই প্রার্থীর মধ্যে ব্যবধান প্রায় একই ছিল।
নির্বাচন কমিশন ঘোষিত ফল প্রত্যাখ্যান করে বিরোধীরা বলছেন, দেশের জনগণ ব্যালটের মাধ্যমে এদমান্দো গঞ্জালেজ উরুতিয়াকে নির্বাচিত করেছে। কিন্তু সরকারের নিয়ন্ত্রিত প্রশাসন গণ রায় বদলে দিয়ে মাদুরোকে নির্বাচিত ঘোষণা করে।
বিরোধী নেত্রী মারিয়া কারিনা মাচাদো আত্মগোপন থেকে বেরিয়ে শনিবারের বিক্ষোভে অংশ নেন। কর্মসূচিতে তাঁর উপস্থিতি উজ্জীবিত করে নেতা-কর্মীদের। এর আগে গত বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে লেখা এক উপসম্পাদকীয়তে নিজের জীবন নিয়ে শঙ্কার কারণে আত্মগোপনে থাকার কথা জানান তিনি।
রাজধানী কারাকাসে শনিবারের বিক্ষোভে অংশগ্রহণকারী দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে মারিয়া কারিনা মাচাদো বলেন, ‘নির্বাচনে বিজয় অর্জন করতে আমাদের দীর্ঘ সময় লেগেছে। এখন এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যখন আমরা প্রতিদিনই কিছুটা অগ্রসর হচ্ছি। আজকের মতো এমন জোরালো অবস্থানে এর আগে আমরা কখনো ছিলাম না, কখনো না।’
এদিকে ভেনেজুয়েলা জুড়ে চলমান উত্তেজনার মধ্যেই দেশটির প্রেসিডেন্ট হিসেবে বিরোধী প্রার্থী এদমান্দো গঞ্জালেজ উরুতিয়াকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেছেন, ‘এটি স্পষ্ট, এদমান্দো গঞ্জালেজ সর্বাধিক ভোটে জিতেছেন। আমাদের কাছে এর অকাট্য প্রমাণ রয়েছে।’
ব্লিঙ্কেন বলেছেন, অকাট্য প্রমাণের ভিত্তিতে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার জনগণের কাছে এটি স্পষ্ট, গত ২৮ জুলাইয়ের নির্বাচনে এদমান্দো গঞ্জালেজ উরুতিয়া সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়েছেন। ব্রাজিল, মেক্সিকো ও কলম্বিয়ার প্রেসিডেন্টরা ভেনেজুয়েলাকে নির্বাচনের পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশের আহ্বান জানানোর পর এমন কড়া বার্তা দেয় ওয়াশিংটন।
ভেনেজুয়েলার মিত্র হিসেবে পরিচিত চীন, রাশিয়া ও ইরান নির্বাচনের ঘোষিত ফলাফলের স্বীকৃতি দিয়েছে। অন্যদিকে ভোটের বিস্তারিত তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ জি৭ জোটভুক্ত দেশগুলো।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণ ভারতের জন্য টার্নিং পয়েন্ট হয়ে ওঠে। অস্ত্র রপ্তানি বাড়ানোর দায়িত্বে কর্মরত এক ভারতীয় কর্মকর্তা বলেন, পশ্চিমা দেশগুলো তাদের অস্ত্রভান্ডার ইউক্রেনে পাঠিয়েছে। রাশিয়ার কারখানাগুলো শুধু তাদের যুদ্ধের জন্যই অস্ত্র তৈরি করছে। ফলে যেসব দেশ ওয়াশিংটন...
৯ ঘণ্টা আগেসম্প্রতি এক ভিডিওতে ভারতের দীর্ঘ পথের ট্রেনযাত্রাকে ‘মানসিকভাবে ভেঙে পড়ার’ মতো অভিজ্ঞতা বলে বর্ণনা করেছেন ফরাসি ইউটিউবার ভিক্টর ব্লাহো। তিনি বিদেশি পর্যটকদের পরামর্শ দিয়েছেন, পর্যাপ্ত প্রস্তুতি বা ভালো বাজেট না থাকলে ভারতের দীর্ঘ দূরত্বের ট্রেনভ্রমণ এড়িয়ে চলা উচিত।
১০ ঘণ্টা আগেবিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) আশঙ্কা প্রকাশ করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নীতির কারণে চলতি বছরই বিশ্বজুড়ে পণ্যবাণিজ্য হ্রাস পাবে। এ ছাড়াও পারস্পরিক শুল্ক আরোপ ও রাজনৈতিক অনিশ্চয়তাসহ বিভিন্ন গভীর নেতিবাচক ঝুঁকি রয়েছে, যা বিশ্ব বাণিজ্যে আরও বড় ধরনের পতন ডেকে আনতে পারে।
১১ ঘণ্টা আগেবর্তমানে ছোট ওষুধ (পিল বা ক্যাপসুল) বাজারে আসার ৯ বছর পর মেডিকেয়ার মূল্য আলোচনার জন্য যোগ্য হয়। ট্রাম্প প্রশাসন এটিকে ১৩ বছর করতে চায়, যা বায়োটেক ওষুধের সমতুল্য। তবে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো দাবি করেছিল, বর্তমান নিয়ম নতুন ওষুধ উদ্ভাবনকে বাধাগ্রস্ত করে। আগে এই বিষয় নিয়ে তারা আলোচনা করতে
১২ ঘণ্টা আগে