অনলাইন ডেস্ক
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক সব আদালতে মামলা দায়ের করার হুমকি দিয়েছেন লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। স্থানীয় সময় গত বৃহস্পতিবার পেত্রো জানিয়েছেন, তাঁর সরকারের আইনি দল আন্তর্জাতিক সব আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, এর আগেও পেত্রো নেতানিয়াহুর বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন। গাজায় ইসরায়েলি নৃশংসতা শুরুর পর নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলার কথা জানায় আলজেরিয়া। সে সময় পেত্রো জানিয়েছিলেন, তিনি এই মামলায় আলজেরিয়াকে সব ধরনের সহায়তা করবেন।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা এক টুইটে গুস্তাভো পেত্রো আলজেরিয়াকে মামলায় সহায়তা করার বিষয়টি জানান। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে মামলার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী আগামীকাল (শুক্রবার) আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌঁসুলির সঙ্গে সাক্ষাৎ করবেন।’
এদিকে, ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে অপরাধ সংঘটিত করেছে, তার দায়ে দেশটিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের মুখোমুখি করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজেদ তেবউন।
গত সোমবার আবদেলমাদজেদ তেবউন বলেন, ‘বিগত কয়েক দশক ধরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে ইসরায়েল, তা জবাবদিহির আওতায় আনতে এবং এত দিন ইসরায়েল যে দায়মুক্তি পেয়ে এসেছে তার অবসান ঘটাতে আমি আরব বিশ্বের সব মানুষ, অধিকারকর্মী ও সংগঠন এবং বিচারকসহ সবার প্রতি আহ্বান জানাচ্ছি; ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ দাখিলের আহ্বান জানাচ্ছি।’
এর আগে কলম্বিয়ায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে দেশ ছাড়তে আহ্বান জানায় দেশটির সরকার। পরে গাজায় ইসরায়েলি নির্বিচার হামলার প্রতিবাদে দেশটির সরকার ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়।
উল্লেখ্য, গাজার উত্তপ্ত পরিস্থিতিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পেত্রো লিখেছিলেন, তিনি ছোটবেলা থেকেই গাজার সংঘাতের বিষয়ে অবগত এবং তিনি জানেন ফিলিস্তিনিরা কী পরিমাণ যন্ত্রণা ও অন্যায়-অবিচারের শিকার হচ্ছে। ওই টুইটে তিনি আরও লেখেন, ‘বর্তমানে নব্য নাৎসিরা ফিলিস্তিনি জনগণ, তাদের স্বাধীনতা ও সংস্কৃতি ধ্বংস করতে চায়।’
গত ৯ অক্টোবর গাজায় ইসরায়েলের পূর্ণাঙ্গ অবরোধ আরোপের বিষয়টিকে ইঙ্গিত করে পেত্রো বলেন, ‘গণতান্ত্রিক সমাজ কখনোই এমন নাৎসিবাদী আচরণ মেনে নিতে পারে না এবং আন্তর্জাতিক রাজনীতিতে নাৎসিবাদের পুনরুত্থান গ্রহণযোগ্য হতে পারে না।’ এ সময় তিনি জানান, তিনি সব সময়ই সেই সব ঘৃণাবাদী মতবাদ প্রত্যাখ্যান করেন, যা আরেকটি ‘হলোকাস্টের’ সৃষ্টি করতে পারে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক সব আদালতে মামলা দায়ের করার হুমকি দিয়েছেন লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। স্থানীয় সময় গত বৃহস্পতিবার পেত্রো জানিয়েছেন, তাঁর সরকারের আইনি দল আন্তর্জাতিক সব আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, এর আগেও পেত্রো নেতানিয়াহুর বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন। গাজায় ইসরায়েলি নৃশংসতা শুরুর পর নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলার কথা জানায় আলজেরিয়া। সে সময় পেত্রো জানিয়েছিলেন, তিনি এই মামলায় আলজেরিয়াকে সব ধরনের সহায়তা করবেন।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা এক টুইটে গুস্তাভো পেত্রো আলজেরিয়াকে মামলায় সহায়তা করার বিষয়টি জানান। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে মামলার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী আগামীকাল (শুক্রবার) আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌঁসুলির সঙ্গে সাক্ষাৎ করবেন।’
এদিকে, ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে অপরাধ সংঘটিত করেছে, তার দায়ে দেশটিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের মুখোমুখি করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজেদ তেবউন।
গত সোমবার আবদেলমাদজেদ তেবউন বলেন, ‘বিগত কয়েক দশক ধরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে ইসরায়েল, তা জবাবদিহির আওতায় আনতে এবং এত দিন ইসরায়েল যে দায়মুক্তি পেয়ে এসেছে তার অবসান ঘটাতে আমি আরব বিশ্বের সব মানুষ, অধিকারকর্মী ও সংগঠন এবং বিচারকসহ সবার প্রতি আহ্বান জানাচ্ছি; ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ দাখিলের আহ্বান জানাচ্ছি।’
এর আগে কলম্বিয়ায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে দেশ ছাড়তে আহ্বান জানায় দেশটির সরকার। পরে গাজায় ইসরায়েলি নির্বিচার হামলার প্রতিবাদে দেশটির সরকার ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়।
উল্লেখ্য, গাজার উত্তপ্ত পরিস্থিতিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পেত্রো লিখেছিলেন, তিনি ছোটবেলা থেকেই গাজার সংঘাতের বিষয়ে অবগত এবং তিনি জানেন ফিলিস্তিনিরা কী পরিমাণ যন্ত্রণা ও অন্যায়-অবিচারের শিকার হচ্ছে। ওই টুইটে তিনি আরও লেখেন, ‘বর্তমানে নব্য নাৎসিরা ফিলিস্তিনি জনগণ, তাদের স্বাধীনতা ও সংস্কৃতি ধ্বংস করতে চায়।’
গত ৯ অক্টোবর গাজায় ইসরায়েলের পূর্ণাঙ্গ অবরোধ আরোপের বিষয়টিকে ইঙ্গিত করে পেত্রো বলেন, ‘গণতান্ত্রিক সমাজ কখনোই এমন নাৎসিবাদী আচরণ মেনে নিতে পারে না এবং আন্তর্জাতিক রাজনীতিতে নাৎসিবাদের পুনরুত্থান গ্রহণযোগ্য হতে পারে না।’ এ সময় তিনি জানান, তিনি সব সময়ই সেই সব ঘৃণাবাদী মতবাদ প্রত্যাখ্যান করেন, যা আরেকটি ‘হলোকাস্টের’ সৃষ্টি করতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্রের আমলাদের দেশটির সরকারি কর্মচারীদের ব্যক্তিগত তথ্যভান্ডারে প্রবেশাধিকার স্থগিত করা হয়েছে। ইলন মাস্কের নেতৃত্বে মার্কিন সরকারি মানবসম্পদ বিভাগ পরিচালনার দায়িত্বে থাকা তাঁর সহযোগীরা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন বলে জানা গেছে...
১ ঘণ্টা আগেআফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে তীব্র লড়াইয়ের কারণে গত রোববার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ৫ দিনে ৭ শতাধিক নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় বৃহত্তম শহর গোমাতে তীব্র লড়াইয়ের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া, আরও ২ হাজার ৮০০ জন...
৩ ঘণ্টা আগেমহারাষ্ট্র রাজ্যের থানে জেলার ভিবান্ডির একটি অর্কেস্ট্রা বার থেকে নয় নারীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। পুলিশ বলছে, গত বৃহস্পতিবার অভিযানে গ্রেপ্তার নারীরা বাংলাদেশি। তাঁরা অবৈধভাবে বারে নাচের পেশায় যুক্ত ছিলেন।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার মধ্যে সম্পর্কের বরফ গলছে। অন্তত সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে মার্কিন দূত রিচার্ড গ্রেনেলের সাক্ষাৎ এবং কারাকাস থেকে ৬ মার্কিন নাগরিককে দেশে ফেরার অনুমতি দেওয়ার বিষয়টি এই ইঙ্গিতই দেয়
৩ ঘণ্টা আগে