বিখ্যাত ভাষাবিদ ও মানবাধিকারকর্মী নোম চমস্কির মৃত্যুর খবরকে গুজব বলে জানিয়েছেন তাঁর স্ত্রী ভ্যালেরিয়া ওয়াসারম্যান চমস্কি। এর আগে গতকাল মঙ্গলবার বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এই প্রখ্যাত ভাষাবিদ মারা গেছেন।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসকে ই-মেইলে ভ্যালেরিয়া ওয়াসারম্যান চমস্কি জানিয়েছেন, ‘না, এটি মিথ্যা। তিনি (চমস্কি) ভালো আছেন।’
৯৫ বছর বয়সী ভাষাবিদ নোম চমস্কি ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে একটি বড় ধরনের স্ট্রোকে আক্রান্ত হন। অবস্থা কিছুটা ভালো হলে তাঁকে একটি অ্যাম্বুলেন্স জেটে (উড়োজাহাজ) করে ব্রাজিলে নেওয়া হয়। স্ত্রী ভ্যালেরিয়া চমস্কির জন্মভূমি ব্রাজিল। দেশটির সাও পাওলোর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
সাও পাওলোর বেনিফিসেন্সিয়া পর্তুগুয়েসা হাসপাতাল এক বিবৃতিতে বলেছে, চমস্কিকে বাড়িতে নিয়ে চিকিৎসার জন্য গতকাল তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এর আগে গতকাল এক্সে (সাবেক টুইটার) চাউর হয়, চমস্কি মারা গেছেন। সংবাদমাধ্যম জ্যাকবিন এবং দ্য নিউ স্টেটসম্যান চমস্কির মৃত্যুর খবর প্রকাশ করে। যদিও সমাজতান্ত্রিক সংবাদমাধ্যম জ্যাকবিন পরে খবরের শিরোনাম ‘উই রিমেম্বার নোম চমস্কি’ থেকে ‘লেটস সেলিব্রেট নোম চমস্কি’ করেছে।
অপর দিকে দ্য নিউ স্টেটসম্যান চমস্কির মৃত্যু নিয়ে সাবেক গ্রিক অর্থমন্ত্রী ইয়ানিস ভারোফাকিসের প্রবন্ধটি নামিয়ে নিয়েছে। ব্রাজিলিয়ান নিউজ সাইট দিয়ারিও ডো সেন্ট্রো দো মুন্ডোও চমস্কির মৃত্যুর খবর মুছে ফেলেছে এবং একটি সংশোধনী প্রকাশ করেছে।
প্রতিবাদ ও স্বাধীনতার প্রতীক হিসেবে দেখা হয় নোম চমস্কিকে। মার্কিন পররাষ্ট্র নীতির সমালোচনার জন্য তিনি সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত। তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে কয়েক দশক ধরে পড়িয়েছেন।
২০১৭ সালে তিনি টাসকুনের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও আচরণগত বিজ্ঞান কলেজে যোগদান করেন। সেখানে তিনি বর্তমানে ভাষাবিজ্ঞানের ‘লরিয়েট প্রফেসর’ হিসেবে তালিকাভুক্ত।
বিশ্বে তাঁর বই ও প্রবন্ধের অনেক পাঠক রয়েছেন। ১৯৫৭ সালে চমস্কির ‘সিনট্যাকটিক স্ট্রাকচার্স’ নামের বিখ্যাত বই বের হয়। বইটি ভাষাবিজ্ঞান অধ্যয়নকে বদলে দিয়েছে।
বিখ্যাত ভাষাবিদ ও মানবাধিকারকর্মী নোম চমস্কির মৃত্যুর খবরকে গুজব বলে জানিয়েছেন তাঁর স্ত্রী ভ্যালেরিয়া ওয়াসারম্যান চমস্কি। এর আগে গতকাল মঙ্গলবার বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এই প্রখ্যাত ভাষাবিদ মারা গেছেন।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসকে ই-মেইলে ভ্যালেরিয়া ওয়াসারম্যান চমস্কি জানিয়েছেন, ‘না, এটি মিথ্যা। তিনি (চমস্কি) ভালো আছেন।’
৯৫ বছর বয়সী ভাষাবিদ নোম চমস্কি ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে একটি বড় ধরনের স্ট্রোকে আক্রান্ত হন। অবস্থা কিছুটা ভালো হলে তাঁকে একটি অ্যাম্বুলেন্স জেটে (উড়োজাহাজ) করে ব্রাজিলে নেওয়া হয়। স্ত্রী ভ্যালেরিয়া চমস্কির জন্মভূমি ব্রাজিল। দেশটির সাও পাওলোর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
সাও পাওলোর বেনিফিসেন্সিয়া পর্তুগুয়েসা হাসপাতাল এক বিবৃতিতে বলেছে, চমস্কিকে বাড়িতে নিয়ে চিকিৎসার জন্য গতকাল তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এর আগে গতকাল এক্সে (সাবেক টুইটার) চাউর হয়, চমস্কি মারা গেছেন। সংবাদমাধ্যম জ্যাকবিন এবং দ্য নিউ স্টেটসম্যান চমস্কির মৃত্যুর খবর প্রকাশ করে। যদিও সমাজতান্ত্রিক সংবাদমাধ্যম জ্যাকবিন পরে খবরের শিরোনাম ‘উই রিমেম্বার নোম চমস্কি’ থেকে ‘লেটস সেলিব্রেট নোম চমস্কি’ করেছে।
অপর দিকে দ্য নিউ স্টেটসম্যান চমস্কির মৃত্যু নিয়ে সাবেক গ্রিক অর্থমন্ত্রী ইয়ানিস ভারোফাকিসের প্রবন্ধটি নামিয়ে নিয়েছে। ব্রাজিলিয়ান নিউজ সাইট দিয়ারিও ডো সেন্ট্রো দো মুন্ডোও চমস্কির মৃত্যুর খবর মুছে ফেলেছে এবং একটি সংশোধনী প্রকাশ করেছে।
প্রতিবাদ ও স্বাধীনতার প্রতীক হিসেবে দেখা হয় নোম চমস্কিকে। মার্কিন পররাষ্ট্র নীতির সমালোচনার জন্য তিনি সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত। তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে কয়েক দশক ধরে পড়িয়েছেন।
২০১৭ সালে তিনি টাসকুনের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও আচরণগত বিজ্ঞান কলেজে যোগদান করেন। সেখানে তিনি বর্তমানে ভাষাবিজ্ঞানের ‘লরিয়েট প্রফেসর’ হিসেবে তালিকাভুক্ত।
বিশ্বে তাঁর বই ও প্রবন্ধের অনেক পাঠক রয়েছেন। ১৯৫৭ সালে চমস্কির ‘সিনট্যাকটিক স্ট্রাকচার্স’ নামের বিখ্যাত বই বের হয়। বইটি ভাষাবিজ্ঞান অধ্যয়নকে বদলে দিয়েছে।
দীর্ঘ ২৯ বছর সরকারি বাস চালিয়েছেন তিনি। মাত্র ৭ ডলার (প্রায় ৮০০ টাকা) সমপরিমাণ ভাড়া আত্মসাতের দায়ে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। শুধু তা–ই নয়, সেই সঙ্গে তাঁর ৮৪ হাজার ডলার (প্রায় ৯২ লাখ টাকা) পেনশনও বাতিল করা হয়েছে।
১ ঘণ্টা আগেভারতের উত্তর-পূর্ব দিল্লির সীলমপুরে ১৭ বছর বয়সী এক কিশোর হত্যার ঘটনায় ফের আলোচনায় জিকরা নামের এক তরুণী। তিনি নিজেকে ‘লেডি ডন’ বলে পরিচয় দেন। সামাজিক মাধ্যমে তাঁর কার্যকলাপ এবং অপরাধ জগতের সঙ্গে যোগাযোগের জন্য পরিচিত এই তরুণী।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ক্রিমিয়া অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে পারে। মস্কো ও কিয়েভের মধ্যে একটি শান্তিচুক্তির অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আলোচনার সঙ্গে যুক্ত কয়েকজন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে। মার্কিন সংবাদমাধ্যম..
২ ঘণ্টা আগেআন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর সাম্প্রতিক কঠোর পদক্ষেপ নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে বিশেষ করে ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আমেরিকান ইমিগ্রেশন ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের (এআইএলএ) একটি প্রতিবেদন অনুসারে, সংস্থাটি কর্তৃক সংগৃহীত ৩২৭টি সাম্প্রতিক ভিসা বাতিলের প্রায় অর্ধেকই ভারতীয়...
৩ ঘণ্টা আগে