আজকের পত্রিকা ডেস্ক
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আজ বুধবার সকালে নিজ বাসভবনে আয়োজিত গণশুনানিতে থাপ্পড় বা চপেটাঘাতের শিকার হয়েছেন। এরপর তিনি গুরুতর আহত হলে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় দিল্লির রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর এনডিটিভির।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, চল্লিশোর্ধ্ব এক ব্যক্তি অভিযোগকারী হিসেবে মুখ্যমন্ত্রীর কাছে যান। কাগজপত্র হাতে নিয়ে তিনি মুখ্যমন্ত্রী রেখার সঙ্গে কথা বলছিলেন। আচমকাই তিনি হামলা চালান এবং তাঁকে থাপ্পড় মারতে থাকেন। মুহূর্তের মধ্যেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। হামলাকারীর নাম রাজেশ সাকারিয়া, তিনি গুজরাটের রাজকোটের বাসিন্দা। তাঁকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
হামলার খবর ছড়িয়ে পড়তেই দিল্লি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি বড় ধরনের নিরাপত্তা ঘাটতির ঘটনা। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে এবং এই তদন্ত সরাসরি তদারকি করবেন দিল্লি পুলিশ কমিশনার এসবিকে সিং।
প্রতি সপ্তাহেই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নিজ বাসভবনে সাধারণ মানুষের অভিযোগ শোনার জন্য গণশুনানির আয়োজন করেন। আজকের বৈঠকেও তিনি সেই উদ্দেশ্যেই জনগণের সঙ্গে দেখা করছিলেন। কিন্তু এই ঘটনা সেখানে আতঙ্ক তৈরি করে।
ঘটনার পর বিজেপি নেতা হরিশ খুরানা বলেন, ‘বৈঠকে উপস্থিত একজন মুখ্যমন্ত্রীর ওপর হামলা চালিয়েছে। এখন চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করছেন।’ তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘এই হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না তা খতিয়ে দেখা উচিত।’ দিল্লির মন্ত্রী মঞ্জিন্দর সিং সিরসাও অভিযোগ করেন, বিরোধীরা মুখ্যমন্ত্রীর জনমুখী কাজ সহ্য করতে পারছে না। তাই ষড়যন্ত্র করে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে।
অন্যদিকে, বিরোধী দল আম আদমি পার্টির নেত্রী ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, ‘গণতন্ত্রে মতপার্থক্য ও প্রতিবাদের জায়গা থাকলেও সহিংসতার কোনো স্থান নেই।’ তিনি আশা প্রকাশ করেন, দিল্লি পুলিশ কঠোর ব্যবস্থা নেবে এবং মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থ হবেন।
এ ঘটনার পর ভারতের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়েছে। বিজেপি এটিকে ষড়যন্ত্রের ফল বলে দাবি করেছে। আপ বলছে, গণতন্ত্রের জন্য এটি অশুভ সংকেত।
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আজ বুধবার সকালে নিজ বাসভবনে আয়োজিত গণশুনানিতে থাপ্পড় বা চপেটাঘাতের শিকার হয়েছেন। এরপর তিনি গুরুতর আহত হলে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় দিল্লির রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর এনডিটিভির।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, চল্লিশোর্ধ্ব এক ব্যক্তি অভিযোগকারী হিসেবে মুখ্যমন্ত্রীর কাছে যান। কাগজপত্র হাতে নিয়ে তিনি মুখ্যমন্ত্রী রেখার সঙ্গে কথা বলছিলেন। আচমকাই তিনি হামলা চালান এবং তাঁকে থাপ্পড় মারতে থাকেন। মুহূর্তের মধ্যেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। হামলাকারীর নাম রাজেশ সাকারিয়া, তিনি গুজরাটের রাজকোটের বাসিন্দা। তাঁকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
হামলার খবর ছড়িয়ে পড়তেই দিল্লি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি বড় ধরনের নিরাপত্তা ঘাটতির ঘটনা। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে এবং এই তদন্ত সরাসরি তদারকি করবেন দিল্লি পুলিশ কমিশনার এসবিকে সিং।
প্রতি সপ্তাহেই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নিজ বাসভবনে সাধারণ মানুষের অভিযোগ শোনার জন্য গণশুনানির আয়োজন করেন। আজকের বৈঠকেও তিনি সেই উদ্দেশ্যেই জনগণের সঙ্গে দেখা করছিলেন। কিন্তু এই ঘটনা সেখানে আতঙ্ক তৈরি করে।
ঘটনার পর বিজেপি নেতা হরিশ খুরানা বলেন, ‘বৈঠকে উপস্থিত একজন মুখ্যমন্ত্রীর ওপর হামলা চালিয়েছে। এখন চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করছেন।’ তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘এই হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না তা খতিয়ে দেখা উচিত।’ দিল্লির মন্ত্রী মঞ্জিন্দর সিং সিরসাও অভিযোগ করেন, বিরোধীরা মুখ্যমন্ত্রীর জনমুখী কাজ সহ্য করতে পারছে না। তাই ষড়যন্ত্র করে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে।
অন্যদিকে, বিরোধী দল আম আদমি পার্টির নেত্রী ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, ‘গণতন্ত্রে মতপার্থক্য ও প্রতিবাদের জায়গা থাকলেও সহিংসতার কোনো স্থান নেই।’ তিনি আশা প্রকাশ করেন, দিল্লি পুলিশ কঠোর ব্যবস্থা নেবে এবং মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থ হবেন।
এ ঘটনার পর ভারতের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়েছে। বিজেপি এটিকে ষড়যন্ত্রের ফল বলে দাবি করেছে। আপ বলছে, গণতন্ত্রের জন্য এটি অশুভ সংকেত।
ইসরায়েলের অবরোধ ভাঙতে গাজার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সমুদ ফ্লোটিলা (জিএসএফ) এর একটি নৌযান তিউনিসিয়ার বন্দরে ড্রোন হামলার শিকার হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। সোমবার রাতে তিউনিসিয়ার সিদি বু সাঈদ বন্দরে এই ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেইসরায়েলের প্রত্নতত্ত্ববিদেরা জেরুজালেমে খুঁজে পেয়েছেন এক বিরল ও ক্ষুদ্র স্বর্ণমুদ্রা। এতে খোদাই করা আছে প্রাচীন মিসরের রানি দ্বিতীয় বেরেনিসের প্রতিকৃতি। ধারণা করা হচ্ছে, প্রায় ২ হাজার ২০০ বছর পুরোনো এই মুদ্রাটি দ্বিতীয় বেরেনিস ও তাঁর স্বামী তৃতীয় পটোলেমির শাসনামলের সময়কার।
৪২ মিনিট আগেকাতারের রাজধানী দোহায় হামলা চালিয়েছে ইসরায়েল। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে দোহা। ইসরায়েলি একটি সূত্র জানিয়েছে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।
১ ঘণ্টা আগেগাজা নগরীর প্রায় ১০ লাখ বাসিন্দাকে শহর ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিখাই আদ্রেয়ি বলেছেন, ‘আইডিএফ হামাসকে পরাজিত করতে বদ্ধপরিকর এবং গাজা নগরীতে ব্যাপক সামরিক অভিযান চালাবে।
২ ঘণ্টা আগে