Ajker Patrika

ভারতের বিহারে বিষাক্ত মদপানে অন্তত ২৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১৪: ৩২
Thumbnail image

ভারতের বিহার রাজ্যে বিষাক্ত মদপানে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বেশ কয়েকজন। বুধবার (১৪ ডিসেম্বর) বিহারের ছাপরা অঞ্চলের কয়েকটি গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

পুলিশের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে বিষাক্ত মদপানই মৃত্যুর কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। একই অভিযোগ মৃতদের পরিবারের সদস্যদেরও।

ছাপরার এ ঘটনায় বিজেপির আক্রমণের মুখে পড়েছে বিহারে নিতীশ কুমারের সরকার। কৌশলে নিতীশকে কটাক্ষ করেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিহারের সাংসদ গিরিরাজ সিং। রাজ্যে নিতীশের মদ নিষিদ্ধ করার সিদ্ধান্তকে কটাক্ষ করে তিনি বলেন, ‘বিহারে মদ হলো ঈশ্বরের মতো, সর্বত্র বিরাজমান কিন্তু দেখতে পাওয়া যাবে না।’

বিহারে মাঝেমধ্যেই বিষাক্ত মদপানে মৃত্যুর ঘটনা শোনা যায়। এর পরিপ্রেক্ষিতেই গিরিরাজ বলেন, বিহারে মদ নিষিদ্ধ করার নিতীশের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার সময় এসেছে।

এ ছাড়া স্থানীয় বিজেপি বিধায়ক জনক সিং এই মৃত্যুর জন্য নিতীশ কুমারের নেতৃত্বাধীন বিহার সরকারকে অভিযুক্ত করেছেন। মৃতদের মধ্যে তিনজন তাঁর গ্রামের বাসিন্দা বলেও দাবি করেন এই বিজেপি নেতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত