Ajker Patrika

৭ হাজার মানুষের ধর্মান্তরসভায় অংশ নেওয়া সেই মন্ত্রীর পদত্যাগ

৭ হাজার মানুষের ধর্মান্তরসভায় অংশ নেওয়া সেই মন্ত্রীর পদত্যাগ

গত শুক্রবার আম আদমি পার্টির (এএপি) নেতা ও দিল্লি সরকারের সমাজকল্যাণমন্ত্রী রাজেন্দ্র পাল গৌতম ‘ধম্ম চক্র প্রবর্তন দিন’—নামে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন। যেখানে ৭ হাজার মানুষ ধর্মান্তরিত হয়ে বৌদ্ধ ধর্মে শপথ নেয়। তাঁর উপস্থিতিতে এমন ধর্মান্তরকরণের কড়া সমালোচনা করে বিজেপি। তাঁকে বরখাস্তের দাবি জানানো হয়।

বিজেপির দিক থেকে কড়া সমালোচনার মুখে আজ রোববার সেই মন্ত্রী পদত্যাগ করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

গত শুক্রবার প্রকাশিত এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, আপ নেতা ও দিল্লি সরকারের সমাজকল্যাণমন্ত্রী রাজেন্দ্র পাল গৌতম প্রতিষ্ঠিত এক সংস্থা আয়োজিত ‘ধম্ম চক্র প্রবর্তন দিন’ অনুষ্ঠানে কয়েক হাজার মানুষ বৌদ্ধ ধর্মের নামে শপথ নেন। ১৯৫৬ সালের অক্টোবর মাসে ভীমরাও আম্বেদকর তাঁর কয়েক লাখ ভক্তসহ বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তাঁর স্মরণেই প্রতিবছর এ দিনটি উদ্‌যাপন করা হয়। 

অনুষ্ঠানে আপ মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতমসহ উপস্থিতদের—আমার ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের প্রতি কোনো বিশ্বাস নেই এবং আমি তাদের পূজাও করি না—বলে শপথবাক্য পাঠ করতে শোনা যায়।

এর প্রতিক্রিয়ায় বিজেপি নেতা মনোজ তিওয়ারি বলেন, ‘আপ মন্ত্রীরা দাঙ্গা উসকে দেওয়ার চেষ্টা করছেন। এমন মন্ত্রীকে দ্রুত দল থেকে বহিষ্কার করা উচিত। আমরা তাঁর বিরুদ্ধে অভিযোগ দাখিল করতে যাচ্ছি।’

উল্লেখ্য, রাজেন্দ্র পাল গৌতমের প্রতিষ্ঠান জয় ভীম মিশন আয়োজিত ওই অনুষ্ঠানে ৭ হাজার মানুষ উপস্থিত ছিল। যাদের অধিকাংশই দলিত শ্রেণির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

পদের অতিরিক্ত কর্মকর্তা, তবু দায়িত্বের বোঝা

রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন লুব্রিকেন্টস: ১৬ দিনে শেয়ারদর বেড়েছে ৯৩ শতাংশ, কারসাজি সন্দেহে তদন্তের নির্দেশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত