Ajker Patrika

কংগ্রেসের ‘নরম হিন্দুত্ববাদ’ পথের বিরোধিতা বাম দলগুলোর

কলকাতা প্রতিনিধি
আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১৮: ১৩
কংগ্রেসের ‘নরম হিন্দুত্ববাদ’ পথের বিরোধিতা বাম দলগুলোর

হারানো জনসমর্থন ফিরে পেতে ভারতের হিন্দিভাষী অঞ্চলগুলোতে ‘নরম হিন্দুত্ববাদের’ পথ বেছে নিয়েছে ভারতের পুরোনো রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস। এমনই অভিযোগ পশ্চিমবঙ্গ রাজ্যে কংগ্রেসের জোট শরিক সিপিএমের। বাম শাসিত প্রদেশ কেরালায়ও দলের সর্বভারতীয় পার্টি কংগ্রেসেবিরোধী দল হিসেবে কংগ্রেসের ভূমিকার কড়া সমালোচনা করেছেন দলের নেতারা। 

সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির মতে, বিরোধীদের ঐক্যবদ্ধ করার প্রশ্নে ব্যর্থ কংগ্রেস। দলের সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ কারাতও সমালোচনা করেছেন বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তুলতে কংগ্রেস নেতৃত্বের ব্যর্থতা নিয়ে। 

ভারতে শাসক দল বিজেপির বিরুদ্ধে বিরোধীরা এক জোট হতে না পারার জন্য কংগ্রেসকেই দায়ী করছে সিপিএম। কেরালায় দলের পার্টি কংগ্রেস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সীতারাম বলেন, ‘বিজেপির শাসনে জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। মানুষের দুর্ভোগ বাড়ছে। কিন্তু দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস গণ-আন্দোলনে ব্যর্থ।’ 

সামনেই গুজরাট, রাজস্থানসহ বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন। এ প্রসঙ্গে প্রকাশ কারাতের অভিযোগ, ‘হারানো জমি ফিরে পেতে কংগ্রেস এখন নিজেদের হিন্দু প্রমাণে ব্যস্ত। তাই ঘটা করে রামনবমী পালন বা মন্দির পরিদর্শনের মাত্রা বেড়ে গেছে।’ 

সিপিএমের পার্টি কংগ্রেস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কংগ্রেস নেতা শশী থারুরকে আমন্ত্রণ জানানো হয়, কিন্তু কংগ্রেস তাঁকে সেই আমন্ত্রণ গ্রহণে নিষেধ করে। কারণ কেরালায় কংগ্রেসই বামদের বিরোধী দল। এই অবস্থায় বিজেপির পাশাপাশি কংগ্রেসেরও সমালোচনা করেছে সিপিএম। কৌশলগতভাবে সিপিএম তরুণ নেতাদের ওপর ভর করে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্তও নিয়েছে এবারের পার্টি কংগ্রেসে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত